Home আন্তর্জাতিক হিলারি ক্লিনটনের সহযোগীকে যৌন হেনস্তার অভিযোগ

হিলারি ক্লিনটনের সহযোগীকে যৌন হেনস্তার অভিযোগ

দখিনের সম ডেস্ক:

সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সহযোগী হোমা আবেদিন মার্কিন এক সিনেটরের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন। নতুন করে প্রকাশিত এক আত্মকথায় তিনি এ অভিযোগ তুলেছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রে নতুন করে বিতর্ক সৃষ্টি হয়েছে। দ্য গার্ডিয়ান জানায়, হোমা আবেদিন নাম প্রকাশ না করে জানিয়েছেন, ওই সিনেটর ২০০০ সালের মাঝামাঝি তাকে যৌন হেনস্তা করেছেন।

হোমা আবেদিনের বয়ান অনুযায়ী, সিনেটর তাকে চুমু খেয়েছিলেন ও জড়িয়ে ধরেছিলেন। কিন্তু তিনি তাকে নিবৃত্ত করেন এবং সরে দাঁড়ান। নতুন স্মৃতিকথা ‘এ লাইফ ইন মেনি ওয়ার্ল্ডস’-এ সব দাবি করেন আবেদিন। ২০১৬ সালে যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত এ হোমা আবেদিন। একসময় হিলারি তাকে তার ‘দ্বিতীয় কন্যা’ও বলতেন। ২০০১ থেকে ২০০৯ সাল পর্যন্ত তৎকালীন মার্কিন সিনেটর হিলারির হয়ে কাজ করেন হোমা। এসব কাজের বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে হোমা হেনস্তার কথা উল্লেখ করেন।

পঁয়তাল্লিশে পা দেওয়া আবেদিন ঘটনার বর্ণনা দিতে গিয়ে বরেছেন, ওয়াশিংটনে এক নৈশভোজন শেষে তিনি এক রাজনীতিকের সঙ্গে বের হন। এরপর ওই সিনেটরের সঙ্গে কথা বলতে বলতে তার বাড়ির সামনে পৌঁছলে সিনেটর তাকে ভেতরে গিয়ে কফির পানের আমন্ত্রণ জানান। তিনি এ আমন্ত্রণে সাড়া দেন। বাড়িতে প্রবেশের পর আকস্মিক তাকে জড়িয়ে ধরে চুমু খান ওই সিনেটর। এর পরই তাকে ছাড়িয়ে নেন তিনি। আবেদিন বলছেন, এ ঘটনায় তাৎক্ষণিক ক্ষমা চেয়েছিলেন ওই সিনেটর। হোমা আবেদিনের সাবেক স্বামী অ্যান্থনি ওয়েনারও একজন রাজনীতিক। অ্যান্থনি নিউইয়র্ক থেকে নির্বাচিত ডেমোক্র্যাটিক দলের সাবেক কংগ্রেসম্যান। তার বিরুদ্ধে একাধিক যৌন ক্যালেঙ্কারির অভিযোগ রয়েছে। এ কারণে আবেদিন বিয়েবিচ্ছেদ করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

Recent Comments