Home বরিশাল আবুল হাসানাত আবদুল্লাহ’র মাতার ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত

আবুল হাসানাত আবদুল্লাহ’র মাতার ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:

আবুল হাসানাত আবদুল্লাহ’র মাতা মরহুমা আমেনা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বরিশাল ক্লাব প্রাঙ্গণে বাদ যোহর পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

উল্লেখ্য, মরহুমা আমেনা বেগম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বোন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার ফুফু, সাবেক মন্ত্রী শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের সহধর্মিণী, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সিনিয়র সদস্য, পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন ও পরিবীক্ষণ কমিটির আহবায়ক (মন্ত্রী), আওয়ামীলীগ সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোডের্র সদস্য, বরিশাল জেলা আওয়ামী লীগ সভাপতি, আলহাজ্জ আবুল হাসানাত আবদুল্লাহ্র মাতা, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ’র দাদী।

মরহুমা আমেনা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মোনাজাতে পানি সম্পদ প্রতিমন্ত্রী (অবঃ) কর্নেল জাহিদ ফারুক শামিম, সংসদ সদস্য রাশেদ খান মেনন, শাহে আলম, গোলাম কিবরিয়া টিপু, পঙ্কজ দেব নাথ, নাসরিন জাহান রত্না, মহিবুর রহমান মুহিব,  এস এম শাহজাদা,  মওকত হাসানুর রহমান রিমন, নুরুন্নবী চৌধুরী শাওন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দীয় কার্যনির্বাহী কমিটির সদস্য গোলাম রাব্বানী চিনু, মোঃ আনিছুর রহমান, ছাত্রলীগ কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান জয়, বরিশাল বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, বরিশাল বিভাগের সকল জেলা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, জেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যন, পৌর মেয়র, কাউন্সিলারবৃন্দ, জেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদকসহ দলীয় নেতা-কর্মী ও গুনাগ্রাহীগন অংশ নেন।

মরহুমা আমেনা বেগমের ১৭তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে বরিশাল ক্লাব প্রাঙ্গণে বাদ যোহর পবিত্র কোরআন খতম, মিলাদ মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠানে অংশ নেয়া বিশিষ্ট ব্যক্তিগল। ছবি: মিজানুর রহমান

দোয়া মোনাজাত পরিচালনা করেন, বরিশাল জামে এবায়েদুল্লাহ্ মসজিদের পেশ ইমাম মাওলানা নরুর রহমান বেগ। এছাড়াও বরিশালের সেরালস্থ নিজ বাসভবনসহ আগৈলঝাড়া, গৌরনদী উপজেলা এবং ঢাকা, পটুয়াখালী, ঝালকাঠীর বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও এতিমখানায় পবিত্র কোরআন খতম ও দোয়া মোনাজাত অনুষ্ঠত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

শিবিরকে প্রকাশ্যে রাজনীতি চর্চার আহ্বান ছাত্রদল সেক্রেটারির

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি চর্চার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সেক্রেটারি নাসির উদ্দিন। মঙ্গলবার দৈনিক কালবেলার সঙ্গে এক সংক্ষিপ্ত আলোচনায় নাসির...

দাঁতে ব্যথা দূর করার ঘরোয়া উপায়

দখিনের সময় ডেস্ক: দাঁতের ক্ষয়, চোয়াল বা দাঁতের মধ্যে সংক্রমণ, মাড়ির রোগ বা আঘাতের মতো বিভিন্ন কারণে দাঁত ব্যথা হতে পারে। এই ব্যথা দৈনন্দিন সব...

শেখ হাসিনা আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন: সোহেল তাজ

দখিনের সময় ডেস্ক: সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল বলেছেন, শেখ হাসিনা আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, আওয়ামী লীগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন, বাংলাদেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন।...

১৮ মাসের মধ্যে নির্বাচন হতে অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী: জেনারেল ওয়াকার-উজ-জামান

দখিনের সময় ডেস্ক: সেনাপ্রধান বলেছেন রাষ্ট্রের প্রয়োজনীয় সংস্কার করে ১৮ মাসের মধ্যে যেন নির্বাচন অনুষ্ঠিত হতে পারে, সে জন্য অন্তর্র্বতী সরকারকে সাহায্য করবে সেনাবাহিনী।‘যাই হোক...

Recent Comments