Home শীর্ষ খবর বুড়িগঙ্গায় নৌকাডুবি: নারী ও শিশুর মরদেহ উদ্ধার

বুড়িগঙ্গায় নৌকাডুবি: নারী ও শিশুর মরদেহ উদ্ধার

দখিনের সময় ডেস্ক :

বুড়িগঙ্গায় মালবাহী বাল্কহেডের ধাক্কায় নৌকাডুবির ঘটনায় এক নারী ও এক শিশুর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নৌকাডুবির ঘটনায় নিখোঁজ আরও দু’জনের সন্ধান চালিয়ে যাচ্ছে ডুবুরি দল।

সোমবার (১লা নভেম্বর) সকালে বুড়িগঙ্গা নদীর ফ্যানঘাট এলাকায় সকাল পৌনে ১০টার দিকে বাল্কহেডের ধাক্কায় ১০ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকাটি। নৌকার যাত্রীরা সবাই কামরাঙ্গীরচর এলাকা থেকে কেরানীগঞ্জের খোলামোড়ার দিকে যাচ্ছিল। পথিমধ্যে ফজান ঘাট এলাকায় এই দুর্ঘটনার শিকার হন তারা। পরে ছয়জন সাঁতরে পাড়ে উঠতে পারলেও নারী ও শিশুসহ চারজন নিখোঁজ হন।

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে নদীতে তল্লাশি শুরু করে। বেলা পৌনে ১টার দিকে তারা নিখোঁজ এক নারীর মৃতদেহ উদ্ধার করেন। পরে বেলা সোয়া ১টার দিকে উদ্ধার করা হয় আট বছর বয়সী একটি মেয়ের শিশুর মৃতদেহ।

পুলিশ বলছে, মারা যাওয়া ও নিখোঁজ সবাই একই পরিবারের সদস্য। কেরানীগঞ্জের খোলামোড়া এলাকায় তাদের বাসা।

নিখোঁজ দুজনকে উদ্ধারে ডুবুরি দল তল্লাশি চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে দুর্ঘটনার জন্য দায়ী মালবাহী নৌযানটি পুলিশ আটক করা হয়েছে বলে জানিয়েছেন কেরানীগঞ্জের বরিশুর নৌ পুলিশ ফাড়ির উপ-পরির্দশক আব্দুস সোবহান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ফ্যাসিজমের ‘সিম্বল’ চুপ্পুর বিদায় সমাগত?

দখিনের সময় ডেস্ক: ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না। এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে...

কোটি টাকা নেন তৃপ্তি

দখিনের সময় ডেস্ক: তৃপ্তি দিমরি ২০২৩ সালে অ্যানিম্যাল ছবিতে অভিনয়ের জন্য ৪০ লক্ষ টাকা নিয়েছিলেন। এই চরিত্রে সাফল্যের পর রাতারাতি নিজের পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন দ্বিগুণ...

ক্ষমতার রূপান্তর হয়েছে, নতুনের পুরোপুরি জন্ম হয়নি: সলিমুল্লাহ খান

দখিনের সময় ডেস্ক: অধ্যাপক সলিমুল্লাহ খান বলেছেন, দেশে দুই মাস আগে যে ঘটনা ঘটেছে, তাতে ক্ষমতার রূপান্তর হয়েছে; কিন্তু নতুনের পুরোপুরি জন্ম হয়নি। এমন সময়ে...

না ফেরার দেশে সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী

দখিনের সময় ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক ডা. একিউএম বরুদ্দোজ্জা চৌধুরী মারা গেছেন। শনিবার (৫ অক্টোবর ) মধ্যরাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়ই মৃত্যুবরণ করেন তিনি। ফুসফুসের সংক্রমণ...

Recent Comments