Home শিক্ষা অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে- ববি উপাচার্য

অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে- ববি উপাচার্য

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২২।
‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ সাংবাদিক ও লেখক আবদুল গফফার চৌধুরীর এই লেখনী আর আলতাফ মাহমুদের সুরে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) শুরু হয়েছিলো একুশের ভোর।

আজ (২১ শে ফেব্রুয়ারি) ভাষা শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদের স্মরণে দিনব্যাপী রয়েছে নানা আয়োজন। সকাল ৯ ঘটিকায় উপাচার্যের নেতৃত্ব বিশ্ববিদ্যালয় পরিবারের প্রভাতফেরি শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের দিকে অগ্রসর হয়। বেলা সাড়ে ৯ ঘটিকায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। পরবর্তীতে আবাসিক হল, ২৪ টি বিভাগ এবং প্রগতিশীল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো পুষ্পস্তবক অর্পণ করেন।

পুষ্পস্তবক অর্পণ শেষে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ছাদেকুল আরেফিন তরুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, অধিকতর গবেষণার মধ্য দিয়ে বাংলা ভাষাকে আরো সমৃদ্ধ করতে হবে এবং বাংলা ভাষাকে আন্তর্জাতিকভাবে আরে সমৃদ্ধ করতে হবে। তাই বাংলা ভাষাকে অধিকতর চর্চা ও গবেষণা করার জন্য সকলের প্রতি আমি আহ্বান জানাচ্ছি।

এছাড়া দিবসটি ঘিরে বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির পক্ষ থেকে বেলা ১১ টায় আয়োজন করা হয়েছে ভার্চুয়াল আলোচনা সভা এবং মসজিদে ভাষা শহীদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন ইসলামি শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাড়িতে আসার বিষয়ে ব্যাখ্যা দিলেন রনোভাই

প্রায় দুই দশক আগে এসটিভি ইউএস নামে একটি টেলিভিশন আমেরিকা থেকে সম্প্রচারিত হতো। কিন্তু কার্যক্রম পরিচালিত হতো বাংলাদেশ থেকে। এতে মুখোমুখি নামে একটি টকশো...

মাছ ধরার সময় শ্বাসনালিতে বাইন মাছ

দখিনের সময় ডেস্ক: ঝুঁকিপূর্ণ দেখে তিন ঘণ্টার চেষ্টায় শ্বাসনালি কেটে বাইন মাছটি বের করা হয়। এরপর রোগী সুস্থ হলে ৭-৮ দিন পর তার শ্বাসনালিতে বসানো...

অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো সেই ছাত্রলীগ নেতা বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: কলেজে অধ্যক্ষের রুমে ঢুকে শিক্ষক পেটানো ছাত্রলীগ নেতাকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। শিক্ষককে পেটানো বহিষ্কৃত এ ছাত্রলীগ নেতা হলেন মো. সাফাতুন নুর...

দুবাইয়ে বাংলাদেশিদের শত শত বাড়ি, কোনটির দাম তিনশ কোটি টাকারও বেশি

দখিনের সময় ডেস্ক: গত কয়েক বছরে দুবাইয়ের বিলাসবহুল এলাকা ছাড়াও বিভিন্ন এলাকায় বাংলাদেশিদের আবাসন সম্পদ কেনার বিষয়টি সেখানকার কমিউনিটিতে অনেকটা ‘ওপেন সিক্রেট’। মধ্যপ্রাচ্যের ধনী দেশ...

Recent Comments