Home বরিশাল পুলিশি বাধা উপেক্ষা করে বরিশালে ছাত্রদলের বিশাল সমাবেশ

পুলিশি বাধা উপেক্ষা করে বরিশালে ছাত্রদলের বিশাল সমাবেশ

দখিনের সময় ডেস্ক:

পুলিশের বাধা এবং লাঠিচার্জ উপেক্ষা করে বরিশালে ৪৩তম প্রতিষ্ঠা বার্ষিকীর বিশাল সমাবেশ এবং র‌্যালি করেছে ছাত্রদল। লক্ষনীয় বিষয় হচ্ছে সমাবেকশে অংশগ্রহনকারীরা সবাই ছাত্র।তারা পুলীশের বাধা উপেক্ষা করে সমাবেশ করে। আজ রবিবার(২জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে নগরীর সদর রোডে এই ঘটনা ঘটে।

ছাত্রদলের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১১টার দিকে জেলা ও মহানগরীর বিভিন্ন স্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র মিছিল সহকারে ছাত্রদল নেতাকর্মীরা নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জড়ো হয়। এ সময় অশ্বিনী কুমার হলের সামনে মিছিলকারীদের বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে তারা দলীয় কার্যালয়ে ভিড় করেন।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন ছাত্রদল কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহসভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের সভাপতি মাহফুজুল আলম মিঠু। বক্তব্য রাখেন মহানগর ছাত্রদলের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, জেলা ছাত্রদলের সহসভাপতি তরিকুল ইসলাম ও সাধারন সম্পাদক কামরুল হাসানসহ অন্যান্যরা।

উপস্থিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর বিএনপি’র আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, কেন্দ্রিয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আ ক ন কুদ্দুসুর রহমান ও মহানগরের সদস্য সচিব মীর জাহিদুল কবির।  সমাবেশ শেষে ছাত্রদল নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকীর একটি র‌্যালি বের করলে অশ্বিনী কুমার হলের সামনে তাদের বাধা দেয় পুলিশ। নেতাকর্মীরা বাধা উপেক্ষা করে র‌্যালি অব্যাহত রাখলে র‌্যালির শেষভাগের নেতাকর্মীদের বেধড়ক লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

ছাত্রদলের কর্মসূচি পণ্ড করতেই পুলিশ শান্তিপূর্ণ র‌্যালিতে বাধা এবং লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেন মহানগর ছাত্রদল সাধারণ সম্পাদক হুমায়ুন কবির। তবে শৃঙ্খলার স্বার্থে তাদের বাধা দেয়া হয়েছে বলে দাবি করেছেন কোতয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন।  ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিলো বিপুল সংখ্যক পুলিশ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

পরীমণির প্রথম স্বামীর রহস্যজনক মৃত্যু, খুন না সড়ক দুর্ঘটনা?

দখিনের সময় ডেস্ক: সড়কে রহস্যজনক মৃত্যু হয়েছে পরীমণির প্রথম স্বামী ইসমাইল হোসেনের । প্রশ্ন দেখা দিয়েছে, একি দুর্ঘটনা না কি খুন? প্রাথমিকভাবে বলা হচ্ছে, শুক্রবার...

এক-তৃতীয়াংশ ইহুদি-আমেরিকান কিশোর হামাসের প্রতি সহানুভূতিশীল

দখিনের সময় ডেস্ক: এক-তৃতীয়াংশের বেশি আমেরিকান-ইহুদি কিশোর (১৪ থেকে ১৮ বছর বয়সী) 'আমি হামাসের সাথে সহানুভূতিসম্পন্ন'- এমন বক্তব্যের সাথে একমত। ইসরাইলের একটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে...

প্রতিদিন কলা খাওয়ার উপকার

দখিনের সময় ডেস্ক: প্রতিদিন কলা খেলে মেলে অনেক উপকার। কলায় থাকে প্রয়োজনীয় অনেক ভিটামিন। যে কারণে চিকিৎসকেরা নিয়মিত কলা খাওয়ার পরামর্শ দেন। প্রতিদিন অন্তত দুটি...

মোহিনীর প্রেমের এআর রহমানের বিচ্ছেদ, যা বলছেন পুত্র

দখিনের সময় ডেস্ক: ব্যক্তিজীবন নিয়ে সংবাদের শিরোনামে এআর রহমান। সায়রা বানুর সঙ্গে দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যের অবসান। বুধবার রাতে রহমানের স্ত্রী সায়রার আইনজীবী এই খবর...

Recent Comments