Home আন্তর্জাতিক ইমরান খানকে উৎখাতে একজোট বিরোধীরা

ইমরান খানকে উৎখাতে একজোট বিরোধীরা

দখিনের সময় ডেস্ক:

পাকিস্তানে ইমরান খানের সরকারকে উৎখাতে একজোট দেশটির বিরোধীরা। বুধবার (৯ ফেব্রুয়ারি) দেশটির বিরোধীরা প্রধানমন্ত্রী ইমরান খানকে একহাত নেন। বিরোধী নেতারা বলেন, তিন বছর আগে ক্ষমতায় আসা ইমরান খান তার ‘চোর মন্ত্রে’ অটল রয়েছেন।  এ দিন বিরোধী নেতারা দাবি করেন, ইমরানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব তাকে উদ্বিগ্ন করে তুলেছে। তথ্যসূত্র: দ্য ডন।

দেশটির প্রধান দুই বিরোধী দল পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ (পিএমএল-এন) এবং পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) ইসলামাবাদে সরকারবিরোধী মিছিল ও ইমরান খানকে ক্ষমতাচ্যুত করতে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব তোলার পরিকল্পনা করছে। এতে ইমরান খান ‘ব্যাপক চাপে’ রয়েছেন বলে দাবি বিরোধীদের।

এদিকে বুধবার ইমরান খান শরিফ ও জারদারি পরিবারের বিরুদ্ধে কথা বলেন। তিনি বলেন, দুর্নীতি মামলায় কারাদণ্ড থেকে বাঁচতে তারা মরিয়া হয়ে তাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে চাইছে। ইমরান খানের এমন ভাষণের জবাবে পিএমএল-এনের মুখপাত্র ও পাকিস্তানের সাবেক তথ্যমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব বলেন, ‘ফয়সালাবাদে ইমরান খানের ভাষণ তার বিরুদ্ধে সংসদে আনা অনাস্থা প্রস্তাবে পরাজয়ের প্রকাশ্য স্বীকারোক্তি।’

মরিয়ম দেশবাসীকে অভিনন্দন জানিয়ে বলেন, শিগগিরই ইমরান খানের নেতৃত্বাধীন ধ্বংসাত্মক পিটিআই সরকারকে উৎখাত করে জনগণকে রক্ষা করবে তারা। কারণ পার্লামেন্টে ওঠার আগেই ইমরান খান নিজে অনাস্থা প্রস্তাবে পরাজয় মেনে নিয়েছেন।  তিনি আরও বলেন, ইমরান খানের ক্ষমতাচ্যুতি দেশ ও জনগণকে তার ঐতিহাসিক অযোগ্যতা, দুর্নীতি ও লুটপাটের হাত থেকে রক্ষা করবে।

এছাড়া পিপিপির মুখপাত্র এবং দলটির কেন্দ্রীয় তথ্য সম্পাদক শাজিয়া মারি পার্লামেন্টে বলেন, ইমরান খান বিভিন্ন দেশে তার বিদায়ী সফর শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

বরিশালে বৃহত্তর চট্টগ্রাম সমিতির আত্মপ্রকাশ, ১০ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন

দখিনের সময় ডেস্ক: বরিশালে আত্মপ্রকাশ করেছে ‘বৃহত্তর চট্টগ্রাম সমিতি’। বরিশালে অবস্থিত চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলের পেশাজীবীদের ও বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের নিয়ে এই সমিতি প্রাথমিকভাবে পথচলা শুরু...

মেয়েদের চেয়ে ছেলেরা পিছিয়ে, কারণ খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দখিনের সময় ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, শিক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে, এটি সুখবর। তবে ছেলেরা কেন পিছিয়ে তা খুঁজে বের করতে হবে। আজ রোববার...

ওসি আলমগীরের বিদায় রহস্য

দখিনের সময় ডেস্ক: বরিশাল মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখায় ওসি মো: আলমগীর হোসেনের উইকেট পতন হয়েছে। এদিকে একটি সূত্র জানিয়েছে, বিএমপি’র জনৈক উপ-পুলিশ কমিশনারের রহস্যজনক প্রটেকশনের...

অন্তর্বাসে লুকানো ডিভাইস, পরীক্ষা শেষ হতো ১০ মিনিটে

দখিনের সময় ডেস্ক: মেয়েদের অন্তর্বাসের মধ্যে এবং ছেলেদের গেঞ্জির মধ্যে লুকানো থাকত অত্যাধুনিক ডিজিটাল ডিভাইস। একইসঙ্গে সংযোগ দিয়ে পরীক্ষার্থীর কানের মধ্যে রাখা হতো ক্ষুদ্রাকৃতির বল।...

Recent Comments