Home রাজনীতি ১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠক বসছেন প্রধানমন্ত্রী

১৪ দলের শরিকদের সঙ্গে বৈঠক বসছেন প্রধানমন্ত্রী

দখিনের সময় ডেস্ক:

শরিক ১৪ দলের সঙ্গে বৈঠকে বসছেন জোটের প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বেলা সাড়ে ১১টায় গণভবনে এ বৈঠক হবে। তবে দীর্ঘদিন পরে ডাকা এ বৈঠকে জোটের শরিক বাংলাদেশ জাসদ না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানাগেছে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনের পর জোটের প্রধানের সঙ্গে শরিকদের বৈঠক হয়নি।

বৈঠকে সরকারবিরোধীদের আন্দোলন-সংগ্রাম মোকাবিলায় করণীয় বিষয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী। অবহেলা ও অবমূল্যায়নের অভিযোগে ক্ষুুব্ধ জোট শরিকদের সঙ্গে দূরত্ব ঘোচানোর পাশাপাশি মান-অভিমান দূর করতে প্রধানমন্ত্রী এই বৈঠক ডেকেছেন বলে মনে করা হচ্ছে।

দীর্ঘদিন ধরেই শরিকেরা প্রধানমন্ত্রীর কাছে সময় চেয়ে বৈঠকের আহ্বান জানিয়ে আসছিল। করোনা মহামারির কারণে তা সম্ভব হয়নি বলে আওয়ামী লীগের নেতারা জানান। এখন করোনা পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় প্রধানমন্ত্রী ডেকেছেন। তবে বৈঠকের কোনো এজেন্ডা নেই বলে শরিক নেতারা জানিয়েছেন। তাঁরা প্রধানমন্ত্রী কী বলেন, এর ওপর ভিত্তি করে নিজেদের মতামত তুলে ধরবেন। বর্তমান সরকারে ১৪ দলের কোনো প্রতিনিধি নেই।

বৈঠকে প্রতিটি শরিক দলের দু’জন করে শীর্ষ নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের সমন্বয়ক-মুখপাত্র আমির হোসেন আমু এবং সাধারণ সম্পাদক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ দলের উপদেষ্টা পরিষদ ও সভাপতিমণ্ডলীর কয়েকজন নেতাও বৈঠকের আমন্ত্রণ পেয়েছেন। আমন্ত্রিত নেতাদের কভিড টেস্ট করা হয়েছে। ১৪ দলের কার্যক্রমে দীর্ঘদিন নিষ্ফ্ক্রিয় থাকা জোটের অন্যতম শরিক বাংলাদেশ জাসদ আজকের বৈঠকে যাচ্ছে না।

একাদশ সংসদ নির্বাচনের পর অর্থাৎ তিন বছরের বেশি সময় পর প্রথমবারের মতো .আন্দোলন-সংগ্রাম ও নির্বাচনের মাঠের দীর্ঘদিনের মিত্র শরিক দলগুলোর সঙ্গে আলোচনায় বসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ২০১৮ সালের ৩০ ডিসেম্বরের নির্বাচনের কিছু দিন আগে জোট নেতাদের সঙ্গে সর্বশেষ বৈঠক করেন। ওই নির্বাচনের মাধ্যমে টানা তৃতীয়বার ক্ষমতায় এলেও আওয়ামী লীগ সরকারের মন্ত্রিসভায় ১৪ দল শরিকদের কারও ঠাঁই হয়নি। এর আগের দুই মেয়াদের সরকারে থাকা মহাজোটের শরিক জাতীয় পার্টির কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

প্রতিদিন ৩-৪ লিটার পানি পান করলে কী হয়?

দখিনের সময় ডেস্ক: ওজন কমানো একটি চ্যালেঞ্জিং কাজ হতে পারে। কঠোর ডায়েট অনুসরণ করা, খাবারের প্রতি লোভ নিয়ন্ত্রণ করা, প্রতিদিন জিমে যাওয়া, কঠোর ওয়ার্কআউট করা...

ডিভোর্সের দুদিন পরই সুখবর দিলেন এ আর রহমান

দখিনের সময় ডেস্ক: নিন্দুকরা মনে করছে বাংলার মেয়ে গিটার বাদক মোহিনী দে-র জন্যই হয়ত সায়রাকে ছেড়েছেন ভারতের অস্কারজয়ী সংগীতশিল্পী ও সুরকার এ আর রহমানের। তবে...

যৌন পর্যটনের নতুন কেন্দ্র টোকিও, সেক্স ইন্ডাস্ট্রির জড়িত কিছু চক্র

দখিনের সময় ডেস্ক: যখন স্বর্ণযুগ ছিল, শহরটি অর্থনীতিতে ব্যাপক উন্নতি দেখেছে। এটি এখনো বিশ্বের অন্যতম বাসযোগ্য শহর হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছে। তবে আশঙ্কার বিষয়...

শীত নিয়ে আবহাওয়া অফিসের বার্তা

দখিনের সময় ডেস্ক: দেশের কোথাও কোথাও আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবার কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে বলে জানিয়েছে...

Recent Comments