Home জাতীয় ডিভোর্স জালিয়াতির মামলায় জামিন পেলেন নাসির-তামিমা দম্পতি

ডিভোর্স জালিয়াতির মামলায় জামিন পেলেন নাসির-তামিমা দম্পতি

দখিনের সময় ডেস্ক :

তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। রবিবার (৩১শে অক্টোবর) সকাল সোয়া ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৩০শে সেপ্টেম্বর পিবিআই ক্রিকেটার নাসির, তামিমার বিয়ে বৈধ নয় বলে প্রতিবেদন দেয়। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে তামিমার প্রথম স্বামী রাকিবের করা আবেদনে তাদের ৩১ অক্টোবর হাজির হতে সমন জারি করে আদালত।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল সাড়ে দশটায় আদালতে হাজির হন ক্রিকেটার নাসির, তার স্ত্রী তামিমা ও তার মা। একই সাথে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় নাসির, তামিমাসহ তিনজনকেই জামিন দেন আদালত। আদেশের পর নাসির বলেন, হয়রানির শিকার হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি। তাই আদালতে হাজির হয়েছেন।

মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত তাদের জামিনের বিরোধিতা করে বলেন, পিবিআই যে প্রতিবেদন দিয়েছে তাতে সত্য তথ্য উঠে এসেছে। তবে, নাসিরের আইনজীবী ওমর ফারুক জানান, ২০১৬ সালে তামিমার তালাক হয়। ফলে নাসিরের সাথে বিয়েটি বৈধ।

এর আগে, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments