Home পুজিঁবাজার শেয়ারবাজারে ভয়াবহ দরপতন, আতংকে সাধারণ বিনিয়োগকারীরা

শেয়ারবাজারে ভয়াবহ দরপতন, আতংকে সাধারণ বিনিয়োগকারীরা

দখিনের সময় ডেস্ক:

দেশের শেয়ারবাজারে ১০ অক্টোবর থেকে টানা দরপতন হচ্ছে। এর মধ্যে গত দুদিনে অস্বাভাবিক দরপতন হয়েছে। আগের দরপতনকে স্বাভাবিক মনে করলেও গত দুদিনের এমন দরপতনকে বিশেষজ্ঞরা বলছেন অস্বাভাবিক। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের বিক্রি চাপে দরপতন ত্বরান্বিত ও দীর্ঘ হচ্ছে। ফলে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। গত ১০ কার্যদিবসে ডিএসইর বাজার মূলধন কমেছে ২৭ হাজার কোটি টাকা। এ সময়ে মূল্যসূচক কমেছে ৪৮২ পয়েন্ট।

বাজারসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, গত কিছু দিন ধরে প্রাতিষ্ঠানিক ও ব্যক্তিশ্রেণির বড় বিনিয়োগকারীরা যতটা শেয়ার কিনছেন, তার থেকে বিক্রি করছেন বেশি। অধিকাংশ ক্ষেত্রে তাদের বিক্রি অনেক শেয়ারের দরপতনকে উসকে দিয়েছে বলে জানায় ওই সূত্র। সক্রিয় বাজার কারসাজি চক্রগুলোও একই কাজ করছে। সূত্র আরও জানায়, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা শেয়ার বিক্রির কারণ হিসেবে একটি বেসরকারি কোম্পানির বন্ডে বিনিয়োগের অজুহাত দিচ্ছে।

বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, চলতি এ দরপতনের কারণ জানেন না সাধারণ বিনিয়োগকারীরা। বিভিন্নজন বিভিন্ন মত দিচ্ছেন। এতে বিনিয়োগকারীরা আরও বিভ্রান্ত হচ্ছেন। দরপতন অব্যাহত থাকায় এবং আরও দরপতনের শঙ্কায় তারা শেয়ার বিক্রি করে দিচ্ছেন। এতে দরপতন ত্বরান্বিত হচ্ছে। একটি অংশের ভাষ্য- সূচক টানা প্রায় দেড় হাজার পয়েন্ট বৃদ্ধির পর এখন কিছু সংশোধন হচ্ছে। একে স্বাভাবিক প্রবণতা বলছেন তারা। তবে সাম্প্রতিক সময়ে অস্বাভাবিক হারে দরবৃদ্ধি পাওয়ায় কোম্পানির শেয়ারগুলো থেকে মুনাফা তুলে নিতে বিক্রির ধারাই বাজারকে নিম্নমুখী করেছে বলে তাদের মত। কারণ ওই সব শেয়ারের দরবৃদ্ধি পাওয়ায় বাজার মূলধন এবং মূল্যসূচক ওঠানামায় বেশ প্রভাব রাখছে। সূচক দেখে সাধারণ বিনিয়োগকারীরা শেয়ার কেনাবেচা করছেন। এ অবস্থায় সংকট আরও ঘনীভূত হচ্ছে বলেও জানান তারা।

দরপতন বিষয়ে বাজারের একাধিক নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, এ মুহূর্তে বাজারের সবচেয়ে বড় কারসাজির চক্র পরিকল্পিতভাবে শেয়ার বিক্রি করে বাজারের পতনকে ত্বরান্বিত করেছে। চক্রটি গতকাল বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে তাদের হাতে থাকা শেয়ার ব্যাপকভাবে বিক্রির আদেশ দেয়। এর প্রভাবে এসব হাউসের অন্য বিনিয়োগকারীরাও শেয়ার বিক্রি করতে শুরু করেন। পুঁজিবাজার বিশেষজ্ঞ অধ্যাপক আবু আহমেদ বলেন, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের শেয়ার বিক্রি চাপে দরপতন অব্যাহত আছে। শেয়ারবাজারে দরপতন স্বাভাবিক। গত দুদিনে যে ধরনের পতন তা স্বাভাবিক মনে হয়নি। দরপতনের ফলে মার্জিন ঋণে ফোর্স সেল দেওয়া হচ্ছে। তবে আশার দিক ক্ষুদ্র বিনিয়োগকারী শেয়ার বিক্রি করছে না। বাংলাদেশ ব্যাংকের সঙ্গে কথা বলে প্রাতিষ্ঠানিক শেয়ার বিক্রি আপাতত বন্ধ করা উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments