Home জাতীয় ইউপি নির্বাচনে একটু ঝগড়া-মারামারি হয়ই: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউপি নির্বাচনে একটু ঝগড়া-মারামারি হয়ই: স্বরাষ্ট্রমন্ত্রী

দখিনের সময় ডেস্ক :

ইউপি নির্বাচনে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে একটু ঝগড়া, মারামারি হয়ই। এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তবে নিরাপত্তা বাহিনী বসে নেই বলেও জানান তিনি। বৃহস্পতিবার (১১ই নভেম্বর) দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ইউপি নির্বাচন গোষ্ঠীর নির্বাচন, আধিপত্যের নির্বাচন। এখানে সবসময়ই একটু ঝগড়া, মারামারি হয়েই থাকে। বেশ কয়েকটি জায়গায় আমরা হতাহতের খবর পেয়েছি। এরই মধ্যে পুলিশ দোষীদের খুঁজে বের করে গ্রেপ্তারও করেছে। এছাড়াও, যারা এই চক্রান্তের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে, দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদীর রায়পুরা বাঁশগাড়ী, চট্টগ্রামের সীতাকুণ্ড, কুমিল্লার মেঘনা, সাতক্ষীরা সদর, কক্সবাজার ও মেহেরপুরের মুজিবনগরে বিছিন্ন সংঘর্ষে ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২৫ জন। উদ্ধার করা হয়েছে ২০টিরও বেশি পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র। এছাড়াও মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওর্য়াডের আন্ডারচর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে শতাধিক বোমা বিস্ফোরণ, গোলাগুলি ও কেন্দ্র দখলের ঘটনা ঘটে।

উল্লেখ্য, দ্বিতীয় ধাপে সকাল ৮টা থেকে ৮৩৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।  চলবে বিকেল ৪টা পর্যন্ত। এর মধ্যে ২০টিতে ভোট হচ্ছে ইভিএমে। দ্বিতীয় ধাপের ৮৪৮টি ইউপির তফসিল ঘোষণা করা হয়েছিল। কিন্তু পরে তালিকা থেকে একটি ইউপি বাদ দেওয়া হয়। স্থগিত করা হয় সাতটি ইউপির ভোট। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাঁচটি ইউপির সবাই নির্বাচিত হন।

এ ধাপে তিন হাজার ৩১০ জন চেয়ারম্যান প্রার্থীসহ মোট ৪১ হাজার ২১৮ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে সংরক্ষিত সদস্য পদে ৯ হাজার ১৬১ জন ও সাধারণ সদস্য পদে ২৮ হাজার ৭৪৭ জন রয়েছেন। নির্বাচনে ভোটকেন্দ্রের সংখ্যা ৮ হাজার ৪৯২টি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

হোয়াটসঅ্যাপে ভিডিও-ভয়েস কলের লিঙ্ক শেয়ার করবেন যেভাবে

দখিনের সময় ডেস্ক: ভিডিও কলে এআর ফিল্টার যোগ করতে যাচ্ছে মেটার মালিকানাধীন হোয়াটসঅ্যাপ। গুগল মিট বা জুমে ঠিক যেমনটা হয়ে থাকে এবার সেই পথেই হাঁটছে...

ভিমরুলে কামড়ালে করণীয়

দখিনের সময় ডেস্ক: ভিমরুল ছোট পতঙ্গ হলেও খুবই ভয়ংকর। যারা ভিমরুলের হুলের খোঁচা খেয়েছেন কেবল তারাই জানেন এর ব্যথা কতটা তীব্র হয়। এটির কামড়ে মানুষের...

ছাত্রলীগ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি  

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে অন্তর্র্বতীকালীন সরকার। বুধবার (২৩ অক্টোবর) রাতে সংগঠনটি নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা...

প্রতিবেশী দেশের বিনিয়োগে লাগাম টানবে ভারত: নির্মলা সীতারামন

দখিনের সময় ডেস্ক: প্রতিবেশী দেশগুলো থেকে ভারতে বিনিয়োগের ক্ষেত্রে নয়াদিল্লি কড়াকড়ি বজায় রাখবে বলে জানিয়েছেন দেশটির অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। মঙ্গলবার(২২অক্টোবর) যুক্তরাষ্ট্রের হোয়ারটন বিজনেস স্কুলে দেওয়া...

Recent Comments