Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি গল্প সাজিয়েছে তিন বোন?

গল্প সাজিয়েছে তিন বোন?

স্টাফ রিপোর্টার:

রাজধানীর আদাবরে খালার বাসা থেকে গত বৃহস্পতিবার(১৮ নভেম্বর) সকালে বেরিয়ে যাওয়া তিন বোনকে শুক্রবার(১৯নভেম্বর) বিকেলে তিন বোনকে যশোরের চাঁদপাড়া পশ্চিম পাড়া থেকে উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ। এরপর তারা বলছে, অসুস্থ বাবাকে দেখতে যশোরে গিয়েছিল। এমনকি খালার বাসায় নির্যাতিক হবার অভিযোগও করছে তারা। প্রশ্ন দেখা দিয়েছে, টিটকে আসক্ত তিন বোন সত্য বলছে, নাকি গল্প সাজিয়েছে?

যশোর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রুপম কুমার সরকার গণমাধ্যমকে জানিয়েছেন, তিন বোন তাদের মা–বাবার সঙ্গে ঢাকার উত্তরার লেকসিটি কনকর্ডে ভাড়া থাকতেন। প্রায় ৯ বছর আগে তাদের মা–বাবা আলাদা হয়ে যান। এরপর থেকে তিন বোন তাদের মায়ের সঙ্গে ঢাকায় থাকতেন। মা মারা যাওয়ার পর তারা দুই খালার বাসায় থাকতেন। তাদের বাবার সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হতো না। তিন বোন পরামর্শ করেই যশোরে বাবার বাড়িতে চলে আসেন।

এদিকে র‌্যাব-২–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু নাঈম মো. তালাত বলেন, তিন বোন খালার বাসায় থাকত। দুজনের এসএসসি পরীক্ষা চলছিল। এরই মধ্যে তারা জানতে পারে, বাবা অসুস্থ। বাসার কাউকে কিছু না জানিয়ে তারা যশোরে যায়। আমরা ভিডিও কলে তাদের সঙ্গে কথা বলেছি। তাদের চাচাদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। ভিডিও কলে তারা তাদের খালার সঙ্গেও কথা বলেছে। এখন আমরা নিশ্চিত হয়েছি তারা নিখোঁজ হয়নি।

খালাকে বিষয়টি তারা জানায়নি কেন, এমন প্রশ্নের জবাবে র‌্যাব-২ এর অধিনায়ক বলেন, আমরা এ বিষয়ে তাদের জিজ্ঞাসা করব। আমরা প্রথম থেকেই তাদের নিয়ে উদ্বিগ্ন ছিলাম। কারণ, এই বয়সে অনেক তরুণী টিকটকের ফাঁদে পড়ে ঘর ছাড়ছেন। তারা এমন কোনো ফাঁদে পড়েছে কি না, সেই বিষয়টিকেই আমরা গুরুত্ব দিচ্ছিলাম। তবে এখন আমরা নিশ্চিত, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এদিকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় র‌্যাব জানায়, ২০১৩ সালে মা মারা যাওয়ার পর থেকে তিন বোন খালার বাসায় বসবাস করছিল। গত বৃহস্পতিবার তাদের খালা ভীত হয়ে আদাবর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। ঘটনার ছায়া তদন্তে নেমে র‌্যাব তাদের অবস্থান শনাক্ত করে। তাদের সঙ্গে ভিডিও কলে কথাও বলে তারা। নিকটাত্মীয়রা উদ্বিগ্ন থাকায় যশোরের কোতোয়ালি থানায় যোগাযোগ করে র‌্যাব।

সাজিয়া নওরীন জানান, তিনজনই তার বড় বোনের মেয়ে। তিন বছর আগে তার বড় বোন মারা যান। বড় বোনের স্বামী পরে আবার বিয়ে করেন। ওই তিন বোন খিলগাঁওয়ে তাদের আরেক খালার বাসায় থাকে। তবে এসএসসি পরীক্ষার্থী দুই বোনের পরীক্ষা কেন্দ্র ধানমন্ডি গার্লস হাইস্কুল হওয়ায় তারা সবাই তার আদাবরের বাসায় অবস্থান করছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments