Home অন্যান্য নির্বাচিত খবর কে হবেন লতার শত কোটি টাকার উত্তরাধিকারী

কে হবেন লতার শত কোটি টাকার উত্তরাধিকারী

দখিনের সময় ডেস্ক:

লতা মঙ্গেশকরের জীবনের প্রথম রোজগার মাত্র ২৫ টাকা হলেও দেখতে দেখতে এই কিংবদন্তি নিজের প্রতিভার জোরে ১০০ কোটি টাকার সম্পত্তি করে ফেলেন। যদিও এই সম্পত্তির পরিমাণ নিয়ে নানান জল্পনা রয়েছে বিভিন্ন মহলে। তার শেষ জীবনের উপার্জন নিয়ে বিভিন্ন মহলে বিভিন্ন দাবি-দাওয়া লক্ষ্য করা যায়।

কেউ কেউ দাবি করেন, জীবনের শেষ পর্যায়ে তার মাসিক উপার্জন ছিল ৪০ লক্ষ টাকা এবং বছরে গড়ে ৬ কোটি টাকা রোজগার করতেন। তার এই রোজগার ছিল তাঁর গানের রয়্যালটি থেকে। কেউ কেউ আবার দাবি করেছেন, সুরের এই দেবীর মোট সম্পত্তির পরিমাণ ৩৭০ টাকা। তবে কেউ কেউ এই দাবি নস্যাৎ করে দিয়ে মনে করেন, তার কাছে মোট সম্পত্তি ছিল ১০৭-১১৫ কোটি টাকা।

তবে সম্পত্তির পরিমাণ যাই হোক না কেন চিরকুমারী লতা মঙ্গেশকরের এই বিপুল পরিমাণ সম্পত্তির মালিক কে হবেন তা নিয়েই আমজনতার মধ্যে কৌতূহল। সম্পত্তি নিয়ে আম জনতার মধ্যে এই কৌতুহল থাকলেও এখনও এর সদুত্তর পাওয়া যায়নি। তবে দ্রুত এই বিষয়ে মুখ খুললেন তার আইনজীবী, এমনটাই জানা যাচ্ছে। পাশাপাশি এটাও জানা যাচ্ছে তার এই বিপুল সম্পত্তির মালিক হতে পারেন তার ভাই হৃদয়নাথ মঙ্গেশকর।

লতা মঙ্গেশকর এই বিপুল সম্পত্তির মালিক হলেও খুব সাধারণভাবে জীবনযাপন করতেন। তিনি যখন বীরভূমের শান্তিনিকেতন এসেছিলেন সেই সময়েও তার সাধারণভাবে জীবনযাপনের ধরা পড়েছিল। তবে লতাজি নিজের গাড়ি নিয়ে ছিলেন বেশ সৌখিন। তার বাড়ি প্রভুকুঞ্জে রয়েছে বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ডের গাড়ি। ক্যারিয়ার শুরু করার প্রথম দিকে তার কাছে ছিল শেভারলে, পরে গ্যারেজে জায়গা পায় বুইক, মার্সিডিজ, ক্রিসলারের মত গাড়িও। এমনকি তিনি নিজে একটি একটি সাক্ষাৎকারে গাড়ির প্রতি তার দুর্বলতার কথা স্বীকার করেছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

চীনের সবচেয়ে ধনী টিকটকের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং

দখিনের সময় ডেস্ক: টিকটকের মূল প্রতিষ্ঠান বাইটড্যান্সের প্রতিষ্ঠাতা ঝাং ইমিং (৪১) চীনের সবচেয়ে ধনী ব্যক্তির তালিকার শীর্ষ স্থান দখল করেছেন। বর্তমানে তার ব্যক্তিগত সম্পদের পরিমাণ...

প্রতিদিন ডিম খাওয়া কি হার্টের জন্য ভালো?

দখিনের সময় ডেস্ক: প্রোটিন সমৃদ্ধ ডিমকে সবচেয়ে উপকারী এবং পুষ্টিকর খাবার হিসেবে বিবেচনা করা হয়। এটি যুগ যুগ ধরে মানুষের দৈনন্দিন খাদ্যতালিকায় যুক্ত রয়েছে। ডিম...

মানবাধিকার কর্মী মিনা ফারাহকে জামায়াত আমিরের ফোন

দখিনের সময় ডেস্ক: বিশিষ্ট কলামিস্ট, অনলাইন এক্টিভিস্ট ও মানবাধিকারকর্মী মিনা ফারাহকে ফোন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এ সময় তিনি বাংলাদেশের কঠিন...

পঞ্চগড়ে চা খামারিদের ক্ষমতায়নে ইউসিবির কর্মশালা

দখিনের সময় ডেস্ক: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) সম্প্রতি পঞ্চগড় জেলার চা খামারিদের জন্য একটি কর্মশালা আয়োজন করেছে। চা শিল্পের সঙ্গে যুক্ত শ্রমিক-কর্মচারীদের মধ্যে আর্থিক...

Recent Comments