Home জাতীয় ডিভোর্স জালিয়াতির মামলায় জামিন পেলেন নাসির-তামিমা দম্পতি

ডিভোর্স জালিয়াতির মামলায় জামিন পেলেন নাসির-তামিমা দম্পতি

দখিনের সময় ডেস্ক :

তালাক ছাড়াই অন্যের স্ত্রীকে বিয়ে করার অভিযোগে করা মামলায় ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মীসহ তিনজনকে ১০ হাজার টাকা মুচলেকায় জামিন দিয়েছেন আদালত। রবিবার (৩১শে অক্টোবর) সকাল সোয়া ১০টায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তারা। শুনানি শেষে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

গত ৩০শে সেপ্টেম্বর পিবিআই ক্রিকেটার নাসির, তামিমার বিয়ে বৈধ নয় বলে প্রতিবেদন দেয়। পরে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে তামিমার প্রথম স্বামী রাকিবের করা আবেদনে তাদের ৩১ অক্টোবর হাজির হতে সমন জারি করে আদালত।

এরই পরিপ্রেক্ষিতে রবিবার সকাল সাড়ে দশটায় আদালতে হাজির হন ক্রিকেটার নাসির, তার স্ত্রী তামিমা ও তার মা। একই সাথে তারা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে ১০ হাজার টাকা মুচলেকায় নাসির, তামিমাসহ তিনজনকেই জামিন দেন আদালত। আদেশের পর নাসির বলেন, হয়রানির শিকার হলেও আইনের প্রতি শ্রদ্ধাশীল তিনি। তাই আদালতে হাজির হয়েছেন।

মামলার বাদী ও তামিমার প্রথম স্বামী রাকিব হাসানের আইনজীবী ইশরাত তাদের জামিনের বিরোধিতা করে বলেন, পিবিআই যে প্রতিবেদন দিয়েছে তাতে সত্য তথ্য উঠে এসেছে। তবে, নাসিরের আইনজীবী ওমর ফারুক জানান, ২০১৬ সালে তামিমার তালাক হয়। ফলে নাসিরের সাথে বিয়েটি বৈধ।

এর আগে, পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, রাকিবকে তালাক দেননি তামিমা। আইনগতভাবে রাকিব তালাকের কোনো নোটিশও পাননি। তামিমা উল্টো জালিয়াতি করে তালাকের নোটিশ তৈরি করে তা বিভিন্ন মাধ্যমে প্রকাশ করেছেন। যথাযথ প্রক্রিয়ায় তালাক না দেয়ার ফলে তামিমা তাম্মী এখনো রাকিবের স্ত্রী হিসেবে বহাল রয়েছেন। দেশের ধর্মীয় বিধিবিধান ও আইন অনুযায়ী এক স্বামীকে তালাক না দিয়ে অন্য কাউকে বিয়ে করা অবৈধ ও শাস্তিযোগ্য অপরাধ। এমন পরিস্থিতিতে ক্রিকেটার নাসির হোসেন ও তামিমা তাম্মীর বিয়ে অবৈধ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments