Home বরিশাল বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের ১ম মৃত্যুবার্ষিকীতে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত

মশিউর রহমান তাসনিম

আজ ৯ই ফেব্রুয়ারী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সাবেক আহবায়ক ও সিনিয়র ভাইস চেয়ারম্যান, বরিশাল জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক জেলা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের ১ম মৃত্যুবার্ষিকী।

গত বছরের এই দিনে তিনি রাজধানী ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৮ বছর। তিনি ৩ ছেলে এবং ২ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘদিন ধরে হৃদযন্ত্র এবং ফুসফুস ইনফেকশনে ভুগছিলেন তিনি। এছাড়া বয়সজনিত নানা রোগে আক্রান্ত ছিলেন মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদ।

তিনি বরিশাল সিটি কর্পোরেশনের ২১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বরিশাল থেকে প্রকাশিত প্রথম ইংরেজি নিউজ পোর্টাল বরিশাল ওয়াচের প্রকাশক শেখ সাঈদ আহমেদ মান্নার পিতা।

আজ তার স্মরণে, বরিশাল নগরীর গোরস্থান রোডস্থ সৈয়দ আব্দুল মান্নান ডি. ডি. এফ আলিম মাদ্রাসা কমপ্লেক্সে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মোনাজাতে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা শেখ কুতুব উদ্দিন আহম্মেদের রূহের মাগফেরাত কামনা করা হয় ও বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর প্রয়াত মাতা শাহান আরা আব্দুল্লাহর রূহের ও মাগফেরাত কামনা করা হয়, এছাড়াও ১৯৭৫ সালের ১৫ই আগস্ট রাতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বেগম ফজিলাতুন্নেছা মুজিব, আব্দুর রব সেরনিয়াবাতসহ শাহাদাৎবরণকারী সকলের রূহের মাগফেরাত কামনা করা হয়।

এবং বরিশাল তথা দক্ষিনাঞ্চলের রাজনৈতিক অভিভাবক আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দীর্ঘায়ু কামনা করে মোনাজাত সমাপ্ত করা হয়।

এসময় উক্ত মাদ্রাসা কমপ্লেক্স মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র ও বরিশাল মহানগর আওয়ামিলীগের সাধারণ সম্পাদক, সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামিলীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, বরিশাল সদর উপজেলা চেয়ারম্যান সাঈদুর রহমান রিন্টু, বিসিসি ২১ নং ওয়ার্ড কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, বরিশাল মহানগর আওয়ামিলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বাবু, বিসিসি ৫ নং ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি। এছাড়াও উপস্থিত ছিলেন মাদ্রাসার শিক্ষক মন্ডলী, এতিম খানার শিক্ষার্থী এবং ২১ নং ওয়ার্ডের বাসিন্দাসহ বরিশাল মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।মোনাজাত শেষে সবার জন্য মিলাদের তবারক হিসেবে দুপুরের খাবারের আয়োজন করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মন খারাপের কথা শোনে ‘মাইন্ডি’

দখিনের সময় ডেস্ক: ‘মাইন্ডি’ নাম অনেকের কাছেই অপরিচিত হলেও, হাজারো তরুণের জন্য হতে পারে আশার আলো। তারা শুধু তরুণদের নিয়েই যে কাজ করেন এমনটি নয়।...

চিয়া সিড কি পেটের মেদ কমাতে পারে?

দখিনের সময় ডেস্ক: চিয়া সিড সুপারফুড হিসেবে পরিচিত। বিশেষ করে যারা পেটের মেদ ঝরাতে এবং ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাদের জন্য এটি বেশ উপকারী হিসেবে...

খালেদা জিয়ার সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮টার বিএনপির...

বরিশাল ডিসি কম্পাউন্ডে নোটিশ ছাড়াই অস্থায়ী দোকান উচ্ছেদ, বিপাকে ষ্ট্যাম্প বিক্রেতারা

দখিনের সময় ডেস্ক: বরিশাল জেলা প্রশাসন কম্পাউন্ডে থাকা ১০টি অস্থায়ী দোকান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। এসব দোকানে ষ্ট্যাম্প ভেন্ডাররা ষ্ট্যাম্প বিক্রি করতো। এ দোকানগুলো কোর্ট...

Recent Comments