Home বরিশাল ব‌রিশা‌লে আইনজীবী সহকা‌রীদের হামলায় ২০ সাংবা‌দিক‌ আহত, হাসপাতালে ভর্তি

ব‌রিশা‌লে আইনজীবী সহকা‌রীদের হামলায় ২০ সাংবা‌দিক‌ আহত, হাসপাতালে ভর্তি

দখিনের সময় ডেস্ক:

জা‌লিয়া‌তি মামলায় বরিশালের বাকেরগঞ্জের দাড়িয়াল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শ‌হিদুল ইসলামসহ পাঁচজনকে কারাগারে পাঠানোর ছবি তুলতে যাওয়ায় সাংবাদিকদের ওপর হামলা চালিয়েছেন আইনজীবী সহকারী ও ইউপি চেয়ারম্যানের সমর্থকরা। এতে কমপক্ষে ২০ জন সাংবাদিক আহত হয়েছেন। এদের মধ্যে ১৮ জনকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌কেল ক‌লেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ব‌রিশাল কোতোয়ালি ম‌ডেল থানা পু‌লি‌শের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল ক‌রিম ব‌লেন, ঘটনাস্থ‌লে অতি‌রিক্ত পু‌লিশ মোতায়েন করা হ‌য়ে‌ছে। বর্তমা‌নে প‌রি‌স্থি‌তি

আজ বুধবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে বরিশাল আদালত প্রাঙ্গণের সাম‌নের সড়‌কে এ ঘটনা ঘটে। হামলায় আহত হয়ে হাসপাতা‌লে ভ‌র্তি হয়েছেন- আমা‌দের ব‌রিশাল প‌ত্রিকার ফটো সাংবাদিক মো. নাঈম, আহসান আকিব, মতবাদের এন আমিন রাসেল, বাংলার ব‌নের শাফিন আহমেদ রাতুল, জিয়াদ, জুয়েল, আজ‌কের ব‌রিশা‌লের সাইফুল ইসলাম, সুজন হাওলাদার, আবু কালাম আজাদ (সোহাগ), সাজ্জাদ হোসেন হৃদয়, বাংলা ভিশন চ্যানেলের কামাল হোসেন, মোহনা টেলিভিশনের অপূর্ব বাড়ৈ, যমুনা টেলিভিশনের শুভ হাওলাদার, মাই টিভির শফিক হোসেন, লিটন মোল্লা, প্রথম সকাল পত্রিকার বার্তা সম্পাদক সুমাইয়া জিসান ও সুন্দরবন পত্রিকার বার্তা সম্পাদক মিজান পলাশসহ মোট ১৮ জন।

আহতরা জানান, দা‌ড়িয়াল ইউনিয়নের চেয়ারম্যানসহ পাঁচজন‌কে জা‌লিয়া‌তি মামলায় কারাগারে পাঠানোর খবরে আদালত প্রাঙ্গ‌ণে ফ‌টো সাংবা‌দিকরা যান। এরপর সাংবা‌দিক‌দের ম‌্যা‌নেজ করার চেষ্টা ক‌রেন চেয়ারম্যানের ভাই‌য়ের ছে‌লে সুজন হাওলাদার, সাইফুল, আইনজীবী সহকা‌রী কামরুজ্জামান, বা‌প্পীসহ বেশ ক‌য়েকজন। ম‌্যা‌নেজ কর‌তে না পে‌রে ইউপি চেয়ারম‌্যা‌নের ছ‌বি ধার‌ণের সময় ফ‌টো সাংবা‌দিক‌দের ওপর হামলা চালা‌নো হয়। প্রথম দফার হামলায় বেশ ক‌য়েকজন ফ‌টো সাংবা‌দিক আহত হন। প‌রে প্রতিবাদ কর‌তে গে‌লে ফ‌টো সাংবা‌দিক‌দের ওপর ফের হামলা চালানো হয়। একপর্যা‌য়ে আদাল‌তের সাম‌নে রাস্তায় ফে‌লে পেটা‌নো হয় সাংবা‌দিক‌দের। ভাঙচুর করা হয় সাংবা‌দিক‌দের ৬-৭‌টি মোটরসাইকেল।

এরপর অন‌্যান‌্য সাংবা‌দিকরা আদালত প্রাঙ্গ‌ণে গে‌লে তা‌দের ক‌্যামেরাও ছি‌নি‌য়ে নেওয়ার চেষ্টা ক‌রের আইনজীবী সহকা‌রীরা। প‌রে ব‌রিশাল চিফ মে‌ট্রোপ‌লিটন ম‌্যা‌জি‌স্ট্রেট ক‌বির উদ্দিন প্রামা‌নিক ও ব‌রিশাল জেলা আইনজীবী স‌মি‌তির সাধারণ সম্পাদক র‌ফিকুল ইসলমে খোকন ঘটনাস্থ‌লে গিয়ে প‌রি‌স্থি‌তি নিয়ন্ত্রণে আনেন।

আদালত‌ সূত্রে জানা যায়, দা‌ড়িয়াল ইউনিয়নের চেয়ারম‌্যান আদাল‌তে ওঠার আগেই আইনজীবী সহকা‌রীদের এক লাখ টাকা দেন, যা‌তে সাংবা‌দিকরা ছ‌বি তুল‌তে না পা‌রেন। সেই কার‌ণে ছ‌বি তুল‌তে বাধা দেওয়ার পর মূলত সাংবা‌দিক‌দের ওপর এমন হামলার ঘটনা ঘ‌টেছে। আইনজীবী সহকা‌রীরা হামলায় সময় সাংবা‌দি‌কদের মোবাইল ও নগদ অর্থ লু‌টে নিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাকির হো‌সেন ব‌লেন, আহতদের বরিশাল শের-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসেছি। আপাতত আহতদের ম‌ধ্যে ১৮ জন‌কে ভর্তি করে‌ছি। আমরা আমা‌দের পরবর্তী সিদ্ধান্ত প‌রে জানা‌ব।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল রিপোর্টার্স ইউনিটির সভাপতি নজরুল বিশ্বাস জানান, আদালত প্রাঙ্গ‌ণে সাংবা‌দিক‌দের ওপর ন‌্যাক্কারজনক হামলা চা‌লি‌য়ে‌ছে কিছু মাদক‌সেবী আইনজীবী সহকা‌রী। আমরা দে‌খে‌ছি হামলায় নেতৃত্ব দেওয়া ক‌য়েকজ‌নের বিরু‌দ্ধে মাদক ও নারী নির্যাতনের মামলাও র‌য়ে‌ছে। নেশায় বুদ হ‌য়ে এমন ঘটনা ঘ‌টি‌য়ে‌ছে আইনজীবী সহকা‌রীরা।

বরিশাল আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন বলেন, অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর শুনে আমি ঘটনাস্থলে গিয়ে সবাইকে শান্ত থাকার জন্য বলেছি। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞি বিচারক কবীর উদ্দিন প্রামানিক নিজে ঘটনাস্থলে আসেন। আমরা সাংবাদিক নেতৃবৃন্দ, আইনজীবী সহকারীদের নিয়ে বসে ঘটনার সুষ্ঠু সমাধান করব।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

টিকটকে নিরাপদ রাখবে যে ১০ ফিচার

দখিনের সময় ডেস্ক: ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে টিকটক। সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যৌথভাবে কাজ শুরু করেছে টিকটক। যেখানে ‘ফিডস’ নেটওয়ার্কের...

প্রতিদিন খেজুর খাবেন যে কারণে

দখিনের সময় ডেস্ক: আপনার কি রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য সুস্বাদু কোনো খাবার প্রয়োজন এবং সেইসঙ্গে অতিরিক্ত ওজন কমাতে চাইছেন? এক্ষেত্রে সবচেয়ে ভালো হতে পারে খেজুর।...

পরীমণি প্রথম স্বামীর পরদিন মারাগেলো প্রথম পরিচালক

দখিনের সময় ডেস্ক: লাইফ সাপোর্টে থেকেই না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমণির প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’-এর পরিচালক শাহ আলম মণ্ডল।  গুলশানের...

বাউফলে ইউএনও’র বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল

নয়ন সিকদার, বাউফল প্রতিনিধি পটুয়াখালীর বাউফলে উপজেলা নির্বাহী অফিসার মোঃ বশির গাজীর বিরুদ্ধে অনিয়ম,দুনীতি ও অপসারনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বৈশোম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। গতকাল...

Recent Comments