Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বাউফলে জেলা প্রশাসকের বরাদ দিয়ে ইউনিয়ন সচিবদের অর্থ আদায়

বাউফলে জেলা প্রশাসকের বরাদ দিয়ে ইউনিয়ন সচিবদের অর্থ আদায়

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি
পটুয়াখালীর বাউফলে ইউনিয়ন পরিষদগুলোতে জন্ম নিবন্ধন করতে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের বরাদ দিয়ে ইউনিয়ন সচিবরা এসব অর্থ আদায় করে নিচ্ছেন।
জানা গেছে, শিশুর জন্ম থেকে ৪৫দিন পর্যন্ত সরকারি নিয়মানুযায়ী জন্ম নিবন্ধনের জন্য কোন ফি নেওয়া হয়না। তবে শিশুর ৫ বছর পর্যন্ত ২৫ টাকা ও ৫ বছরের উপরে সব বয়সীদের জন্য ৫০টাকা ফি নেয়ার বিধান রয়েছে। কিন্তু সে নিয়ম উপেক্ষা করে ১শত ৫০ থেকে ২শত টাকা করে অর্থ হাতিয়ে নিচ্ছেন ইউনিয়ন পরিষদ কর্মরত উদ্যাক্তা। তাদের যোগসাজসে রয়েছে ইউনিয়ন পরিষদ সচিবরা।
চাহিদাকৃত টাকা না দিলে দিনের পর দিন বিভিন্ন অজুহাতে ঘুরাতে থাকেন সেবা গ্রহীতাদের। সরেজমিনে দেখা গেছে শিশু কিশোর বৃদ্ধরা কালাইয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জন্ম নিবন্ধন করতে গেলে বরাদ্ধকৃত টাকা দিতে বাধ্য হচ্ছেন। নতুবা চাহিদাকৃত টাকা না দিলে ফিরে আসতে হচ্ছে তাদের। কালাইয়া এলাকার রুমা বেগম জানান, কালাইয়া ইউনিয়ন পরিষদে নবজাতকের জন্মসনদে ২শত টাকা দিতে হয়। টাকা না দিলে বিভিন্ন অজুহাতে মাসের পরে মাস ঘুরতে হয়। প্রায় ৩মাস পরে আমার জন্মসনদ হাতে পেয়েছি। কবির ও ইমতিয়াজ হোসেন জানান, প্রথম বার জন্মসনদ করাতে গিয়ে তাদের দুইশত টাকা দিতে হয়েছে।
সরকার নির্ধারিত ফি দিতে চাইলে পরিষদ সচিব বলেন, এটা এখানের নিয়ম। টাকা না দিলে সনদ হবেনা। এ বিষয়ে ইউনিয়ন পরিষদ সচিবের কাছে জানতে চাইলে তিনি জানান, উদ্যাক্তা নিয়োগ দিয়েছেন চেয়ারম্যান ইউএনও এবং ডিসি মহোদয়। তাদের নির্দেশেই উদ্যাক্তার বেতন দেওয়ার জন্য এই টাকা নেওয়া হচ্ছে।

এবিষয়ে স্থানীয় চেয়ারম্যান ফয়সাল আহম্মেদ মনির মোল্লা জানান, এটা আমাদের নলেজে আছে, এই টাকাটা দিয়েই উদ্যাক্তাকে বেতন দেয়া হয়। ইউএনও আল আমিন জানান, অতিরিক্ত টাকা আদায়ের কোন সুযোগ নাই। যদি অতিরিক্ত টাকা আদায় করে সে বিষয়ে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। যাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নিয়েছে তারা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে। উদ্যাক্তার বেতন তৃনমূল মানুষের কাছ থেকে আদায়ের বিষয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামাল হোসেন জানান, বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

বরিশালে দুই যুবককে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগ!

দখিনের সময় ডেস্ক: বরিশাল নগরীর ৬ নং ওয়ার্ড গগন গলি এলাকায় ইসমাইল শিকদারের ছেলে সোহাগ মাহমুদ সিকদার ও তার ছোট ভাই প্রিন্স মাহমুদ সোহেল কে নির্মমভাবে কুপিয়ে...

Recent Comments