Home শিক্ষা অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে- ববি উপাচার্য

অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে- ববি উপাচার্য

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ সাংবাদিক ও লেখক আবদুল গফফার চৌধুরীর এই লেখনী আর আলতাফ মাহমুদের সুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছিলো একুশের ভোর।

আজ (২১ শে ফেব্রুয়ারি) ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৯ ঘটিকায় উপাচার্যের নেতৃত্ব বিশ্ববিদ্যালয় পরিবারের প্রভাতফেরি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হয়। বেলা সাড়ে ৯ ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরবর্তীতে আবাসিক হল, ২৪ টি বিভাগ এবং প্রগতিশীল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে আরে সমৃদ্ধ করতে হবে। তাই বাংলা ভাষাকে অধিকতর চর্চা ও গবেষণা করার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

এছাড়া দিবসটি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বেলা ১১ টায় আয়োজন করা হয়েছে ভার্চুয়াল আলোচনা সভা এবং মসজিদে ভাষা শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments