Home নির্বাচিত খবর ভ্যাকসিন সনদ ছাড়া মিলবে না বেতন

ভ্যাকসিন সনদ ছাড়া মিলবে না বেতন

দখিনের সময় ডেস্ক:

মরামারি করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ক্রমান্বয়ে বাড়ছে। যা প্রথম শনাক্ত হয়েছিল দক্ষিণ আফ্রিকায়। শনাক্ত হওয়া এই ভাইরাস বর্তমানে বিশ্বজুড়ে এক ধরনের ঝুঁকি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, প্রাণঘাতী এই ভাইরাসের নতুন ধরন ঠেকাতে টিকার বিকল্প নেই। তাই ওমিক্রন আতঙ্কে বড় ঘোষণা দিয়েছে ভারতের পাঞ্জাব সরকার।

জানা গেছে, কমপক্ষে করোনার এক ডোজ টিকা নেওয়া থাকতে হবে, তবেই বেতন পাবেন পাঞ্জাবের সরকারি কর্মচারীরা। বুধবার (২২শে ডিসেম্বর) রাজ্যের তরফ থেকে এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, কারও করোনার দুটি ডোজ টিকা নেওয়া থাকতে পারে। আবার কেউ হয়তো একটি নিয়েছেন। কিন্তু প্রত্যেক সরকারি কর্মীকে পাঞ্জাব সরকারের নির্দিষ্ট পোর্টালে টিকা নেওয়ার প্রমাণ হিসেবে ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতেই হবে। এরপরই মিলবে বেতন। তবে এখনো যারা টিকার একটি ডোজও নেননি, তাদের ক্ষেত্রে কী ব্যবস্থা নেবে সরকার তা বিবৃতিতে বলা হয়নি।

বলে হচ্ছে, ওমিক্রন সংক্রমণের সংখ্যা উদ্বেগজনক হারে বাড়তে থাকায় এই সিদ্ধান্ত নিয়েছে পাঞ্জাব সরকার। যাতে করে টিকাকরণে রাজ্যের সরকারি কর্মীরা বাধ্য হোন। পাঞ্জাব সরকারের আইএইচআরএমএস ওয়েবসাইটে ভ্যাকসিন সার্টিফিকেট আপলোড করতে হবে। এই পোর্টালটির মাধ্যমেই পাঞ্জাব রাজ্য সরকারের কর্মীদের বেতন ও অবসরপ্রাপ্ত কর্মীদের পেনশনের বিষয়টি দেখা হয়।

করোনায় আক্রান্তের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যার তালিকায় দেশটির অবস্থান তৃতীয়। মহামারির শুরু থেকে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্ত ৩ কোটি ৪৭ লাখ ৬৩ হাজার ৩০৫ জন এবং মারা গেছেন ৪ লাখ ৭৮ হাজার ৪৬৮ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বিআরইউ’র সভাপতি আনিসুর, সম্পাদক খালিদ

নিজস্ব প্রতিবেদক : বরিশাল রিপোর্টার্স ইউনিটির (বিআরইউ) সভাপতি আনিসুর রহমান খান স্বপন (নিউ এইজ / ঢাকা ট্রিবিউন) আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন খালিদ সাইফুল্লাহ (নয়া...

চিরনিদ্রায় শায়িত হলেন গণপিটুনিতে নিহত তোফাজ্জল

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) শিক্ষার্থীদের গণপিটুনিতে নিহত মাসুদ কামাল তোফাজ্জলের জানাজা শেষে বরগুনার পাথরঘাটায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে...

অতিরিক্ত ডিআইজি মশিউর গ্রেফতার

দখিনের সময় ডেস্ক: চট্টগ্রাম থেকে বাংলাদেশ পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মশিউর রহমান গ্রেফতার হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে আটক করা হয়। নিউমার্কেট থানার...

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

Recent Comments