Home সারাদেশ ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়ায় নৈশপ্রহরীর গলাকাটা মরদেহ উদ্ধার

দখিনের সময় ডেস্ক :

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে এক নৈশপ্রহরীকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৩শে নভেম্বর) দুপুরে পুলিশ উপজেলার তালশহর ইউনিয়নের কামাউড়া এলাকার ফসলি জমি থেকে নিহতের মরদেহ উদ্ধার করে। নিহত রাসেল মিয়া (৩৫) উপজেলার দূর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের দুলাল মিয়ার ছেলে। তিনি তালশহরে একটি ইটভাটার নৈশপ্রহরী হিসাবে কর্মরত ছিলেন।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, রাসেলের সঙ্গে গত সোমবার দুপুরে তার পরিবারের শেষ কথা হয়। এরপর থেকেই তাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার সকাল ১১টার দিকে স্থানীয়রা জমিতে কাজ করতে গেলে রাসেলের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে তার পরিবারের সদস্যরা জানান, কয়েক দিন আগে এসএমজি ব্রিকসের এক শ্রমিকের সঙ্গে তার বিরোধ দেখা দেয়। সে এই ব্যাপারে পরিবারকে জানিয়েছিল।

এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজাদ রহমান জানান, নিহতের গলায় ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

Recent Comments