Home শীর্ষ খবর ৬তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ, আহত দুই

৬তলা ভবনে বিকট শব্দে বিস্ফোরণ, আহত দুই

দখিনের সময় ডেস্ক:

রাজধানীর তেজগাঁওয়ের ২৭/এ পূর্ব তেজতুরী বাজারে এলাকার একটি ভবনে শুক্রবার (০১ অক্টোবর) রাত সাড়ে নয়টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বিস্ফোরণে দুজন দগ্ধ হয়েছেন তাঁরা হলেন, ইয়াসিন তালুকদার (৩১) বাড়ি চাঁদপুর এবং নাম জিতু (৩৩)। এরা দুইজনই শিক্ষার্থী। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে ঘটনাস্থলে উপস্থিত তেজগাঁও থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান সংবাদমাধ্যমকে বলেন, আহত দুজন শিক্ষার্থী বলে আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। আহতদের মধ্যে একজনের নাম-পরিচয় জানা গেলেও অপরজনের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি বলেন, তারা ভবনের তিন তলায় একটি মেস ভাড়া করে থাকতেন। তাদের কক্ষেই বিস্ফোরণ ঘটে। তবে ঠিক কী কারণে বিস্ফোরণ ঘটেছে তা আমরা এখনও নিশ্চিত হতে পারিনি। ঘটনাস্থলে আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত হয়েছেন। বিষয়টি আমরা তদন্ত করে দেখছি। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার দেওয়ান আজাদ বলেন, রাত ৯টার দিকে ২৭/এ পূর্ব তেজতুরী বাজারের ছয়তলা ভবনের তিন তলায় বিস্ফোরণের ঘটনা ঘটে।

তেজগাঁও থানার অফিসার ইনচার্জ অপূর্ব হাসান (ওসি) বলেন, বিস্ফোরণটি ঠিক কী কারণে হয়েছে তা আমরা এখনো নিশ্চিত হতে পারিনি। তবে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে বলে আমরা জেনেছি। ঘটনাস্থলে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি), ডিবিসহ পুলিশ বিভিন্ন ইউনিটের সদস্য রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাংলাদেশের অন্তর্যামী কে

এ নিয়ে কোনো দ্বিমত নেই, মূল ক্ষমতা নিজ হাতে রেখে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শক্তভাবে দেশ চালাচ্ছেন। এরপরও প্রশ্ন আছে, প্রধানমন্ত্রী কাদের মাধ্যমে দেশ...

পশ্চিমবঙ্গের রাজ্যপালের বিরুদ্ধে চাকরির প্রতিশ্রুতি দিয়ে শ্লীলতাহানির অভিযোগ

দখিনের সময় ডেস্ক: পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি ভি আনন্দ বোসের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রাজভবনে কর্মরত অস্থায়ী এক নারী কর্মচারী এই অভিযোগ এনেছেন। ইতিমধ্যেই কলকাতার হেয়ার...

রহস্যঘেরা মিল্টন সমাদ্দার, বের হচ্ছে ভয়ংকর সব তথ্য

দখিনের সময় ডেস্ক: মানবিক মুখোশের আড়ালে ভয়ংকর সব অপকর্মের অভিযোগ ওঠায় মিল্টন সমাদ্দারকে ঘিরে রহস্যের সৃষ্টি হয়েছে। অসহায় মানুষকে আশ্রয় দেওয়ার নামে তাদের অঙ্গপ্রত্যঙ্গ বিক্রি...

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

Recent Comments