Home নির্বাচিত খবর খালের পানি ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

খালের পানি ভাগাভাগি নিয়ে সংঘর্ষ, নিহত ১

দখিনেরর সময় ডেস্ক:

সাতক্ষীরার শ্যামনগর ভূরুলিয়া ইউনিয়নের মধুসুদনপুর খালের পানি ভাগাভাগি নিয়ে শালিসি বৈঠক চলাকালে দু-পক্ষের সংঘর্ষে রহমত মল্লিক (৬০) নামে একজন নিহত হয়েছে।  শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যায় সিরাজপুর হাট খোলা বাজারে এ ঘটনা ঘটে। এ ঘটনায় উভয় পক্ষে আরও ৭ জন আহত হয়। এদিকে থানা পুলিশ দুই জনকে আটক করেছে।

 স্থানীয় পানা উল্লাহ মল্লিক জানান, ভূরুলিয়া ইউনিয়নে মদুসুদনপুর মৎস্যজীবী সমবায় সমিতির খালের পানি নিয়ে ইজারাদার ও স্থানীয়দের মধ্যে বিরোধ চলছিল। ভূরুলিয়া ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাফরুল আলম বাবুর উপস্থিতিতে দুই পক্ষকে নিয়ে শুক্রবার সন্ধ্যায় সিরাজপুর হাট খোরায় শালিসির মাধ্যমে মীমাংসার এক পর্যায় উভয় পক্ষের মধ্যে হঠাৎ সংঘর্ষ বাধে এতে উভয় পক্ষের ৭ জন আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এসময় চিকিৎসাধীন অবস্থায় রাত ১০ টার দিকে হরিনাগারি গ্রামের মৃত দেরাসতুল্ল্য মল্লিকের ছেলে রহমত মল্লিক (৬০) মারা যায়। এ ঘটনায় আহতরা হলেন, হরিনাগারি গ্রামের ফেরাজতুল্ল্য মল্লিকের ছেলে আকরাম, মিজানুর রহমানের ছেলে মিয়ারাজ, রফিকুলের ছেলে আল-আমিন, মদুসুদনপুর গ্রামের মৃত্যু নুর আলী গাজীর ছেলে আইয়ুব আলী, শফিকুল, জামাত আলী ও রেজাউল।

শ্যামনগর থানা পুলিশ এঘটনায় তাৎক্ষনিক ২ জনকে আটক করেছেন। আটককৃতরা হলো, হরিনাগারি গ্রামের এমান মল্লিকের ছেলে নজরুল মল্লিক ও কুলটিপুর গ্রামের লুৎফর গাজীর ছেলে আব্দুল হামিদ। এঘটনায় নিহতের ভাই মিজানুর রহমান বাদি হয়ে ২৭ জনকে আসামি করে থানায় একটি হত্যা মামলা করেছে। শ্যামনগর থানার ওসি (তদন্ত) শহিদুল ইসলাম জানান, হত্যা মামলায় দুই জনকে আটক করা হয়েছে। অন্যান্য আসামিদের আটকের চেষ্টা অব্যাহত আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments