Home শিক্ষা ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুর্শিদ আবেদিন ও আবু হাচান

ববি অফিসার্স অ্যাসোসিয়েশনের নেতৃত্বে মুর্শিদ আবেদিন ও আবু হাচান

কাজী হাফিজ 

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) অফিসার্স অ্যাসোসিয়েশন নির্বাচন-২০২১ সম্পন্ন হয়েছে । কার্যনির্বাহী পরিষদে যুক্ত হলো নতুন মুখ।

রবিবার (১২ ই ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের অফিসার্স অ্যাসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এবারের নির্বাচন। সকাল ১০ টা থেকে দুপুর ২:০০ টা পর্যন্ত চলে ভোটগ্রহণ । ভোটগ্রহণ ও গণনা শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার মোঃ নজরুল ইসলাম হাওলাদার।

ফলাফলে ৫৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোঃ মুরশীদ আবেদীন। তার প্রতিদ্বন্দ্বী ডেপুটি রেজিস্ট্রার মোঃ বাহাউদ্দিন গোলাপ পেয়েছেন ৫১ ভোট।
অন্যদিকে সাধারণ সম্পাদক হিসেবে ৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন পরিকল্পনা ও উন্নয়ন দপ্তরের সহকারী পরিচালক আবু হাচান।
এছাড়া নির্বাচনে সহ সভাপতি হিসেবে মোঃ জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক নাদিম মল্লিক, কোষাধ্যক্ষ উম্মাতুল ইসলাম সিয়াম, সাংগঠনিক সম্পাদক হাসিব মিয়া, দপ্তর সম্পাদক মুহাম্মদ এনামুল হক গাজী, দাদন মজুমদার প্রচার সম্পাদক, সমাজকল্যান, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম রাহাত, মহিলা বিষয়ক সম্পাদিকা মোসাঃ নুসরাত জাহান, কার্য়করী সদস্য যথাক্রমে ডাঃ মোঃ তানজীন হোসেন, মোঃ রফিকুল ইসলাম সেরনিয়াবাত, মোঃ সোলায়মান খান নির্বাচিত হয়েছেন।

বিজয়ী হবার পর এ বিষয়ে অফিসার্স অ্যাসোসিয়েশন নবনির্বাচিত সাধারণ সম্পাদক আবু হাচান বলেন, আমরা যারা নির্বাচিত হয়েছি তারা প্রথমেই কর্মকর্তাদের আপগ্রেডেশন নীতিমালা সংশোধনের বিষয়ে কাজ করতে চাই। এছাড়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা কোভিড-১৯ এর কারনে যে ক্ষতির সম্মুখীন হয়েছেন সেটি নিরসনে আমরা সকলে সম্মিলিত ভাবে কাজ করতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments