Home জাতীয় বাড়তি দাম প্রত্যাহার না হলে আইনের আশ্রয় নেবে ক্যাব

বাড়তি দাম প্রত্যাহার না হলে আইনের আশ্রয় নেবে ক্যাব

দখিনের সময় ডেস্ক :

অবিলম্বে ডিজেল ও কেরোসিনের বাড়তি দাম প্রত্যাহার করা না হলে আইনের আশ্রয় নেবে কনজ্যুমার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ- ক্যাব। তাদের অভিযোগ, আইন লঙ্ঘন করে একতরফা দাম বাড়িয়েছে সরকারি প্রতিষ্ঠান-বিপিসি। এদিকে যাত্রী কল্যাণ সমিতির অভিযোগ, মুনাফা লুটের সুযোগ করে দিতেই পরিবহণ মালিকদের কথায় ভাড়া বাড়িয়েছে সরকার।

ডিজেল ও কেরোসিনে বাড়তি দাম চাপিয়ে দেয়ার ফলে নানামুখী সংকটে পড়েছেন ভোক্তারা। গণপরিবহণ থেকে শুরু করে কৃষির খরচ, সবক্ষেত্রেই ব্যয় বাড়ল।

আইন অনুযায়ী, জ্বালানির দাম বাড়ানোর আগে গণশুনানিতে ভোক্তাদের মতামত নেয়া বাধ্যতামূলক। অথচ, বারবার আইন লঙ্ঘন করে বিপুল পরিমাণ মুনাফা করেছে সরকারি প্রতিষ্ঠান বিপিসি। তাই শুধু ব্যবসায়ীদের স্বার্থে তেলের দাম বাড়ানোর সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানিয়েছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাব।

ক্যাব-এর সভাপতি গোলাম রহমান বলেন, এখন আমাদের একমাত্র পথ হলো আইনের আশ্রয় নেয়া। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে আমাদের দৃষ্টিতে ব্যবসায়িক বিবেচনায় একটা আমলাতান্ত্রিক সিদ্ধান্ত। কিন্তু এক্ষেত্রে যা প্রয়োজন ছিল রাজনৈতিক সিদ্ধান্ত।

বিপিসির মুনাফা সরকারকে ফেরত দিয়ে তেলের দাম সহনীয় রাখার প্রস্তাব দেন ক্যাবের জ্বালানি উপদেষ্টা অধ্যাপক শামসুল আলম। তিনি জানান, বিপিসি রাজস্ব চাহিদার অতিরিক্ত ৪৩,৭৩৪.৭৮ কোটি টাকা ভোক্তাদের কাছ হতে অবৈধভাবে আদায় করেছে। জ্বালানির দাম অস্বাভাবিক বৃদ্ধিতে ভর্তুকি প্রদানের লক্ষ্যে এ অর্থ দিতে এনএফসি প্রাইজিং স্ট্যাবিলাইজড ফান্ড গঠনের প্রস্তাব দেয়া হয়।

এদিকে, গণপরিবহণে অযৌক্তিক ভাড়া বাড়ানোর প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে যাত্রী কল্যাণ সমিতি। সংগঠনটির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, গণপরিবহণে ভাড়া বৃদ্ধি অবাস্তব, অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, এ সুযোগকে কাজে লাগিয়ে বাস ও লঞ্চের মালিকেরা গত কয়েকদিন যাবৎ পরিবহণ ধর্মঘটের নামে এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতি তৈরি করে। তাদের ইচ্ছেমত একচেটিয়া ভাড়া বাড়িয়ে নিয়েছে।

অভিযোগ উঠেছে, তেলের দাম বাড়ানোর অজুহাতে ভাড়া নির্ধারণের ব্যয় বিশ্লেষণে পুরনো বাসকেও নতুন হিসেবে দেখানো হয়েছে। এমনকি মিথ্যা তথ্য তুলে ধরা হয়েছে চালক হেলপারদের বেতন বোনাস নিয়েও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments