Home নির্বাচিত খবর সংলাপ এখন শুধু আনুষ্ঠানিকতা: খালেকুজ্জামান

সংলাপ এখন শুধু আনুষ্ঠানিকতা: খালেকুজ্জামান

দখিনের সময় ডেস্ক:

নির্বাচন কমিশন-ইসি গঠনে রাষ্ট্রপতির সংলাপ প্রসঙ্গে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, নির্বাচন কমিশন গঠন নিয়ে এর আগে দুবার আমরা রাষ্ট্রপতির সংলাপে অংশ নিয়েছি। সেই সংলাপে দলের পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল, সেগুলো এখনো প্রাসঙ্গিক। এখন ফের সংলাপে গিয়ে কী লাভ? সংলাপ এখন শুধু আনুষ্ঠানিকতা মাত্র। সৌজন্য: বাংলাদেশ প্রতিদিন।

ইসি গঠনে গত রবিবার বাসদকে সংলাপের জন্য ডেকেছিলেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। কিন্তু দলটি সাড়া দেয়নি। এবার সাড়া না দেওয়া প্রসঙ্গে খালেকুজ্জামান বলেন, ইসি গঠন নিয়ে এর আগে ২০১২ এবং ২০১৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সংলাপে অংশ নেয় বাসদ। সেখানে আমরা ২৩টি লিখিত প্রস্তাব দিয়েছিলাম। এ ছাড়াও মৌখিক বেশ কিছু প্রস্তাবনা তুলে ধরি। কিন্তু পরবর্তীতে দেখলাম, আমাদের মতামতগুলোকে গুরুত্ব দেওয়া হয়নি। এখন পর্যন্ত কোনো উত্তর পাইনি। সে কারণে এখন তো সংলাপে অংশ নিয়ে লাভ নেই। কারণ আমরা মনে করি, আমাদের সংলাপে অংশ নিয়ে লাভ কী? আমাদের বক্তব্যের যৌক্তিকতা কী? আগের গুলোতে গ্রহণ করা হয়নি। কেন গ্রহণযোগ্য হলো না? কিছুই আমাদের জানানো হয়নি। আমরা মনে করি, ওই কথাগুলোই এখনো ভ্যালিড। সেজন্যে একই কথা, রাষ্ট্রপতির মূল্যবান সময় নষ্ট করে আলটিমেটলি কোনো লাভ নেই।

প্রবীণ এই বাম রাজনীতিক বলেন, নির্বাচন কমিশন গঠনে সংবিধানে আইনের কথা বলা আছে। কিন্তু গত ৫০ বছরে এই আইনটি করা হয়নি। কারণ, কোনো সরকারই কোনো রকম সীমাবদ্ধতার মধ্যে, বাধা নিষেধের মধ্যে থাকতে চায় না। আইন হলে আইন কতগুলো বিধিনিষেধ সৃষ্টি হবে। নির্বাচন কমিশনের কাজ কী? তারা কী করতে পারবেন, কী পারবেন না, সেগুলো নির্দিষ্ট থাকবে। তিনি বলেন, শুধু রাজনৈতিক দলগুলোর মতামত নিলেই চলবে না। আমরা দাবি করেছি, দেশের সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবীদের পরামর্শ নিতে হবে। নির্বাচন কমিশন গঠনে স্থায়ী একটি সমাধান হোক। কিন্তু সে কোনো লক্ষণ দেখছি না।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

নিজের চেয়ার ঠিক রাখতেই ব্যস্ত পুলিশ কর্মকর্তারা

দখিনের সময় ডেস্ক: জুলাই ২৪-এর আন্দোলনে গণহত্যার জন্য একক বাহিনী হিসেবে পুলিশকে দায়ী করা হয়। মানুষের ক্ষোভের আগুনে পুড়েছে বাহিনীটির শতশত থানা, যানবাহন। জীবন গেছে...

সংস্কারের আগে নির্বাচন করলে কখনোই সংস্কার হবে না: তোফায়েল

দখিনের সময় ডেস্ক: সংস্কারের আগে নির্বাচন করলে আর কখনোই সংস্কার হবে না। জ্যেষ্ঠ সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এ মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশন সদস্য...

Recent Comments