Home শীর্ষ খবর সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবেগেলো বালুবাহী নৌযান

সুরভী-৭ লঞ্চের ধাক্কায় ডুবেগেলো বালুবাহী নৌযান

দখিনের সময় ডেস্ক:

মেঘনা নদীতে বুধবার(১৬ফেব্রুয়ারী) রাত ১১টার দিকে ঢাকা থেকে বরিশালগামী এমভি সুরভী-৭ লঞ্চের ধাক্বায় দারুল মাকাম-৩ নামের ওই বাল্কহেড ডুবেগেছে। এ ঘটনায় লস্কর মোতালেব মিজি (৫৫) নিখোঁজ রয়েছেন।  এদিকে, দুর্ঘটনায় লঞ্চের সামনের অংশও দুমড়ে মুচড়ে যায় এবং ছিদ্র দেখা দেয়।

পাঁচ শতাধিক যাত্রীসহ লঞ্চটিকে প্রথমে তীরে নোঙ্গর করা হয়। পরে ঢাকা সদরঘাট থেকে কীর্তনখোলা-১০ নামের আরেকটি লঞ্চ ঘটনাস্থলে গিয়ে যাত্রীদের নিয়ে গন্তব্যে রওনা হয়। এসআই লুৎফর জানান, চাঁদপুর থেকে ডেমরাগামী বালুবাহী নৌযানে ছয়জন কর্মী ছিলেন। তাদের মধ্যে সুকানি সবুজ (৩২), গ্রিজার মো. আক্তার (১৮), বাবুর্চি আব্দুল খালেক (৬৫) ও লস্কর ইমরান (২০) দুর্ঘটনার পর তীরে উঠতে সক্ষম হন। তারা এখন কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়িতে আছেন।  তবে লস্কর মো. হৃদয় (১৮) একটি লঞ্চে উঠে পালিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

কলাগাছিয়া নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. জহিরুল হক জানান, নিখোঁজ লস্কর মোহাম্মদ মোতালেব ভোলার ঢুলারহাটের নুরাবাদ গ্রামের রফিজুল হক মিজির ছেলে। অন্যদিকে, সংঘর্ষের পর মোতালেব ট্রলারের ভেতরে আটকা পড়ে যাওয়ায় আর বের হতে পারেনি বলে পুলিশকে জানিয়েছেন সুকানি সবুজ। নৌ পুলিশ বলছে, ডুবে যাওয়া দারুল মাকাম-৩ বাল্কহেডের মালিক ডেমরা এলাকার মোহাম্মদ সুমন নামের এক ব্যক্তি। পুলিশ তার বিষয়ে খোঁজ নিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসবেন প্রধান উপদেষ্টা  ড. ইউনূস

দখিনের সময় ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠকে বসছেন অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। নিইউয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে আগামী মঙ্গলবার...

কোথাও সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি, দেশকে অশান্ত করার ষড়যন্ত্র চলছে

দখিনের সময় ডেস্ক: সরকারিভাবে ইন্টারনেট বন্ধ করা হয়নি জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম। তিনি বলেন, দেশের পাহাড়ি এলাকাতেও বহুমুখী ষড়যন্ত্র থেমে...

দ্রুত প্রণয়ন করা হবে বিচারক নিয়োগ নীতিমালা: প্রধান বিচারপতি

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সুপ্রিম কোর্টে বিচারক নিয়োগে নীতিমালা দ্রুত প্রণয়ন করা হবে। একই সঙ্গে সুনির্দিষ্ট আইনও করা হবে বলে...

গায়েবি মামলার কালচার থেকে বেরিয়ে আসতে হবে: আসিফ নজরুল

দখিনের সময় ডেস্ক: অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, বিচার বিভাগ ব্যবহার করে মানুষকে হয়রানি করার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। বিগত...

Recent Comments