Home বরিশাল 'পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি'

‘পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করা সম্ভব হয়নি’

গাজী মে. তাহেরুল আলম:

ভোলায় ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৫ বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। নিজ পড়নের কাপড় ছাড়া কোনোকিছুই রক্ষা করা সম্ভব হয়নি।

রোববার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে সদর উপজেলা ৫নং বাপ্তা ইউনিয়নের ১নং ওয়ার্ড খলিফা বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় ১৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছেন ক্ষতিগ্রস্ত পরিবাররা।
ক্ষতিগ্রস্ত পরিবাররা জানান, রোববার দুপুর ১টা ৪৫ মিনিটের দিকে ওই বাড়ির নুরুল ইসলাম খলিফার ঘরের বৈদ্যুতিক লাইন থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের লেলিহান শিখা মুহুর্তের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়ে পুড়ে ছাই হয়ে যায় ৫ বসতভিটা। বসতভিটাগুলো হলো, মো. নুরুল ইসলাম, বিল্লাল, নান্নু মিয়া, স্বপন ও মানিকের।

ক্ষতিগ্রস্ত পরিবাররা আরও জানান, মুহুর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে যাওয়ার ফলে নিজ পড়নের কাপড় ছাড়া অন্য কোনোকিছুই আগুনের লেলিহান শিখা থেকে রক্ষা করা সম্ভব হয়নি। খবর পেয়ে ভোলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এদিকে আগুন লাগার খবর পেয়ে ওই ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান ইয়ানুর রহমান বিপ্লব মোল্লা ঘটনাস্থলে ছুটে আসেন। তাৎক্ষণিক তিনি ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে নগদ ৫ হাজার টাকা করে সাহায্য করেন। এসময় তিনি জানান, উক্ত ঘটনাটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলামকে অবগত করা হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যেই ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাহায্য করা হবে।

ভোলা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. সুমন মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে খুব দ্রুত সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় দুই ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত করে জানানো হবে বলেও জানান এ কর্মকর্তা। এদিকে ঘটনার পর ভোলা সদর মডেল থানার (ওসি তদন্ত) মো. আরমান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভোলা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রত্যেক পরিবারকে সরকারের পক্ষ থেকে সাহায্য করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

কথা বলতে বলতে স্মার্টফোন গরম হয় কেন? হতে পারে বড় বিপদ

দখিনের সময় ডেস্ক: কথা বলতে বলতে স্মার্টফোন গরম হয় কেন? হতে পারে বড় বিপদ বর্তমানে স্মার্টফোনের ওপর আমরা অনেক বেশি নির্ভরশীল। তবে এটি নিয়ে প্রায়ই আমাদের...

ইনস্টাগ্রামে ফাঁদে পড়ে হারালেন আড়াই কোটি টাকা

দখিনের সময় ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যম হিসেবে ইনস্টাগ্রামের জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গে সাইবার অপরাধীরাও এতে সক্রিয় হয়ে উঠেছে। নানা কৌশলে ব্যবহারকারীদের প্রতারিত করার মাধ্যমে অর্থ হাতিয়ে...

স্ট্যামিনা বাড়াতে কী খাবেন?

দখিনের সময় ডেস্ক: স্ট্যামিনা বলতে বোঝায় দীর্ঘ সময় ধরে চাপযুক্ত কাজ করার শারীরিক ও মানসিক ক্ষমতা। এটি আমাদের শরীরকে যেকোনো কাজ করার জন্য তৈরি রাখে।...

রসালো লেবু চেনার উপায়

দখিনের সময় ডেস্ক: লেবু সম্ভবত সবচেয়ে কম মূল্যের ফলগুলোর মধ্যে একটি। এটি সহজলভ্য, সারা বছর পাওয়া যায় এবং এর অসংখ্য ব্যবহার রয়েছে। ভেবে দেখুন, আমাদের...

Recent Comments