Home সারাদেশ সিরাজগঞ্জে যুবদল-আ.লীগ-পুলিশ সংঘর্ষ; ৩ পুলিশসহ আহত ১৫

সিরাজগঞ্জে যুবদল-আ.লীগ-পুলিশ সংঘর্ষ; ৩ পুলিশসহ আহত ১৫

দখিনের সময় ডেস্ক :

সিরাজগঞ্জে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশ, আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৩ পুলিশ সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে।

পুলিশ জানায়, সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে ইবি রোডের প্রধান সড়ক বন্ধ করে আলোচনাসভা করছিল যুবদলের নেতাকর্মীরা। এ সময় তাদের সড়ক ছেড়ে অনুষ্ঠান করার আহ্বান জানানো হলে পুলিশের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে সংগঠনটির নেতাকর্মীরা। এক পর্যায়ে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় সদর থানার ওসি (তদন্ত) গোলাম মোস্তফা, সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম ও একজন কনষ্টেবল আহত হন। এ অবস্থায় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ।

পরিস্থিতির এক পর্যায়ে আশপাশের এলাকার আওয়ামী লীগ কর্মীরা এসে যুবদল কর্মীদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ত্রিমুখী সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে।

এ ঘটনায় পুলিশসহ ১৫ জন আহত হয়েছে। এর মধ্যে একজন পুলিশ সদস্যের অবস্থার অবনতি হওয়ায় তাকে চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যালে পাঠানো হয়েছে।

জেলা যুবদল সভাপতির দাবি, যুবদলের ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যলয়ের সামনে নেতাকর্মীদের দেখে পুলিশ তাদের উপর চড়াও হয় এবং হামলা চালায়। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধায় এই ঘটনা ঘটেছে বলে দাবি করেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments