ইউনিয়ন প্রতিনিধি:
নির্বাচনী প্রচারণায় সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা আবিদ মাহমুদ গুরুতর আহত হয়েছেন। তার হাতে ৮টি সেলাই দিতে হয়েছে। এ ঘটনা ঘটেছে বরিশাল সদর উপজেলার ১নং রায়পাশা-কড়াপুর ইউনিয়নের ধর্মাদী গ্রামের ভাঙ্গারপুল নাম স্থানে। এ হামলার ঘটনায় পুরো ইউনিয়নে চরম আতংক ছড়িয়ে পড়েছে।
নির্বাচনী সহিংসতা প্রতিরোধে আইন-শৃংখলা বাহিনীর নানান উদ্যোগের মধ্যেও এ হামলার ঘটনা ঘটলো। উল্লেখ্য, বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নের নির্বাচনে ভোট গ্রহণ হবে ১১ নভেম্বর। েএখন চলছে প্রচারণা।
সূত্র মতে, ইউপি নির্বাচনী প্রচারণায় সক্রিয় ছাত্রলীগ নেতা আবিদ মাহমুদের উপর অতর্কিতে হামলা চালানো হয় সোমবার (৭ নভেম্বর) বিকেলে। হামলার সময় তার মাথার আঘাত করা হয়। এসময় সে হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলে তার হাতের অনেকখানি কেটে যায়। এতে প্রচন্ড রক্তক্ষরণ হতে থাকে। জরুরীভাবে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হলে অনেক চেষ্টার পর রক্তক্ষরণ বন্ধ্ করা সম্ভব হয়। ক্ষতস্থানে আটটি সেলাই দেয়া হয়েছে। আবিদ মাহমুদ বর্তমানে নিজ বাড়িতে চিকিৎসাধীন রয়েছেন। তিনি এখন আশংকামুক্ত বলে জানাগেছে।