Home অন্যান্য অপরাধ ও দূর্নীতি বরিশালে বাড়ছে চুরি-ছিনতাই, আস্থা সংকটে থানায় অভিযোগ কম

বরিশালে বাড়ছে চুরি-ছিনতাই, আস্থা সংকটে থানায় অভিযোগ কম

দখিনের সময় ডেক্স:

বরিশালে বেড়েছে অপরাধ। প্রায় প্রতিদিনই হচ্ছে চুরি- ছিনতাই।পুলিশ কাউকে কাউকে ধরতে পারলেও অধিকাংশই থেকে যাচ্ছে ধরা ছোঁয়ার বাইরে। আস্থাহীনতায় অনেকেই অভিযোগ জানাতে থানায়ও যাচ্ছেন না। বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শাহাবুদ্দিন খান বলেন, নজদারী বাড়ানো এবং জনগণকে সম্পৃক্ত করে এ অপরাধগুলো কমিনে আনা হবে। খবরসূত্র: ডিবিসি।

খুব সকালে ব্রজমোহন কলেজ গেট থেকে ছিনতাই করে হাতিয়ে নেয়া হয়েছে অর্থ। নিরুপায় হয়ে ক্ষোভ ঝাড়তে ফেসবুকে পুলিশ ও মেয়রের কাছে বিচার চাইলেন ভুক্তভোগী। ছিনতাই হয়েছে মুল শহরের মধ্যেই, কারিকর বিড়ি মোড়েও। রাত একটায় অস্ত্র ঠেকিয়ে মোবাইল ও টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা।

অন্যদিকে মধ্যরাত নয়, সন্ধ্যা সাতটা থেকে ৮টার মধ্যে প্রায় দিনই চুরির খবর মিলছে হাসপাতাল রোডের গরুর খোয়ার রাস্তায়। কারো মোটরসাইকেল, কারো বাইসাইকেল, কারোর বা ভ্যানগাড়ী। এই গলিতে গেল একমাসেই ৩ দফায় চুরি হয়েছে। তবে একটিরও এখনও পর্যন্ত খুঁজে বের করতে পারেনি পুলিশ। এমিইপি গ্রুপ মাহিদ খান বলেন, ‘এই এলাকা থেকে নিয়মিত চুটিটা হচ্ছে। গত দুই মাসে তিন থেকে চার বার চুরি হয়েছে।’

আস্থাহীনতায় বেশিরভাগ মানুষই থানায় অভিযোগও জানাতে যায় না। সুজন সভাপতি প্রফেসর শাহ সাজেদা বলেন, আইন শৃংঙ্খলা বাহিনীকে চুপ থাকলে চলবে না। আইনের আওতায় এনে অপরাধীদের বিচার করতে হবে।

বরিশাল মেট্রোপলিটন পুলিশ অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম জানান, কোন ধরণের অপরাধের ঘটনা যদি ঘটে,আইন শৃংঙ্খলা বিঘ্ন হয় এমন কোন ঘটনা যদি ঘটে, অবশ্যই তরিত গতিতে অবহিত করবেন। যাতে আমরা আইনগত ব্যবস্থা নিতে পারি।’

পুলিশের তথ্য, সেপ্টেম্বর মাসে মোট চুরির মামলা ছিলো ১৩টি।  আগষ্টে ১৬ এবং জুলাই মাসে ২১টি।  এসব অপরাধের সাথে জড়িত অনেককেই আইনের আওতায় আনা হয়েছে জানিয়ে বাকিদেরও ধরার চেষ্টা চলছে বলে দাবি বিএমপি কমিশনারের।

সম্প্রতি বরিশাল শহরে চুরি ছিনতাই বেড়ে যাওয়ায় উদ্বেগ বেড়েছে মানুষের। আইনশৃঙ্খলাবাহিনী আরও কঠোর নজরদারি বাড়িয়ে অপরাধ দমনে সফল হবে এমন দাবি নগরবাসীর।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

স্মার্টফোনে ইন্টারনেট চলে যাচ্ছে? জেনে নিন গতি বাড়ানোর কৌশল!

দখিনের সময় ডেস্ক: অনেকেই মোবাইলে ইন্টারনেট ব্যবহার করার সময় হঠাৎ করেই দেখেন, নেটওয়ার্ক চলে গেছে। আশেপাশের অন্যরা নির্বিঘ্নে ইন্টারনেট ব্যবহার করতে পারলেও আপনার ফোনেই সমস্যা...

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

Recent Comments