Home নির্বাচিত খবর স্বামীসহ ববি ছাত্রীকে মারধর, প্রধান আসামি মাদারীপুরে গ্রেফতার

স্বামীসহ ববি ছাত্রীকে মারধর, প্রধান আসামি মাদারীপুরে গ্রেফতার

দখিনের সময় ডেস্ক:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও তার স্বামীকে আটকে রেখে মারধরের ঘটনায় প্রধান আসামি জাহিদ হোসেন জয়কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১২ জানুয়ারি) রাত ১০টায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করা হয় বলে নিশ্চিত করেছেন মেট্রোপলিটন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান। তিনি বলেন, মামলার আসামি ঘটনার পর পালিয়ে মাদারীপুরে আত্মগোপন করেন। সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মঙ্গলবার রাতে ওই থানায় মামলা করেন মারধরের শিকার ছাত্রীর স্বামী সোহাগ হাসান। মামলায় চরকাউয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল আলম লিটন, জাহিদ হোসেন জয়, মাকুন মোল্লার নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২-৩ জনের নামে মামলা দায়ের করেন।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. খোরশেদ আলম জানান, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের কাছে ন্যক্কারজনক ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট প্রধান অভিযুক্ত গ্রেফতার হয়েছে এটা স্বস্তিদায়ক খবর। ঘটনার যথাযথ তদন্তের মাধ্যমে দ্রুত আইনি প্রক্রিয়া সম্পূর্ণ হবে বলে আশা রাখি। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য সংশ্লিষ্ট সব মহলের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করছি।

প্রসঙ্গত, মঙ্গলবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় এলাকায় স্বামীকে নিয়ে বেড়াতে যান ম্যানেজমেন্ট বিভাগের ছাত্রী। তাদের আটকে চরকাউয়া ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাইদুল আলম লিটনসহ কয়েকজন আটক রেখে মারধর করেন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা শেখ রাসেল পাঠাগার, লিটন মেম্বার এবং জয়ের বাড়িতে ব্যাপক ভাঙচুর করেন। সেখান থেকে ফিরে রাত সাড়ে ৯টার দিকে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা। তবে প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে: রিজভী

দখিনের সময় ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছেন। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত...

আপনাদের নেত্রী আর কখনো দেশে ফিরবেন না:  মাওলানা রফিকুল ইসলাম

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, প্রায় সময় বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা শুনি, উনি (শেখ হাসিনা) নাকি...

Recent Comments