Home শিক্ষা নবীনদের বরণে ববিতে উৎসবের আমেজ

নবীনদের বরণে ববিতে উৎসবের আমেজ

কাজী হাফিজ

নবীন শিক্ষার্থীদের আগমনে উৎসব মুখর বরিশাল বিশ্ববিদ্যালয়। আজ রবিবার (২৭ শে ফেব্রুয়ারি ) রবিবার ২০২০-২১ শিক্ষাবর্ষের স্নাতক ( সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে ক্লাস কার্যক্রম শুরু হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের বিভাগ গুলো নবীন শিক্ষার্থীদেরকে স্ব স্ব উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বরণ করে নেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী মার্চ মাসে কেন্দ্রীয় ভাবে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনা মূলক বক্তব্য দিচ্ছেন ববি উপাচার্য

বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ছাদেকুল আরেফিন প্রতিটি বিভাগের নবীন বরণ অনুষ্ঠান পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদেরকে একজন সৎ মানুষ হবার দিকনির্দেশনা প্রদান করেন৷
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগ কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান পরিদর্শন কালে উপাচার্য বলেন, ভালো মানুষ হতে হবে ৷ সর্বদা মনে রাখতে হবে তোমরা তিন ব্যাক্তির কাছে দায়বদ্ধ এক পরিবার, দুই যারা দেশের জন্য যারা প্রাণ দিয়েছেন এবং তিন যাদের প্রদত্ত করের টাকায় তোমরা পড়াশুনা করছো।
উপাচার্য আরও বলেন, শুধু মাত্র হাই সিজিপিএ আর একটা সার্টিফিকেট তোমাকে শিক্ষিত করে গড়ে তুলবে না। এজন্য মানুষের মতন মানুষ হতে হবে। বিজ্ঞানমনস্ক জ্ঞানের অধিকারি হতে হবে৷ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে অন্তরে ধারণ করতে হবে।

এদিন সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর, ক্যাফেটেরিয়া, মুক্তমঞ্চ, তালতলাসহ বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে নবীন শিক্ষার্থীদের উৎসবমুখর পদচারণা ছিল।

অন্যদিকে র্যাগিং নিয়েও যথাযথভাবে সতর্ক রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রাজনীতিতে রনো ভাইরা আর নেই

রিকশায় না এসে প্রাইভেট কারে আসা এবং ধানমন্ডির ফ্ল্যাটে থাকার বিষয়ে রনো ভাইয়ের লজ্জিত হওয়ার বিষয়টি আমাকে বহু বছর ধরে বহুবার আন্দোলিত করেছে। ধরাধাম...

যা অছে ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টে

দখিনের সময় ডেস্ক: ইইউ ট্যাক্স অবজারভেটরির রিপোর্টের তথ্য অনুযায়ী ২০২২ সালে দুবাই শহরে সাড়ে বাইশ কোটি ডলারের সম্পদ কিনেছেন ৩৯৪ জন। তবে আরও বিভিন্ন তথ্যাদি...

পুলিশের খপ্পরে মৌ চাষির ট্রাক, মরেছে পাঁচ লাখ টাকার মৌমাছি

দখিনের সময় ডেস্ক: দিনাজপুর থেকে ট্রাকে করে ২৫১ বাক্স মৌমাছি নিয়ে রাজবাড়ীতে আসছিলেন মৌচাষি মো. খলিফর রহমান। পথে রাজবাড়ী সদর উপজেলার আলীপুর ইউনিয়নের মনসার বটতলা...

বরিশালে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে

দখিনের সময় ডেস্ক: বরিশাল শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামের চলমান উন্নয়ন কার্যক্রম শেষ হলে অচিরেই আন্তর্জাতিক ক্রিকেট আসর বসবে। এ কথা জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ...

Recent Comments