Home বরিশাল শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে: আইজিপি

শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে: আইজিপি

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল ড. বেনজীর আহমেদ বিপিএম বার বলেছেন, শান্তিপূর্ণ সুশৃংখল সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে হাতে হাত রেখে কাজ করতে হবে। তিনি বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বলেই আমরা আজ বিশ্বের বুকে ২৪ তম বৃহত্তম অর্থনৈতিক দেশে পরিনত হয়েছি। বিশ্বের ১১ থেকে ১৫ তম অর্থনৈতিক দেশে আমাদের পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ বুধবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় বরিশাল পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত বরিশাল মেট্রোপলিটন পুলিশের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন আইজিপি ড. বেনজীর আহমেদ। পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, স্বাধীনতার পরে আমাদের বলা হয়েছিল তলাবিহীন ঝুঁড়ি। সেই তলাবিহীন ঝুঁড়ি এখন বিশ্বের বিস্ময়। বাঙালি জাতি সব থেকে মেধাবী। তারা আজ যেটা ভাবে, অন্যরা ভাবে অনেক পরে।

এর আগে আইজিপি বেলুন ফেস্টুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্ধোধন করেন। পরে নবনির্মিত এয়ারপোর্ট থানা ভবন ও বিএমপি কমান্ড এন্ড কন্ট্রোল সেন্টারের শুভ উদ্ধোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম বার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপঃ মোঃ রাসেল ।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, আমাদের দেশে একটি শান্তিপূর্ন ও সুশৃঙ্খল সমাজ কায়েম করতে হবে। সেই শান্তিপূর্ন সুশৃঙ্খল সমাজ ও সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও নাগরিকদেরকে হাতে হাত রেখে কাজ করতে হবে। আমাদের লক্ষ বঙ্গবন্ধুর সেই ক্ষুধা ও দারিদ্র মুক্ত বাংলাদেশ এবং আত্মমর্যাদাশীল জাতি যেটি আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে চাই।  সেই লক্ষ্যে আমরা এক সঙ্গে কাজ করতে চাই। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করতে চাই।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ ১৫ বছরের অভিযাত্রা অতিক্রম করে ১৬ তম বর্ষে পদার্পণ করার প্রসঙ্গ তুলে আইজিপি বলেন, আজকে এই মাহিন্দ্রক্ষনে আমি বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারসহ সকল কর্মকর্তা কর্মচারীদের অনেক অনেক অভিনন্দন জ্ঞাপন করছি। মেট্রোপলিটন পুলিশ একটি পুরনো ধারনা এই অঞ্চলে বৃটিশরা বোম্বাই, কোলকাতা ও মাদ্রাজে মেট্রোপলিটন পুলিশ প্রতিষ্ঠা করেছিল। আমাদের দেশেও কালের পরিক্রমায় শুরু হয়েছে এবং অনেক বিভাগীয় শহরে মেট্রোপলিটন পুলিশ রয়েছে। তিনি বলেন, মেট্রোপলিটন পুলিশের সুবিধা হচ্ছে এখানে জেলার তুলনায় জনবল সংখ্যা বেশী, লজিস্টিক এবং ইকুইপমেন্টের সংখ্যা বেশী, এটা একটা অফিসার ঘন সংগঠন। এখানে সকল দক্ষতা প্রযুক্তি এবং সক্ষমতার মিশেল রয়েছে ফলে নাগরিকদের সেবা দেওয়ার ক্ষেত্রে এটি একটি ফুল প্যাকেজ। সে কারনে এখানে যারা বসবাস করেন তারা সহজেই পুলিশি সেবা গ্রহন করতে পারেন।

আইজিপি ড. বেনজীর আহমেদ বলেন, উপমহাদেশে বাঙ্গালী একটি ক্রিয়েটিভ ও মেধাবী জাতি। আমরা বঙ্গবন্ধুর কাছে কৃতজ্ঞ। বঙ্গবন্ধুর নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে বাঙ্গালী জাতি সত্তার বিকাশ সাধিত হয়েছে। বঙ্গবন্ধুর কারনে আজ আমরা আমাদের শাসন করছি। দেশে সামাজিক শৃংখলা নিশ্চিত হয়েছে। আমরা অর্থনৈতিক সমৃদ্ধ হয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১৪ বছরে দেশে বিস্ময়কর অর্থনৈতিক সমৃদ্ধি অর্জিত হয়েছে। শুধুমাত্র অর্থনৈতিক সমৃদ্ধি নয় আমরা ইতিমধ্যে মিলিয়ন ডেভেলপমেন্ট গোল্ড অর্জন করেছি। এবং জাতিসংঘ কর্তৃক ঘোষিত সাসটেনেবল ডেভলপমেন্ট গোল অর্জনে অন্যান্য দেশের তুলনায় আমরা অনেক এগিয়ে রয়েছি। আমরা এখন বিশ্বে ২৪ তম বৃহত্তম অর্থনৈতিক দেশ।

প্রধান অতিথির বক্তব্যে আইজিপি ড. বেনজীর আহমেদ আরও বলেন, ‘একটি জাতিসত্তার বিকাশে সময়ের প্রয়োজন হয়। বঙ্গবন্ধু ২৪ বছরের মধ্যে বাঙালি জাতির পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছেন। গত চার হাজার বছরে আমরা আমাদের শাসন করতে পারিনি। বঙ্গবন্ধুর কারণে আমরা আমাদের শাসন করতে পারছি। বঙ্গবন্ধু এই দেশ দিয়েছেন, আর এখন এই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সঞ্চলনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.রাসেল। অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘ভারত উপমহাদেশে চারটি নোবেল এসেছে। যার তিনটি পেয়েছেন বাঙালিরা। পাকিস্তান কখনও ভাবেনি বাঙালিরা এত এগিয়ে যাবে। কিন্তু পাকিস্তানের তরুণরা আজ দেশ পরিচালনার জন্য বলছে-দুই বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রয়োজন।’

বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশের সব সেক্টরে উন্নয়ন হয়েছে। আমার বাবা ১৩ মাইল হেঁটে স্কুলে যেতেন। এখন গ্রামে গ্রামে স্কুল ও থানায় থানায় সরকারি-বেসরকারি কলেজ রয়েছে। দেশের ৯০ ভাগ গ্রামে এখন বিদ্যুৎ রয়েছে। সব জায়গায় রাস্তা রয়েছে। সারাবিশ্বে এখন বাংলাদেশি রয়েছে।’

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে আইজিপি আরও বলেন, ‘এই পরিস্থিতি না হলে দেশের উন্নয়ন হয় না, অগ্রগতি হয় না। যেটা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে হচ্ছে। আমরা অর্থনীতির দেশ হিসেবে ১১ থেকে ১৫তম হবো। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশিং করতে চাই।’

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামাণিক, শেখ হাসিনা সেনানিবাসের ভারপ্রাপ্ত জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, ডিজিএফআইর জিএস কর্নেল এম এ সাদি, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

এর আগে সকাল ১১টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি।পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, স্বাধীনতার পরে আমাদের বলা হয়েছিল তলাবিহীন ঝুঁড়ি। সেই তলাবিহীন ঝুঁড়ি এখন বিশ্বের বিস্ময়। বাঙালি জাতি সব থেকে মেধাবী। তারা আজ যেটা ভাবে, অন্যরা ভাবে অনেক পরে।

গতকাল বুধবার দুপুরে বরিশাল পুলিশ লাইন্স মাঠে মেট্রোপলিটন পুলিশের ১৫ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত সুধী সমাবেশ তিনি এ কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, ‘একটি জাতিসত্তার বিকাশে সময়ের প্রয়োজন হয়। বঙ্গবন্ধু ২৪ বছরের মধ্যে বাঙালি জাতির পরিপূর্ণ বিকাশ ঘটিয়েছেন। গত চার হাজার বছরে আমরা আমাদের শাসন করতে পারিনি। বঙ্গবন্ধুর কারণে আমরা আমাদের শাসন করতে পারছি। বঙ্গবন্ধু এই দেশ দিয়েছেন, আর এখন এই দেশ এগিয়ে নিয়ে যাচ্ছেন তারই সুযোগ্যকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান। সঞ্চলনা করেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো.রাসেল। অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘ভারত উপমহাদেশে চারটি নোবেল এসেছে। যার তিনটি পেয়েছেন বাঙালিরা। পাকিস্তান কখনও ভাবেনি বাঙালিরা এত এগিয়ে যাবে। কিন্তু পাকিস্তানের তরুণরা আজ দেশ পরিচালনার জন্য বলছে-দুই বছরের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রীকে প্রয়োজন।’

বেনজীর আহমেদ বলেন, ‘বাংলাদেশের সব সেক্টরে উন্নয়ন হয়েছে। আমার বাবা ১৩ মাইল হেঁটে স্কুলে যেতেন। এখন গ্রামে গ্রামে স্কুল ও থানায় থানায় সরকারি-বেসরকারি কলেজ রয়েছে। দেশের ৯০ ভাগ গ্রামে এখন বিদ্যুৎ রয়েছে। সব জায়গায় রাস্তা রয়েছে। সারাবিশ্বে এখন বাংলাদেশি রয়েছে।’

বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ তৈরি হয়েছে জানিয়ে আইজিপি আরও বলেন, ‘এই পরিস্থিতি না হলে দেশের উন্নয়ন হয় না, অগ্রগতি হয় না। যেটা এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে হচ্ছে। আমরা অর্থনীতির দেশ হিসেবে ১১ থেকে ১৫তম হবো। আমরা অংশীদারিত্বের ভিত্তিতে পুলিশিং করতে চাই।’

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য দেন বরিশাল বিভাগীয় কমিশনার সাইফুল হাসান বাদল, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন, বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. কবির উদ্দিন প্রামাণিক, শেখ হাসিনা সেনানিবাসের ভারপ্রাপ্ত জিওসি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শহীদুজ্জামান খান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস.এম আক্তারুজ্জামান, ডিজিএফআইর জিএস কর্নেল এম এ সাদি, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার, পুলিশ সুপার মারুফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এ কে এম জাহাঙ্গীর প্রমুখ।

এর আগে সকাল ১১টার দিকে জেলা পুলিশ লাইন্স মাঠে বেলুন-ফেস্টুন ও পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের উদ্বোধন করেন আইজিপি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোঃ ছাদেকুল আরেফীন, বরিশাল বিভাগীয় কমিশনার মোঃ সাইফুল ইসলাম বাদল, চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ কবির উদ্দিন প্রামাণিক, বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ভারপ্রাপ্ত জিওসি বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ মোহাম্মদ শহীদুজ্জামান খান এ এফ ডব্লিউসি , পিএসসি, বরিশাল রেঞ্জের ডি আই জি এস এম আক্তারুজ্জামান, কর্নেল এম এ সাদী, কর্নেল জি এস ডিজিএফ আই, জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার,  জেলা পুলিশ সুপার মোঃ মারুফ হোসেন পিপিএম, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এডভোকেট তালুকদার মোঃ ইউনুস, মহানগর আওয়ামী লীগের সভাপতি ও পিপি এ কে এম জাহাঙ্গীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments