Home নির্বাচিত খবর সংলাপ এখন শুধু আনুষ্ঠানিকতা: খালেকুজ্জামান

সংলাপ এখন শুধু আনুষ্ঠানিকতা: খালেকুজ্জামান

দখিনের সময় ডেস্ক:

নির্বাচন কমিশন-ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে এর আগে দুবার আমরা রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছি। সেই সংলাপে দলের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেগুলো এখনো প্রাসঙ্গিক। এখন ফের সংলাপে গিয়ে কী লাভ? সংলাপ এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সৌজন্য: বাংলাদেশ প্রতিদিন।

ইসি গঠনে গত রবিবার বাসদকে সংলাপের জন্য ডেকেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিন্তু দলটি সাড়া দেয়নি। এবার সাড়া না দেওয়া প্রসঙ্গে খালেকুজ্জামান বলেন, ইসি গঠন নিয়ে এর আগে ২০১২ এবং ২০১৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেয় বাসদ। সেখানে আমরা ২৩টি লিখিত প্রস্তাব দিয়েছিলাম। এ ছাড়াও মৌখিক বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরি। কিন্তু পরবর্তীতে দেখলাম, আমাদের মতামতগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। সে কারণে এখন তো সংলাপে অংশ নিয়ে লাভ নেই। কারণ আমরা মনে করি, আমাদের সংলাপে অংশ নিয়ে লাভ কী? আমাদের বক্তব্যের যৌক্তিকতা কী? আগের গুলোতে গ্রহণ করা হয়নি। কেন গ্রহণযোগ্য হলো না? কিছুই আমাদের জানানো হয়নি। আমরা মনে করি, ওই কথাগুলোই এখনো ভ্যালিড। সেজন্যে একই কথা, রাষ্ট্রপতির মূল্যবান সময় নষ্ট করে আলটিমেটলি কোনো লাভ নেই।

প্রবীণ এই বাম রাজনীতিক বলেন, নির্বাচন কমিশন গঠনে সংবিধানে আইনের কথা বলা আছে। কিন্তু গত ৫০ বছরে এই আইনটি করা হয়নি। কারণ, কোনো সরকারই কোনো রকম সীমাবদ্ধতার মধ্যে, বাধা নিষেধের মধ্যে থাকতে চায় না। আইন হলে আইন কতগুলো বিধিনিষেধ সৃষ্টি হবে। নির্বাচন কমিশনের কাজ কী? তারা কী করতে পারবেন, কী পারবেন না, সেগুলো নির্দিষ্ট থাকবে। তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মতামত নিলেই চলবে না। আমরা দাবি করেছি, দেশের সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবীদের পরামর্শ নিতে হবে। নির্বাচন কমিশন গঠনে স্থায়ী একটি সমাধান হোক। কিন্তু সে কোনো লক্ষণ দেখছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সাড়ে তিন মাস পর আজ শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস

দখিনের সময় ডেস্ক: সাড়ে তিনমাস পর আজ রোববার (২২ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লাস। এরইমধ্যে প্রতিটি বিভাগে ক্লাস রুটিনসহ নির্দেশনা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট...

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

Recent Comments