Home আন্তর্জাতিক আতশবাজি পোড়ানোর প্রভাবে দিল্লির বাতাসের দূষণ ৫ বছরে সর্বোচ্চ

আতশবাজি পোড়ানোর প্রভাবে দিল্লির বাতাসের দূষণ ৫ বছরে সর্বোচ্চ

দখিনের সময় ডেস্ক:

দীপাবলির পর থেকেই বায়ু দূষণের কারণে দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের বিভিন্ন অঞ্চলে। বিশেষ করে রাজধানী দিল্লিতে বায়ুদূষণ বেড়েছে কয়েক গুণ। ভারতের রাজধানী নয়াদিল্লির বাতাস এখন নিরাপদ নয় শহরবাসীর জন্য। দীপাবলির পর থেকেই বায়ুদূষণের মাত্রা সব রেকর্ড ভেঙেছে। এতে অতিষ্ঠ নগরবাসী। অতিরিক্ত আতশবাজি পোড়ানোর প্রভাব পড়েছে দেশটির অন্যান্য শহরেও। ফলে বৃষ্টি হবার আগ ডর্যন্ত গ্যাস চেম্বার হয়েই থাকতে হবে রাজধানীবাসীকে।

দিল্লির এয়ার কোয়ালিটি সূচকের তথ্য বলছে, শহরের বাতাসে দূষণের মাত্রা ভেঙেছে গত পাঁচ বছরের রেকর্ড। বর্তমানে সেখানে এয়ার কোয়ালিটির মাত্রা ৪৬২। এতে বিঘ্নিত হচ্ছে মানুষের স্বাভাবিক কার্যক্রম। তীব্র বায়ু দূষণের কারণে শ্বাসকষ্ট ও চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছে শহরবাসী। এ বিষয়ে দিল্লির এক নারী বলেন, ‘বায়ুদূষণ বেড়ে যাওয়ার কারণে মর্নিং ওয়াক কিংবা বাইরে যাওয়া আপাতত বন্ধ করে দিয়েছে। আর খুব প্রয়োজনে বাইরে বের হলেও শ্বাসকষ্ট বেড়ে যাচ্ছে। এখন যে অবস্থা দেখছি তা লকডাউনে বাধ্য হয়ে ঘরে থাকার মতোই।’

মেডিসিন বিশেষজ্ঞ রমেল টিকু বলেন, ‘যাদের অ্যাজমা ও হার্টের সমস্যা রয়েছে বায়ুদূষণের কারণে তাদের ঝুঁকি সবচেয়ে বেশি। অনেকের মধ্যেই দেখা দিতে পারে শ্বাসকষ্ট, কাশি, বুকে ব্যথাসহ বিভিন্ন জটিলতা। তাই পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এসব রোগীদের ঘরে থাকাই ভাল।’ কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের প্রকাশিত তালিকা অনুযায়ী, দেশের ৩৩টি শহরের বাতাসে দূষণ বাড়ছে। তালিকায় দিল্লির পাশাপাশি রয়েছে উত্তর প্রদেশের নয়ডা, গ্রেটার নয়ডা, গাজিয়াবাদ, গোরখপুরের মতো শহরও। নির্বিচারে পোড়ানো আতশবাজির দাপটে বিষাক্ত হয়ে উঠেছে এসব এলাকার বায়ু। বিশেষজ্ঞরা বলছেন, বৃষ্টি বা প্রবল বাতাস ছাড়া দিল্লিতে দূষণের মাত্রা কমতে সময় লাগবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

না ভোট ফিরিয়ে আনার সুপারিশ সংস্কার কমিশনের

দখিনের সময় ডেস্ক: সরাসরি রাষ্ট্রপতির নির্বাচন, বিনা প্রতিদ্বন্দ্বিতায় কোনো প্রার্থী নির্বাচিত না হওয়া, না ভোট ফিরিয়ে আনা ও অর্থের উৎসের স্বচ্ছতা নিশ্চিতসহ বেশ কয়েকটি সুপারিশ...

সুযোগ পেলে গলা চেপে ধরবে আ.লীগ: রিজভী

দখিনের সময় ডেস্ক: গণহত্যার জন্য বর্তমানে আওয়ামী লীগ ক্ষমা চাওয়ার কথা বললেও, সুযোগ পেলে আবারও তারা মানুষের গলা চেপে ধরবে। এমনটাই মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র...

Recent Comments