Home অন্যান্য নির্বাচিত খবর বাবার মরদেহ আটকে রাখল সন্তানরা, ২৯ ঘণ্টা পর দাফন

বাবার মরদেহ আটকে রাখল সন্তানরা, ২৯ ঘণ্টা পর দাফন

দখিনর সময় ডেস্ক:

রংপুরের তারাগঞ্জে সহিদার রহমান প্রামাণিক (৬৫) নামে এক মৃত ব্যক্তির জানাজা ও মরদেহ দাফনে বাধা দিয়েছেন তার সন্তানরা। এরপর মরদেহ দাফন নিয়ে দিনভর চলে নাটকীয়তা। অবশেষে মৃত্যুর ২৯ ঘণ্টা পর বুধবার (০৯ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সহিদারের মরদেহ অনেকটা নিভৃতে দাফন করা হয়।

মৃত সহিদার রহমান প্রামাণিক ছিলেন স্থানীয় একটি বেসরকারি কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী। জীবদ্দশায় তিনি তিনটি বিয়ে করেন। তার মধ্যে প্রথম দুই স্ত্রীকে তালাক দিয়ে তৃতীয় স্ত্রীর সঙ্গে থাকতেন তিনি। তিন সংসারে তার সাত সন্তান রয়েছে। তবে সহিদারের বিরুদ্ধে অভিযোগ, প্রথম দুই স্ত্রীর তিন সন্তানের খোঁজ নিতেন না তিনি।

স্থানীয়রা জানান, গত মঙ্গলবার (০৮ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে মারা যান সহিদার রহমান। মৃত্যুর পরদিন বুধবার সকালে পারিবারিক কবরস্থানে সহিদার রহমানের দাফনের জন্য কবর খনন করা হয়। দুপুর ২টায় জানাজার জন্য নিকটবর্তী ওকড়াবাড়ি ফারুকিয়া আলিম মাদরাসা মাঠে তার মরদেহ নেওয়া হয়। সবাই যখন জড়ো হয়ে জানাজার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন ছুটে এসে সহিদারের জানাজা ও দাফনে বাধা দেন প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানরা।

এ ঘটনায় জানাজায় অংশ নিতে আসা সবাই বিস্মিত হন। এরপর সমস্যার সমাধানে দফায় দফায় বৈঠক করেন প্রতিবেশীরা। কিন্তু নানা অভিযোগ আর অজুহাতের কারণে তারা সমঝোতায় পৌঁছাতে পারেননি। রাত ৩টা পর্যন্ত মাদরাসা মাঠেই পড়ে ছিল সহিদারের মরদেহ। পরে রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন আত্মীয়কে নিয়ে তার মরদেহ দাফন করেন তৃতীয় স্ত্রীর সন্তানরা।

লাশ দাফনে বাধা দেওয়ার ব্যাপারে সহিদারের প্রথম স্ত্রীর সন্তান ভুট্টু প্রামাণিক (৪০) বলেন, আমি স্ত্রী-সন্তান নিয়ে অন্যের ভিটায় বসবাস করছি। আমার বাবার দুই একর আবাদি জমিসহ পাকা বাড়ি ও বসতভিটা রয়েছে ৩৫ শতক। কিন্তু আমাদেরকে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। আমাদের দুই ভাইকে বাড়ি করার জন্য কমপক্ষে ১২ শতক জমি দেওয়ার দাবি আমরা জানিয়েছি। এই দাবি কেউ মানতে না চাওয়ায় জানাজা ও দাফনে বাধা দেওয়া হয়।

সহিদারের দ্বিতীয় স্ত্রীর সন্তান আশরাফুজ্জামান বলেন, আমরা সন্তান হিসেবে ন্যায্য হিস্যা থেকে বঞ্চিত। বাবার সব সম্পত্তি আমার তৃতীয় মায়ের সন্তানরা দখল করে নিয়েছেন। আমরাও ওই সম্পত্তির ভাগিদার। মূলত জমিজমার বিরোধ নিষ্পত্তি না হওয়ায় আমরা অধিকার বঞ্চিত সন্তানরা এক হয়ে গ্রামবাসীর সামনে আমাদের কথা তুলে ধরেছি।

এ বিষয়ে সহিদারের তৃতীয় স্ত্রী আঞ্জুয়ারা বেগম বলেন, স্বামীর সব সম্পত্তি আমি কিনে নিয়েছি। এ জমির ভাগ আমি কাউকে দেব না। মরদেহ দাফনের সঙ্গে জমির কোনো সম্পর্ক নেই। তারা সন্তান হিসেবে যে কাজটি করেছে, তা ভীষণ অন্যায় ও দুঃখজনক।

স্থানীয় ইউপি সদস্য রবিউল ইসলাম বলেন, দুপুর থেকে মৃত সহিদারের স্ত্রী ও সন্তানদের সঙ্গে বারবার সমঝোতা করার চেষ্টা করে ব্যর্থ হয়েছি। শেষ পর্যন্ত মীমাংসা না হওয়ায় বুধবার রাতে সহিদার রহমানের প্রথম ও দ্বিতীয় স্ত্রীর সন্তানরা চলে যান। এরপর রাত সাড়ে ৩টার দিকে কয়েকজন আত্মীয়কে নিয়ে মরদেহ দাফন করেন তৃতীয় স্ত্রীর সন্তানরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে

দখিনের সময় ডেস্ক: নারী এবং পুরুষ উভয়েই স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারে, পুরুষের স্তন ক্যান্সার অনেকাংশে বিরল। নারীদের মধ্যে প্রতি ৪ জন ক্যান্সার আক্রান্তের অন্তত...

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ব্যাংক হিসাবের লেনদেন স্থগিত

দখিনের সময় ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশনের সব ব্যাংক হিসাবের লেনদেন স্থগিতের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সূচনা ফাউন্ডেশনের...

হিজবুল্লাহর হামলায় পিছু হটলো ইসরায়েলি বাহিনী

দখিনের সময় ডেস্ক: লেবাননে হিজবুল্লাহর হামলায় পিছু হটতে বাধ্য হয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। তায়ার নামক অঞ্চলের আল-বায়াদায় ইসরায়েলি ট্যাংক লক্ষ্য করে বেশ কয়েকটি মিসাইল ছোড়ে...

সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ

দখিনের সময় ডেস্ক:  ঐতিহ্যবাহী বরিশাল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সাংবাদিক মুনির হোসেনের ১৮তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের ২৫ নভেম্বর আজকের এই দিনে দুনিয়ার মায়া কাটিয়ে...

Recent Comments