Home খেলাধূলা আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম পরিস্থিতিটা কী? : পাপন

আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম পরিস্থিতিটা কী? : পাপন

দখিনের সময় ডেস্ক : 

৬ অক্টোবর শেষ হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদের নির্বাচন। ভোট গ্রহণ শেষে দেখা গেছে ক্যাটাগরি-২ থেকে সর্বোচ্চ ভোট পেয়েছেন নাজমুল হাসান পাপন। এই ক্যাটাগরিতে ৫৭ ভোটের মধ্যে ৫৩ জন কাউন্সিলর ভোট দিয়েছেন। তার সবকয়টি ভোট পেয়েছেন পাপন। পরিচালক নির্বাচন শেষে আজ (বুধবার) প্রথম বোর্ড সভায় সভাপতি মনোনীত হয়েছেন তিনি।

সভাশেষে মিরপুরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এক প্রশ্নের জবাবে পাপন বলেন, এবারের নির্বাচনে কারও কাছেই ভোট চাননি তিনি। তবুও যাদের ভোট পাবেন না বলে আশা করেছিলেন, তারাও ভোট দিয়েছেন পাপনকে। তার পাওয়া ৫৩টি ভোটের মধ্যে ১৮টি সশরীরে ও বাকি ৩৫টি ভোট পান পোস্টাল ও ই-ব্যালটের মাধ্যমে।

পাপন বলছিলেন, ‘আমি সত্য কথা কারও কাছে ভোট চাইনি। আমার নাম অনেকের কাছেই হয়তো দিয়েছে। কিন্তু আমি কারও কাছেই ভোট চাইনি। কারণ, আপনাদেরকে আমি একটা কথা বলি, আমি একটা পরীক্ষা করতে চাইছিলাম পরিস্থিতিটা কী বাংলাদেশের, ভোটাররা কী মনে করে।’

এবার চতুর্থ মেয়াদে বিসিবির মসনদে বসলেন পাপন। আগের তিনবারে দুবার নির্বাচিত ও একবার সরকার মনোনীত হয়ে সভাপতি  হয়েছিলেন। এবার পাপন চেয়েছিলেন নিজের যোগ্যতা প্রমানের এজন্য প্যানেল দেননি তিনি।

পাপন বলেন, ‘নির্বাচনটা সবসময় আলাদা জিনিস আমি যেটা লক্ষ্য করে দেখলাম। আমি যাদের ভোট জীবনেও পাবো বলে আশা করিনি  তারাও আমাকে ভোট দিয়েছে। নির্বাচনটাই সম্পূর্ণ আলাদা জিনিস। আমি যত জনপ্রিয়ই হন না কেন, আমি যখন নির্বাচনে যাচ্ছি তখন কাউন্সিলরা কী করবেন এটা ধারণা করা খুব কষ্টকর।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments