Home শীর্ষ খবর শাহ মোয়াজ্জেমের বক্তব্যে বিএনপিতে তোলপাড়, ব্যবস্থা নেয়ার দাবী

শাহ মোয়াজ্জেমের বক্তব্যে বিএনপিতে তোলপাড়, ব্যবস্থা নেয়ার দাবী

দখিনের সময় ডেক্স:
আবার বিতর্কে জড়ালেন শাহ মোয়াজ্জেম হোসেন। তার বক্তব্যে বক্তব্যে বিএনপিতে তোলপাড় হচ্ছে। ডিবিসি নিউজকে দেয়া ২রা অক্টোবর সাক্ষাৎকারে খালেদা জিয়ার রাজনীতি ও ব্যক্তিগত জীবন নিয়েও শাহ মোয়াজ্জেম হোসেন মন্তব্য করেছেন। তার বক্তব্যে বিএনপিতে তোলপাড় চলছে।
ডিবিসি নিউজ-এর সঙ্গে শাহ মোয়াজ্জেম হোসেন বলেছেন ‘আপসহীন ঠিক আছে, কিসের আপসহীন? আপস না করলে উনি(খালেদা জিয়া) আসলেন কিভাবে? আপস না করে বেরিয়ে আসলেন কি করে? সরকারের কথা শুনেই তো বের হয়ে আসলেন। আপসহীন হলে তো বলতো আমি বের হব না।’ বেগম খালেদা জিয়া প্রসঙ্গে শাহ মোয়াজ্জেম হোসেন আরো বলেছেন, ‘শুনি যে খুব নাকি অসুস্থ। খুব যদি অসুস্থ হয়ে থাকেন তাহলে রাজনীতি কিভাবে করবে। তারপরে রাজনীতি করার জন্য অনেক কিছু প্রয়োজন হয়। লেখাপড়া জানা দরকার, সেটা নাই। অভিজ্ঞতা দরকার, সেটা নাই। হ্যা জিয়া যখন মারা গেছেন তখন বউ হিসেবে প্রধানমন্ত্রী হয়েছেন, এইতো। দি অনলি কোয়ালিটি এন্ড দি অনলি ক্রিডেনশিয়াল ইজ দ্যাট শি ইজ দ্যা উইডো অব জিয়াউর রহমান। এ কারণেই তো তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন। আর সেই জিয়াউর রহমান হত্যার বিচারটা হলো না কেন।’ তিনি বলেছেন, ‘বেগম জিয়ার রাজনৈতিক ভবিষ্যত আল্লাহ বলতে পারবেন, আমি কিভাবে বলবো। উনি রাজনীতি করেছেনই বা কবে, আর রাজনৈতিক ভবিষ্যত কি? উত্তরাধীকার সূত্রে প্রাপ্ত রাজনীতি, লেখাপড়া না জানা একজন মহিলা, আমি তো কোন রাজনীতি দেখলাম না তার। আমি যতদিন দেখলাম। আমার কোন কথা সে রাখলো না। একটা রাজনৈতিক লোকের প্রথম কথা হলো, কথা রাখতে হবে।’
এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে দলের ভেতর থেকে দাবি উঠেছে, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। অনেকেই বলছেন, যারা এরকম বিতর্কিত বক্তব্যের সঙ্গে সম্পৃক্ত, তাদের ব্যাপারে সর্বোচ্চ নীতি নির্ধারকমণ্ডলী থেকে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া উচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কাজের বুয়ার ‍একাউন্টে ১৬ কোটি টাকা, এস আলম গ্রুপের কান্ড

দখিনের সময় ডেস্ক: বিতর্কিত ব্যবসায়ী গোষ্ঠী এস আলম গ্রুপ। গ্রুপটির কর্ণধার মো. সাইফুল আলম ও তার পরিবারের সদস্য এবং তাদের প্রতিষ্ঠানের নামে বিভিন্ন ব্যাংকে বিভিন্ন...

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্যাহ গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী। বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রসঙ্গত, ২০০১...

সীমান্তে আবারও মিয়ানমার থেকে গুলি, টেকনাফে আতঙ্ক

দখিনের সময় ডেস্ক: কক্সবাজারের টেকনাফ স্থলবন্দর লক্ষ্য করে মিয়ানমার থেকে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এ গোলাগুলির ঘটনায় গুলি এসে টেকনাফ স্থলবন্দরের একটি পণ্যবাহী ট্রাক ও স্থানীয়...

জাবি’র সাবেক ছাত্রলীগ নেতা শামীমকে মারধর, হাসপাতালে মৃত্যু

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদ গণপিটুনির শিকার হয়েছেন। পরে বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান...

Recent Comments