Home অন্যান্য ববির ফিন্যান্স অ্যাসোসিয়েশনের ভিপি সোহাগ, জিএস সিদ্দিক

ববির ফিন্যান্স অ্যাসোসিয়েশনের ভিপি সোহাগ, জিএস সিদ্দিক

কাজী হাফিজ 

বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) ফিন্যান্স এন্ড ব্যাংকিং অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটি ২০২২ এ সহ-সভাপতি (ভিপি) পদে মোঃ খায়রুল ইসলাম সোহাগ এবং সাধারণ সম্পাদক (জিএস) পদে মোঃ সিদ্দিকুর রহমান নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১লা ফেব্রুয়ারী) জীবন বৃত্তান্ত যাচাই-বাছাইয়ের পর পদাধিকারবলে থাকা অ্যাসোসিয়েশনের সভাপতি ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের চেয়ারম্যান মোঃ মাহতাব উদ্দিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। নির্বাচিত সদস্যরা আগামী এক বছরের জন্য বিভাগের শিক্ষার্থীদের শিক্ষা ও সহশিক্ষা উন্নয়নের লক্ষ্যে দায়িত্ব পালন করবেন।

নবনির্বাচিত ভিপি মোঃ খায়রুল ইসলাম সোহাগ বলেন, এর আগে আমি প্রচার সম্পাদক হিসেবে আমার দায়িত্ব যথাযথভাবে পালন করায় আরো বড় দায়িত্ব পেলাম। বিভাগের সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। আশাকরি এবার সবকিছু ঠিক থাকলে অত্র বিভাগকে শিক্ষকদের পরামর্শ নিয়ে অনন্য স্থানে নিয়ে যেতে পারবো।

এ বিষয়ে নবনির্বাচিত জিএস মোঃ সিদ্দিকুর রহমান বলেন, শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা। আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। যেহেতু এই অ্যাসোসিয়েশনটি বিভাগের একটি গুরুত্বপূর্ণ অংশ তাই আমরাও সেভাবে উপদেষ্টামন্ডলীর নির্দেশনা অনুযায়ী কাজ করবো।

১৫ সদস্য বিশিষ্ট কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মোঃ নাদিম হোসেন, কোষাধ্যক্ষ মোঃ মেহেদী হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ তানভীর, দপ্তর সম্পাদক আশরাফুল জান্নাত, উপ-দপ্তর সম্পাদক মোঃ আবু হানিফ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোঃ ফাইল হোসেন (পিয়াস), প্রচার সম্পাদক আলবির হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ ইয়াসিন এবং সদস্য হিসেবে মোঃ ফয়সাল সরদার, মোঃ আল-আমিন, আহনাফ আসলাম, হৃদয়ান হক শুভ নির্বাচিত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments