Home জাতীয় ঢাকায় মাত্র ১৯৬টি বাস সিএনজিচালিত: এনায়েত উল্যাহ

ঢাকায় মাত্র ১৯৬টি বাস সিএনজিচালিত: এনায়েত উল্যাহ

দখিনের সময় ডেস্ক :

রাজধানীতে চলাচলকারী ৬ হাজার বাসের মধ্যে মাত্র ১৯৬টি সিএনজিচালিত বলে দাবি করেছেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ। বুধবার (১০ই নভেম্বর) বাস ভাড়া পুনঃনির্ধারণ ও বর্তমান পরিস্থিতি নিয়ে রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাস মালিকদের নেতা খন্দকার এনায়েত উল্ল্যাহ। এ সময় তিনি আরও দাবি করেন, প্রায় শতভাগ দূরপাল্লার বাস ডিজেলচালিত।

এনায়েত উল্যাহ বলেন, ডিজেলের ভাড়া বৃদ্ধির পর বাস ভাড়া পুনঃনির্ধারণ করার আলোচনা ও সমালোচনা হচ্ছে। ভাড়া বেশি নেয়া হচ্ছে এমন অভিযোগও উঠেছে। কিন্তু, ঢাকায় মহানগরীতে চলাচলকারী ১২০টি বাস কোম্পানির মধ্যে মাত্র ১৩টি কোম্পানির ১৯৬টি বাস সিএনজিচালিত।

আগামী তিনদিনের মধ্যে ডিজেল ও সিএনজি চালিত গাড়ি চিহ্নিত করার প্রতিশ্রুতি দেন বাংলাদেশ সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্ল্যাহ। বলেন, এখন থেকে আর গেটলক ও সিটিং সার্ভিস থাকবে না। সিটিং সার্ভিস বন্ধ প্রসঙ্গে এনায়েত উল্ল্যাহ জানান, সিটিং সার্ভিসে কোনও নিয়ম-নীতি নেই। তারা নিজেদের মতো করে যাত্রী পরিবহণ করে এতে যাত্রীদের ভোগান্তি হয়।

প্রসঙ্গত, প্রতি লিটার ডিজেলের মূল্য ৬৫ টাকা বাড়িয়ে ৮০ টাকা করা ও যাত্রীদের ভাড়া বৃদ্ধির দাবিতে গেল শুক্রবার থেকে তিনদিনের ধর্মঘট পালন করে বাস মালিক ও শ্রমিকরা। পরবর্তীতে বাস মালিকদের সঙ্গে বৈঠকে বসে বিআরটিএ। বৈঠকে ঢাকা মহানগরীতে বাস ভাড়া ২৬ দশমিক ৫ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত হয়। তবে, বৈঠকে জানানো হয় বর্ধিত বাস ভাড়া শুধুমাত্র ডিজেলচালিত বাসের জন্য প্রযোজ্য। সিএনজিচালিত বাসের জন্য নতুন ভাড়া কার্যকর হবে না। এরপর বাস চলাচল স্বাভাবিক হলে ডিজেলচালিত বাসের পাশাপাশি সিএনজিচালিত বাসেও অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ ওঠে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments