Home নির্বাচিত খবর কমিউনিটি পুলিশিং সমাজকে এক সুতোয় বাঁধার প্লাটফর্ম : বিএমপি কমিশনার

কমিউনিটি পুলিশিং সমাজকে এক সুতোয় বাঁধার প্লাটফর্ম : বিএমপি কমিশনার

দখিনের সময় ডেস্ক :

‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’

“মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি”

এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ শনিবার ৩০ অক্টোবর সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম বরিশালে আয়োজিত কমিউনিটি পুলিশিং ডে-২০২১ এর সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার। এ-সময় তিনি বলেন, কমিউনিটি পুলিশিং বিচ্ছিন্ন কোন প্ল্যাটফর্ম নয়, দলাদলির কোন প্ল্যাটফর্ম নয়, এটা হল সমাজ বিনির্মাণের প্ল্যাটফর্ম, সমাজকে সুস্থ রাখার প্ল্যাটফর্ম, সম্প্রীতির প্লাটফর্ম। এটি মানুষের ভালোবাসার প্ল্যাটফর্ম, আর এই প্ল্যাটফর্মের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ পরিস্থিতি নিয়ন্ত্রণ, সামাজিক সম্প্রীতি ও ভালোবাসার বন্ধন অটুট রেখে জনবান্ধব পুলিশিংয়ের যে বীজ আমরা সমাজে সমাজে রোপন করেছি সেখানে আমরা সকল শ্রেণী-পেশার আপামর জনতা একসাথে আছি।

পুলিশ কমিশনার আরো বলেন, প্রতিটি দিবসের যেমনি একটি উদ্দেশ্য থাকে তেমনি কমিউনিটি পুলিশিং ডে’র ও একটি মহৎ উদ্দেশ্য ও প্রতিপাদ্য বিষয় রয়েছে। আর তা হল সমাজের সকল শ্রেণী-পেশার জনগণকে সম্পৃক্ত করে জনগণের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতে একটি গণমুখী,প্রতিরাধেমূলক ও সমাধানমূলক পুলিশি ব্যবস্থা বাস্তবায়নের মাধ্যমে  সুন্দর সমাজ বিনির্মাণ করা।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি জনমুখী, সেবাধর্মী, স্মার্ট, তথ্যপ্রযুক্তি নির্ভর আধুনিক সর্বোপরি একটি মানবিক পুলিশ ইউনিট হিসেবে পারফর্ম করার জন্য আমরা ইতোমধ্যেগ্রহণ করেছি নানামুখী পদক্ষেপ।

পুলিশিং সেবা একটি অত্যন্ত স্পর্শকাতর বিষয় হওয়া সত্ত্বেও বরিশাল মেট্রোপলিটন পুলিশে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য ওপেন হাউজ ডে, কমিউনিটি পুলিশিং, বিট পুলিশিং,গণশুনানি, অভিযোগ বক্স স্থাপন, ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন সহ অব্যাহত আছে নানামুখী ডিজিটাল সার্ভিলেন্স এর জন্য স্থাপন করা হয়েছে  একটি অত্যাধুনিক কমান্ড এন্ড কন্ট্রোল রুম । অপরাধ নিয়ন্ত্রণের জন্য পুরো শহর জুড়ে স্থাপন করা হয়েছে অসংখ্য সিসিটিভি। এছাড়াও ভার্চুয়ালি রয়েছে আমাদের ফেসবুক পেজ, ওয়েব পেজ, পেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল, ইনস্টাগ্রাম, ভাইবার, টুইটার টেলিগ্রাম,হ্যালো বিএমপি অ্যাপস সহ বিভিন্ন মাধ্যম ।

মূলত বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং হল একটি অরাজনৈতিক, সামাজিক ও প্রশাসনিক উদ্যোগ। যার মাধ্যমে পুলিশ নীরবে-নিভৃতে আপনাদেরকে সেবা দিয়ে যাচ্ছে।

উল্লেখ্য যে, অনুষ্ঠানের শুরুতে বিএমপি কমিশনার মহোদয়ের নেতৃত্বে বরিশাল প্লানেট পার্ক থেকে একটি বর্ণাঢ্য র‍্যালী শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামের সামনে এসে শেষ হয়। অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ  রাসেল এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ ছাদেকুল আরেফিন, কর্নেল এম এ সাদী, কর্নেল জি এস ডিজিএফ আই, বরিশাল,বিজ্ঞ চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বরিশাল  মোঃ কবির উদ্দিন প্রামাণিক, অতিরিক্ত পুলিশ কমিশনার বিএমপি  প্ৰলয় চিসিম (হেডকোয়ার্টার্স), অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশনস্ মাহোম্মদ এনামুল হক,  প্রফেসর মোঃ ইমানুল হাকিম সাবেক অধ্যক্ষ বিএম কলেজ বরিশাল, ডাঃ এইচ. এম. সাইফুল ইসলাম, পরিচালক, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল, উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর) মাহোম্মদ নজরুল হোসেন, উপ-পুলিশ কমিশনার সাপ্লাই এন্ড লজিস্টিকস মোঃ জুলফিকার আলী হায়দার, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপঃ এন্ড প্রসিকিউশন মোঃ মাকেতার হোসেন পিপিএম-সেবা, উপ-পলিশ কমিশনার উত্তর মোহাম্মদ জাকির হোসেন মজুমদার পিপিএম-সেবা,

উপ-পুলিশ কমিশনার ট্রাফিক  এস.এম.তানভীর আরাফাত, পিপিএম-বার, উপ পুলিশ কমিশনার দক্ষিণ মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার, (সিএসবি)  খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার ডিবি  মোঃ মনজুর রহমান পিপিএম-বার,  রকিবুর রহমান খান, এডিএম, বরিশাল, একেএম জাহাঙ্গির বিজ্ঞ পিপি জেলা ও দায়রা জজ আদালত, বরিশাল এবং সভাপতি বরিশাল মহানগর আওয়ামীলীগ,  সাইদুর রহমান রিন্টু চেয়ারম্যান উপজেলা পরিষদ বরিশাল,  এ্যাডভোকেট ইসমাইল হোসেন নেগাবান সভাপতি শহীদ আব্দুর রব সেরনিয়াবাত প্রেসক্লাব বরিশাল,  কাজী এমদাদুল হক দুলাল, উপজেলা চেয়ারম্যান, বরিশাল সদর উপজেলা পরিষদ, বরিশাল  সাইদুর রহমান রিন্টুসহ বিএমপি’র অন্যান্য শীর্ষ  কর্মকর্তাবৃন্দ,কমিউনিটি পুলিশিং এর নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments