Home জাতীয় ইউপি নির্বাচনে একটু ঝগড়া-মারামারি হয়ই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউপি নির্বাচনে একটু ঝগড়া-মারামারি হয়ই: স্বরাষ্ট্রমন্ত্রী

দখিনের সময় ডেস্ক :

ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটু ঝগড়া, মারামারি হয়ই। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে নিরাপত্তা বাহিনী বসে নেই বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১১ই নভেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইউপি নির্বাচন গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এখানে সবসময়ই একটু ঝগড়া, মারামারি হয়েই থাকে। বেশ কয়েকটি জায়গায় আমরা হতাহতের খবর পেয়েছি। এরই মধ্যে পুলিশ দোষীদের খুঁজে বের করে গ্রেপ্তারও করেছে। এছাড়াও, যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ী, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লার মেঘনা, সাতক্ষীরা সদর, কক্সবাজার ও মেহেরপুরের মুজিবনগরে বিছিন্ন সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। উদ্ধার করা হয়েছে ২০টিরও বেশি পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র। এছাড়াও মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে সকাল ৮টা থেকে ৮৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।  চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ২০টিতে ভোট হচ্ছে ইভিএমে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তালিকা থেকে একটি ইউপি বাদ দেওয়া হয়। স্থগিত করা হয় সাতটি ইউপির ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচটি ইউপির সবাই নির্বাচিত হন।

এ ধাপে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ১৬১ জন ও সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন রয়েছেন। নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৪৯২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments