Home বরিশাল ফেসবুকে প্রেম, প্রথম দেখায়ই প্রেমিকাকে অপহরন ও মুক্তিপণ দাবী

ফেসবুকে প্রেম, প্রথম দেখায়ই প্রেমিকাকে অপহরন ও মুক্তিপণ দাবী

শামীম আহমেদ, অতিথি প্রতিবেদক

বরিশালে দেখা করতে এসে কিশোরীকে অপহরণের পর অন্যত্র নিয়ে ধর্ষণ ও মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার বন্দর থানার (সাহেবেরহাট) ওসি মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রোববার (২০ ফেব্রুয়ারি) সকালে বরিশাল মেট্রোপলিটন বন্দর থানা (সাহেবেরহাট) পুলিশের একটি দল ফরিদপুরে ভাঙ্গার মালিবাগ এলাকার একটি বাড়িতে অভিযান চালায়। এ সময় ওই কিশোরীকে উদ্ধার করা হয়। এ সময় অভিযুক্ত দুই কিশোরকে আটক করা হয়। এদিকে শনিবার (১৯ ফেব্রয়ারি) বেলা ১১টার দিকে চরকাউয়া খেয়াঘাট এলাকা থেকে ওই কিশোরীকে অপহরণ করা হয়। পরে রাতে ফোন করে কিশোরীর বাবার কাছে এক লাখ ৬০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে এক কিশোর। এ ঘটনায় কিশোরীর বাবা রাতেই বন্দর থানায় (সাহেবেরহাট) লিখিত অভিযোগ দেন।

বন্দর থানার ওসি মো. আসাদুজ্জামান জানান, দুই মাস আগে ফেসবুকের মাধ্যমে ভুক্তভোগী কিশোরীর সঙ্গে তাদের পরিচয় হয়। এদের মধ্যে আসিফ নামের এক কিশোর ওই কিশোরীর সম্পর্ক গড়ে তোলে। পরে গত শনিবার কিশোরীর সঙ্গে দেখা করতে সে বরিশালে আসে। সঙ্গে তার বন্ধু ছিল। পরে ফোন দিয়ে চরকাউয়া খেয়াঘাট এলাকায় আসতে বলে কিশোরীকে। কিশোরী এলে তাকে অপহরণ করা হয়। তিনি বলেন, উদ্ধার হওয়া ভুক্তভোগী কিশোরী ধর্ষণের শিকার হয়ে থাকতে পারে এমন আশঙ্কা করছেন তার পরিবারের সদস্যরা। এ কারণে ধর্ষণ সংক্রান্ত পরীক্ষার জন্য কিশোরীকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। পাশাপাশি আটক দুই কিশোরের বিরুদ্ধে কিশোরীর পিতা
হাবিবুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রধান বিচারপতির সঙ্গে আইন ও তথ্য উপদেষ্টার বৈঠক

দখিনের সময় ডেস্ক: প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল ও তথ্য ও সম্প্রচার...

রাষ্ট্রপতিকে পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের দাবিতে ছাত্র-জনতা ব্যানারে একাধিক প্লাটফর্ম বঙ্গভবনের সামনে কর্মসূচি পালন করছে। কর্মসূচি থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতিকে পদত্যাগের...

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৪ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব হিসেবে আরিফ...

বঙ্গভবনের নিরাপত্তা ব্যারিকেড ভাঙার চেষ্টা বিক্ষোভকারীদের

দখিনের সময় ডেস্ক: রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের বাসভবন বঙ্গভবনের সামনের নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেছেন একদল বিক্ষোভকারী। সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সদস্যরা তাদের বাধা দেন।...

Recent Comments