Home বরিশাল বরিশালে ১০ মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত

বরিশালে ১০ মাদ্রাসা শিক্ষার্থীকে পিটিয়ে আহত

দখিনের সময়  ডেস্ক :

বরিশালের গৌরনদী উপজেলার এক মাদ্রাসা শিক্ষককে অবরুদ্ধ রাখা এবং এ ঘটনাকে কেন্দ্র করে ওই মাদ্রাসার কেতাব বিভাগের ছাত্রদের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় দশজন হাফেজ শিক্ষার্থী আহত হয়েছে।

গত সোমবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ওই উপজেলার বার্থী উলূমে দীনিয়া কওমি মাদ্রাসায় এবং বার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বাড়িতে এই ঘটনা ঘটে। এ ঘটনায় মাদ্রাসা ছাত্রদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়লে কেতাব বিভাগের ক্লাস ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করে মাদ্রাসা কর্তৃপক্ষ।

মাদ্রাসার মুহতামিম আমিনুল ইসলাম মুঠোফোনে জানান, মাদ্রাসার নুরানী বিভাগের শিক্ষক মানিক বেপারী প্রায় সময় ব্যঙ্গ করে কেতাব বিভাগের ছাত্রদের ডাকেন। ব্যঙ্গ করে ডাকতে নিষেধ করলে মানিক বেপারী ক্ষিপ্ত হয়ে সম্প্রতি কেতাব বিভাগের ছাত্র মো. শাহ্জালাল ও মো. মাহামুদকে পিটিয়ে আহত করে। এ ঘটনার বিচার দিতে সহপাঠীরা সোমবার সকাল ১০টার দিকে মাদ্রাসার  মুহতামিম মুফতি হাফেজ আমিনুল ইসলামের কাছে যায়। বিচার দেয়ার কারণে শিক্ষক মানিক বেপারী ক্ষিপ্ত হয়ে সকাল সোয়া ১০টার দিকে ক্লাসরুমে ঢুকে কেতাব বিভাগের ছাত্র মো. রফিকুল ইসলাম ও মাহামুদ হোসেনকে পিটিয়ে আহত করে। এতে কেতাব বিভাগের ছাত্ররা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে শিক্ষক মানিককে ধাওয়া করে। এসময় শিক্ষক মানিক দৌড়ে মাদ্রাসার মুহতামিমের কক্ষে আশ্রয় নিলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে আধ ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

এর কিছুক্ষণ পর কেতাব বিভাগের ছাত্ররা বিচার দিতে শিক্ষক মানিকের মামা বার্থী গ্রামের বাসিন্দা সাবেক ইউপি চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ্জাহান প্যাদার বাড়িতে যায়। খবর পেয়ে মানিক লোকজন নিয়ে হাতুড়ি, বেলচা, লাঠিসোটা নিয়ে ছাত্রদের ওপর হামলা চালায়। হামলায় ১০ হাফেজ শিক্ষার্থী আহত হয়। আহতদের মধ্যে জাহিদুলকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কেতাব বিভাগের ছাত্র হাফেজ মো. সোয়াইব বাদী হয়ে রাত সাড়ে ৯টার দিকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

তবে অভিযোগ ভিত্তিহীন দাবি করে মানিক বেপারী সাংবাদিকদের বলেন, কেতাব বিভাগের ২ ছাত্র বেয়াদবি করার কারণে তাদের বকাঝকা দেয়া হয়েছে। মাদ্রাসার ভাবমূর্তি নষ্ট করার জন্য কতিপয় ছাত্র কুৎসা রটাচ্ছে।

মাদ্রাসার মুহ্তামিম মুফ্তি আমিনুল ইসলাম আরো জানান, ঘটনার পর মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও বার্থী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান শাহ্জাহান প্যাদা ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন। পাশাপশি কেতাব বিভাগের ক্লাস ১৫ দিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ ঘটনায় গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরের ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটির ঘোষণা শিগগিরই: শিবির সভাপতি

দখিনের সময় ডেস্ক ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, দু-একদিনের মধ্যে সেক্রেটারিসহ ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। গতকাল শনিবার রাতে গণমাধ্যমকে...

সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাসান চৌধুরীকে রাজধানীর আদাবর থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। আজ রবিবার রাজধানীর...

শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপে বাড়ির সামনে থেকে তাহমিনা আক্তারের (৭) নামে এক শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ সেপ্টেম্বর) রাত...

স্ত্রীকে কুপিয়ে হত্যা, থানায় এসে স্বামীর আত্মসমর্পণ

দখিনের সময় ডেস্ক: রাজধানীর পল্লবীতে শামসুন্নাহার (৫২) নামের এক নারীকে নিজ হাতে বটি দিয়ে কুপিয়ে হত্যা করেছেন তার স্বামী। ঘাতক স্বামীর নাম মোখলেছুর রহমান (৫২)।...

Recent Comments