Home আন্তর্জাতিক ট্রাম্প স্বপ্ন দেখেছেন, টাকা বানিয়েছেন, হয়েছেন ক্ষমতাবান

ট্রাম্প স্বপ্ন দেখেছেন, টাকা বানিয়েছেন, হয়েছেন ক্ষমতাবান

দখিনের সময় ডেক্স:

ট্রাম্প লড়েছেন দ্বিতীয়বার প্রেসিডেন্ট হতে। তবে দ্বিতীয় মেয়াদে ট্রাম্পের পক্ষে রায় যায়নি। কিন্তু তাতে কী! সত্যিকারের আমেরিকান ড্রিমার বলতে যা বোঝায়- ডোনাল্ড ট্রাম্প তারই প্রতীক। স্বপ্ন দেখেছেন, টাকা বানিয়েছেন। হয়েছেন ক্ষমতাবান। ইসরায়েলের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখায় নোবেল শান্তি পুরস্কারেও নাম ওঠে ট্রাম্পের। ট্রাম্প বিয়ে করেছেন তিনবার। তার বর্তমান স্ত্রী মেলানিয়া ছিলেন মডেল। ট্রাম্পের পাঁচ সন্তান রয়েছে।

কথায়, কাজে প্রতিনিয়ত বিতর্ক সৃষ্টি করা ট্রাম্প যাপন করছেন এক বর্ণময় জীবন। ডোনাল্ড জন ট্রাম্প ১৯৪৬ সালের ১৪ই জুন নিউইয়র্কের কুইন্সে জন্ম। পাঁচ ভাই-বোনের মধ্যে চতুর্থ ট্রাম্প। বাবা ছিলেন রিয়েল এস্টেট ব্যবসায়ী। মা গৃহিণী। দুরন্তপনার জন্যে ১৩ বছর বয়সে ট্রাম্পকে সামরিক বোর্ডিং স্কুলে ভর্তি করা হয়। ১৯৬৮ সালে পেনসিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল অব বিজনেস থেকে তিনি অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন।  ১৯৭১ সালে ট্রাম্প বাবার প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে নাম বদলে দিয়ে করেন ‘দ্য ট্রাম্প অর্গানাইজেশন’। আবাসিক ভবন কেনাবেচার পারিবারিক ব্যবসাকে তিনি নিয়ে যান অন্য মাত্রায়।

ট্রাম্প ও তার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে স্টেট ও ফেডারেল আদালতে চার হাজারেরও বেশি মামলা রয়েছে। আর এ পর্যন্ত ট্রাম্প ছয়বার দেউলিয়া ট্রাম্প ও তার ব্যবসা প্রতিষ্ঠান। ব্যবসা ছাড়াও ট্রাম্প মিস ইউনিভার্সের স্পন্সর ছিলেন দীর্ঘদিন।  ২০০৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত এক টেলিভিশন রিয়্যালিটি শোর মাধ্যমে ট্রাম্প নতুন তারকা হিসেবে তার জনপ্রিয়তা আরো তুঙ্গে ওঠে।

ট্রাম্প রিপাবলিকান দলের পক্ষ থেকে ২০১৫ সালের ১৬ই জুন প্রেসিডেন্ট পদে প্রার্থী হবার ঘোষণা দেন। তবে এর আগে ১৯৯৯ সালে রিফর্ম পার্টি থেকে প্রেসিডেন্ট নির্বাচনের মনোনয়ন প্রত্যাশী ছিলেন ট্রাম্প। ২০১৬ সালের ২১শে জুলাই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে রিপাবলিকান দলের মনোনয়ন আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন ট্রাম্প। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে দেশটির ৪৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প ক্ষমতায় এসেই ‘ওবামাকেয়ার’ বাতিল ও মেক্সিকো সীমান্তে দেয়াল তোলাকে অগ্রাধিকার দেয়। এছাড়াও করোনা মোকাবেলায় ট্রাম্পের ভূমিকা সমালোচনার মুখে পড়ে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments