Home বরিশাল বরিশাল বিভাগে ইটিপি চলে কাগজপত্রে, পরিবেশের সর্বনাশ

বরিশাল বিভাগে ইটিপি চলে কাগজপত্রে, পরিবেশের সর্বনাশ

আলম রায়হান ও মশিউর রহমান তাসনিম:

বরিশাল বিভাগের জেলা সমূহে ইপিটি প্লান্ট স্থাপনের বাধ্যবাধাকতা সম্পন্ন প্রতিষ্ঠান রয়েছে ১৪টি। এ মধ্যে একটি প্রতিষ্ঠানে ইটপি নির্মানাধিন। একটি প্রতিষ্ঠান বন্ধ। ইটিপি নাই মাত্র একটি প্রতিষ্ঠানে। বাকী ১০টি প্রতিষ্ঠানেই ইটিপি সচল। এ নিশ্চয়ই শুভ সংবাদ। কিন্তু আসল খবর নয়।

আসল খবর হচ্ছে, উল্লেখিত পরিসংখ্যান সরকারী নথি থেকে প্রাপ্ত। এ ক্ষেত্রে ফারাক হচ্ছে, কাজীর কেতাবের এবং গোয়ালের গরুর মতো। সরেজমিনে দেখাগেছে, বেশির ভাগ সংস্থার ইটিপি ব্যবহৃত হয় না। এই সব প্রতিষ্ঠানের বর্জ্য সরাসরি ফেলা হয়। কোনটির বর্জ্য ফেলা হয় সরাসরি নদীতে। কোনটির বর্জ্য ড্রেন ও খাল হয়ে মিশে যায় নদীর পানিতে। ফলে ভয়াবহ দূষণের শিকার হচ্ছে বরিশাল বিভাগের নদী-খাল-নালা-মাটি।

পরিবেশ অধিদফতরের নথি অনুসারে বরিশালে জেলার কেমিস্ট ল্যাবরেটরীজ লিঃ, রেফকো ল্যাবরেটরীজ লিঃ, ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস, সামিট বরিশাল পাওয়ার লিঃ, মেডিমেট ফার্মাসিউটিক্যালস লিঃ, অপসোনিন ফার্মা লিঃ এবং অপসোনিন বাল্ক লিঃ -এর ইটিপি সচল রয়েছে। ইটিপি নির্মানাধীন রয়েছে গ্লোবাল ক্যাপসুল লিঃ -এর ইটিপি। সরকারী নথী অনুসারে পটুয়াখালীর প্রিস্টাল ফর্মাসিউটিক্যালস লিঃ এবং পায়রা ১৩২০ মে. ওয়াট পাওয়ারে প্লান্ট-এর -এর ইপিটি সচল আছে। পটুয়াখালীর বায়োজেন ফার্মাসিউটিক্যালস লিঃ-এর ইপিটি নেই। একই জেলার মেসার্স হাসান মেটাল ইন্ডাষ্ট্রিজের উৎপাদন কার্যক্রম বন্ধ আছে। ভোলা জেলার শেলটেক সেরামিক লিঃ -এর ইটিপি চালু। ভোলার ২২০ মেগাওয়াট পাওয়ার প্লান্ট-এর ইটিপি প্রসঙ্গে কোন তথ্য উল্লেখ নেই পরিবেশ অধিদফতরের নথিতে।

কলকারখানায় ব্যবহৃত কেমিক্যালযুক্ত পানি নদী, খাল, বিল ও কৃষিজমিতে অবাধে ছাড়া হচ্ছে, যা সম্পূর্ণ অবৈধ এবং পরিবেশের ভারসাম্যের জন্য হুমকিস্বরূপ। বাংলাদেশ পরিবেশ অধিদপ্তর আইনে বলা হয়েছে, কলকারখানার কেমিক্যালযুক্ত ময়লা পানি তরল বর্জ্য শোধনাগার বা ইটিপি প্ল্যান্ট ব্যবহার করে আবার সেই পানি কাজে লাগাতে হবে। কিন্তু এই পদ্ধতি ব্যবহারে প্রচুর টাকা প্রয়োজন হওয়ায় অধিকাংশ কারখানার ইটিপি প্ল্যান্ট বন্ধ থাকে।

ইটিপি প্লান্টের ব্যয় অনেক। মূলত এজন্যই কারখানা মালিকদের ইটিপি ব্যবহারে ঘোর অনিহা। সরেজমিনে দেখা গেছে, সরকারী বিধিবিধানের বাধ্যবাধকতার কারণে সংস্থাগুলো ইটিপি নির্মাণ করলেও বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো ব্যবহার করা হয় না। বছরে একদিনও ইটিপি মেশিন চালু করে না- এমন প্রতিষ্ঠান আছে। অন্যদিকে আইনের চোখ এড়াতে অনেক কারখানা মালিকই দিনের নির্ধারিত সময়ে ইটিপি সচল রাখেন। রাতে কিংবা যখন পরিবেশ অধিদপ্তরের এনফোর্সমেন্ট বিভাগের অভিযানের সম্ভাবনা কম ওই সময় ইটিপি মেশিন বন্ধ রেখেই তরলবর্জ্য সরাসরি ফেলে দেয়।

এ ব্যাপারে জনৈক শিল্প উদ্যোক্তা বলেন, বিষয়টি শাখের করাতের মতো বিষয় হয়ে দাঁড়িযেছে। শিল্প বর্জ্যে পরিবেশ ভয়ানক মাত্রায় ক্ষতিগ্রস্থ হচ্ছে- এটি সত্য। পাশাপাশিও এও সত্য, ইটিপি চালাবার ব্যয় এতো বেশি যে তা বহন করার সক্ষমতা অনেক প্রতিষ্ঠানেরই নেই। তার মতে ইটিপি বাংলাদেশের বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।

ইটিপি ছাড়া শিল্প বর্জে সর্বনাশের খন্ড চিত্র, মানুষের আহাজারী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments