Home জাতীয় জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ভুল সিদ্ধান্ত: সিপিডি

জ্বালানি তেলের দাম বৃদ্ধি সরকারের ভুল সিদ্ধান্ত: সিপিডি

দখিনের সময় ডেস্ক :

জ্বালানি তেলের দাম বাড়ানো সরকারের ভুল সিদ্ধান্ত। তাই অর্থনীতি ও জনজীবনের ওপর খরচের বোঝা কমাতে ডিজেলের বর্ধিত মূল্য প্রত্যাহার করে আগের মূল্যে ফেরত যাওয়ার সুপারিশ করেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি।

বুধবার (১০ই নভেম্বর) দুপুরে ‘জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি কতটুকু প্রয়োজন ছিল?’ শীর্ষক ব্রিফিংয়ে সিপিডির পক্ষ থেকে বেশ কিছু সুপারিশ ও অভিমত তুলে ধরা হয়।

ব্রিফিংয়ে সিপিডির পক্ষ থেকে মূল প্রবন্ধ তুলে ধরেন নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। তিনি বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সামগ্রিকভাবে অর্থনীতি ও মানুষের জীবনযাত্রার ওপর চাপ সৃষ্টি হবে। এই মূল্য বৃদ্ধির ফলে হয়তো বিত্তবানদের ওপর খুব একটা প্রভাব পড়বে না। কিন্তু যারা দরিদ্র এবং যারা নতুন করে দরিদ্র হয়েছে, যারা কোভিড আক্রান্ত অর্থনীতিতে নতুন করে পুনরুদ্ধারের চেষ্টার মধ্যে রয়েছে, তাদের ওপর যে প্রভাব পড়বে, আমরা যদি ন্যায্যতার কথা বলি সেই ন্যায্যতার দিক থেকেও এটা একটা অন্যায্য পদক্ষেপ নেওয়া হয়েছে।’

জ্বালানি তেল আবার আগের দামে ফিরিয়ে নেয়ার সুপারিশ করে ফাহমিদা আরও বলেন, জ্বালানি তেল একটি কৌশলগত পণ্য। এই পণ্য ছাড়া অর্থনীতি অচল হয়ে পড়বে। এই পরিপ্রেক্ষিতে পূর্ববর্তী দামে ফিরে যাওয়া দরকার।

অনুষ্ঠানে সিপিডির গবেষণা পরিচালক ড. গোলাম মোয়াজ্জেম বলেন,‘জ্বালানি তেলের দাম বাড়ানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে যুক্তিসংগত নয়। সরকারের নীতিমালার সঙ্গে সংগতিপূর্ণ নয়। নৈতিকভাবে গ্রহণযোগ্য নয় এবং রাজনৈতিকভাবে এটা কোনো আলোকিত সিদ্ধান্ত নয় বলে আমাদের কাছে মনে হয়েছে।

২০২২ অর্থবছরে প্রক্ষেপণ হচ্ছে বিপিসি থেকে আমদানি শুল্ক ও ভ্যাট বাবদ সরকার ৭ হাজার ৮৩৮ কোটি টাকা আয় করার কথা লিখেছে। সুতরাং ৭ হাজার দুইশ কোটি টাকা ভর্তুকি দেওয়ার জন্য এই আমদানি শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করলে আর বাড়তি টাকার প্রয়োজন হয় না। শুধুমাত্র আমদানি শুল্ক ও ভ্যাট সমন্বয় করেই সরকার লোকসানের টাকা সমন্বয় করতে পারে।’

অর্থনীতিকে চাপমুক্ত করতে অবিলম্বে ডিজেলের আগের দাম নির্ধারণ এবং দুর্নীতির কারণে বাংলাদেশ পেট্টোলিয়াম কর্পোরেশন লোকসান দিচ্ছে কি-না সেটিও খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সংস্থাটি। জ্বালানির দরবৃদ্ধির সুযোগ নিয়ে যানবাহনে অযৌক্তিক ভাড়া আদায় হচ্ছে বলেও অভিযোগ সিপিডির। এভাবে জ্বালানির দর বাড়ানোর আগে গণশুনানি করা ও বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনকে সংযুক্ত থাকার তাগিদ দিয়েছে সংস্থাটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বাউফলে সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে সড়ক প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। চোখের সামনে প্রকাশ্যে দিবালোকে নির্মাণকাজে নিম্মমানের উপকরণ ব্যবহার করায় ক্ষুদ্ব প্রতিক্রিয়া...

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

Recent Comments