Home আন্তর্জাতিক যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার আশঙ্কা

যুক্তরাষ্ট্রে জঙ্গি হামলার আশঙ্কা

দখিনের সময় ডেস্ক :

আগামী ছয় মাসের মধ্যে আফগানিস্তানের ইসলামিক স্টেট (আইএস) যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে। এমন আশঙ্কা করছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় পেন্টাগন।

বার্তা সংস্থা রয়টার্স জানায়, আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি পর্যবেক্ষণ করে এই তথ্য জানিয়েছেন পেন্টাগনের নীতিনির্ধারণ বিষয়ক আন্ডার সেক্রেটারি কলিন কাহল। তিনি বলেন, আফগানিস্তানে তৎপর ইসলামিক স্টেট খোরাসান প্রভিন্স বা আইএসকেপি গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা তালেবান সরকারের আছে কিনা তা পর্যালোচনা করে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো।

মঙ্গলবার মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটিতে আফগান পরিস্থিতি নিয়ে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন কলিন কাহল। তিনি দাবি করেন, আইএসকেপির পাশাপাশি আল-কায়েদাও যুক্তরাষ্ট্রে হামলা চালাতে চায়। কিন্তু এই মুহূর্তে তাদের কারোই সেই সক্ষমতা নেই।

পেন্টাগনের এই কর্মকর্তা বলেন, গোয়েন্দা সংস্থাগুলো ধারণা করছে যে, আগামী ছয় মাস থেকে এক বছরের মধ্যেই সে সক্ষমতায় পৌঁছে যেতে পারে এসব সংগঠন। তারা বলছে, আল-কায়েদার একই সক্ষমতায় পৌঁছাতে সময় লাগবে এক থেকে দুই বছর।

এসব সংগঠন যেন এই কাজ করতে না পারে সে ব্যবস্থা নিতে হবে বলে জানান পেন্টাগনের এই কর্মকর্তা। আফগানিস্তানে আইএসের কয়েক হাজার জঙ্গি সক্রিয় রয়েছে বলেও দাবি করেন তিনি।

গত আগস্টে আফগানিস্তানে দুই দশক পর ক্ষমতায় আসে তালেবান। তালেবানের শত্রু এখন আইএস। আইএস ক্ষুদ্র গোষ্ঠী ও তালেবান সদস্যদের লক্ষ্য করে হামলা করছে। তাদের বিরুদ্ধে তালেবানের লড়াই করার সামর্থ্য আছে কিনা এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

কাহল বলেন, আমাদের পর্যবেক্ষণ অনুযায়ী, তালেবান ও আইএস-কে আমাদের জীবন-মরণের শত্রু। আফগানিস্তানে আইএস-কে নিজেদের শক্তি বাড়াচ্ছে। আমি মনে করি তারা হামলা চালাতে দৃঢ়প্রতিজ্ঞ। ধারণা করছি ইসলামিক স্টেটের কয়েক হাজার সৈন্য রয়েছে।

আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমিন খান মুত্তাকিও ইসলামিক স্টেটের হামলার আশঙ্কা উড়িয়ে দেননি। তিনি বলেছেন, আফগানিস্তানের মাটি থেকে অন্য দেশে হামলা করতে দেওয়া হবে না। আফগানিস্তানে তৎপর আইএস-খোরাসান গোষ্ঠীকে নির্মূল করার ইচ্ছা ও সক্ষমতা তালেবান সরকারের আছে কি না, তা মার্কিন গোয়েন্দারা পর্যালোচনা করে দেখছে বলেও জানান কলিন কাহল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিয়োগ দিচ্ছে ইউএস-বাংলা এয়ারলাইন্স

দখিনের সময় ডেস্ক: ইউএস-বাংলা এয়ারলাইন্স নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি মেডিকেল টেকনোলজিস্ট পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। ১৪ মে থেকেই আবেদন নেওয়া...

ডিএফপির মহাপরিচালক হলেন আকতার হোসেন

দখিনের সময় ডেস্ক: চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের (ডিএফপি) মহাপরিচালক হলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের (সংযুক্ত) মহাপরিচালক (গ্রেড-২) আকতার হোসেন। মঙ্গলবার(১৪ মে) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের...

র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার বেড়েছে

দখিনের সময় ডেস্ক: র‍্যানসমওয়্যার হামলায় মুক্তিপণ দেওয়ার হার গড়ে ৫০০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালে র‍্যানসমওয়্যার সাইবার হামলায় ভুক্তভোগী প্রতিষ্ঠানগুলো গড়ে ৪ লাখ থেকে ২০...

গরমে কেন খাবেন আখের রস

দখিনের সময় ডেস্ক: তীব্র গরম থেকে বাঁচতে ঠান্ডা পানীয়র বদলে অনেকেই ভরসা রাখেন আখের রসে। আখের রস থেকেই তৈরি হয় চিনি। কিন্তু চিনির থেকেও অনেক...

Recent Comments