Home বিশেষ প্রতিবেদন কথা রেখেছেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান

কথা রেখেছেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান

বিশেষ প্রতিনিধি:

ইউপি নির্বাচনে ভোট গ্রহনের দিন বৃহস্পতিবার ১১ নভেম্বর বেলা সাড়ে বারোটার দিকে ইন্ডিপেন্ডেট টেলিভিশনের বরিশাল বুরো প্রধান মুরাদ আহমেদ প্রেস ক্লাবে আসেন। বোঝাগেলো তিনি ভোটের মাঠ থেকে এসেছেন। জানতে চাইলাম, মাঠের খবর কী? তিনি এক কথায় বললেন, ‘গাছের পাতাও নড়ে না!’ এরপর তিনি সুষ্ঠু ভোট গ্রহনের একটি সংক্ষিপ্ত চিত্র তুলে ধরলেন। তার বর্ননা থেকে আনসার সদস্যের তৎপরতার প্রসঙ্গও বাদ যায়নি। তখন মনে মনে হলো, আসলে বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান কথা রেখেছেন।

বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান ৯ নভেম্বর বলেছিলেন, সকল প্রকার ভয়-ভীতির ঊর্ধ্বে থেকে উৎসবমুখর পরিবেশে, স্বতঃস্ফূর্ত ভাবে ভোটারদের অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে হবে। মঙ্গলবার (৯ নভেম্বর) দুপুরে বিএমপি সদরদপ্তর সম্মেলন কক্ষে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক  সভায় সভাপতির বক্তব্যে এ কথা বলেন পুলিশ কমিশনার। আইনশৃঙ্খলা সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় পুলিশ কমিশনার তাঁর বক্তব্যে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বিএমপি’র সকল শীর্ষ কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকলকে নগর পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে স্পষ্ট দিক-নির্দেশনা দেন। এসময় ভোট কেন্দ্রে সমূহকে গুরুত্ব অনুযায়ী শ্রেণীবিন্যাস, ঝুঁকি পর্যালোচনা, ভোট কেন্দ্রে অফিসার-ফোর্স বণ্টন, ট্রাফিক ব্যবস্থাপনা, নির্বাচন-পরবর্তী ঝুঁকি পর্যালোচনা, অফিসার-ফোর্স মোতায়েনসহ নানান গুরুত্বপূর্ণ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান।

উল্লেখ্য, দ্বিতীয় পর্যায়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আওতায় বরিশাল সদর উপজেলার ৬টি ইউনিয়নও ছিলো। এর মধ্যে ১নং রায়পাশা কড়াপুর এবং চরমোনাই ইউনিয়নের নির্বাচনকে কেন্দ্র করে নানান ধরনের আশংকা ছিলো। এ অবস্থায় আইনশৃঙ্খলা বিষয়ক বৈঠক ও বিএমপি কমিশনারের বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করেছেন পর্যবেক্ষক মহল।

এ অস্থায় বিএমপি কমিশনারের আশার আলো এবং হুশিয়ারীকে রুটিন বক্তব্য হিসেবে বিবেচনা করেছিলেন একটি মহল। এদের মধ্যে পোড় খাওয়া প্রবীন রাজনীতিক রয়েছেন। কিন্তু ১১ নভেম্বর প্রমানিত হয়েছে, বরিশাল মেট্রোপলিটান পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান কথা রেখেছেন। এবং প্রকৃত অর্থেই ১১ নভেম্বর ভোট গ্রহণ প্রক্রিয়া বিঘ্নিত অথবা কলংকিত করার মতো ‘গাছের পাতা’ নাড়াবারও সহাস কেউ দেখাননি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments