Home আন্তর্জাতিক পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের নাম ঘোষণা বিরোধীদের

পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে শাহবাজের নাম ঘোষণা বিরোধীদের

দখিনের সময় ডেস্ক

পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি দেশটির পার্লামেন্ট ভেঙে দিয়েছেন। পার্লামেন্ট ভেঙে দিতে প্রধানমন্ত্রী ইমরান খানের সুপারিশের পরই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর আগে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব খারিজ করেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। তবে স্পিকারের এ আদেশকে অবৈধ ঘোষণা করে বিরোধীরা শাহবাজ শরিফকে একতরফাভাবে নতুন প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। তিনি এরই মধ্যে সংসদে ভাষণও দিয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস। প্রতিবেদনে বলা হয়, ১৯৭ জন সদস্য পিএমএল-এনের সংসদ সদস্য আয়াজ সাদিককে নতুন স্পিকার হিসেবে নির্বাচিত করেছেন। পাকিস্তান পিপলস পার্টির নেতা শেরি রেহমান এ দাবি করে একটি ভিডিও টুইট করেছেন।

সাদিক স্পিকার নির্বাচিত হওয়ার পর তিনি ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব চালু করেন বলে জানা গেছে। পার্লামেন্টে ইমরান খানের জোটের সদস্যদের অনুপস্থিতিতে অনাস্থা প্রস্তাবের পক্ষে রায় দিয়েছেন বিরোধীদলীয় সংসদ সদস্যরা। রোববার প্রধানমন্ত্রী ইমরান খান বলেন, তিনি প্রেসিডেন্টকে পার্লামেন্ট ভেঙে দেওয়ার পরামর্শ দিয়েছেন। দেশটির সংবিধানের ৫ম অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় তার বিরুদ্ধে বিরোধী দলগুলোর আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেওয়া হয়।

পাকিস্তানের সংবিধান বিশেষজ্ঞ আব্দুল মইজ জাফেরি বলেন, মিথ্যাকে বড় করুন, সহজ করুন এবং বারবার বলতে থাকুন। এর পর সবশেষে আপনি সংবিধান ছিঁড়ে ফেলতে পারবেন। মইজ জাফেরির ভাষায়, ‘ডেপুটি স্পিকার আজ যা করেছেন তা কেবলমাত্র সাংবিধানিক অনুচ্ছেদের অযৌক্তিক অপপ্রয়োগ নয়। একইভাবে এটি পিটিআইয়ের (ইমরানের দল) সদস্যদের সংবিধানের অপপ্রয়োগ এবন প্রকাশ্যে ভুল ব্যাখ্যা ও সংবিধানকে ভুলভাবে উপস্থাপনের বেশ কয়েকটি প্রচেষ্টার চূড়ান্ত পরিণতি।

দেশটির আইন বিশেষজ্ঞ মুনীব ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী পার্লামেন্ট ভেঙে দেওয়ার ডাক পুরোপুরি অসাংবিধানিক। রীমা ওমর নামে দেশটির আরেক আইন বিশেষজ্ঞ টুইট করে বলেছেন, ‘কোনো যদি এবং কিন্তু নয়, স্পিকারের রায় স্পষ্টভাবে অসাংবিধানিক।’ তিনি আরও লিখেছেন, পার্লামেন্ট ভেঙে দিতে রাষ্ট্রপতিকে পরামর্শ দেওয়ার কোনো ক্ষমতা ইমরান খানের নেই। দেশটির আরেক আইন বিশেষজ্ঞ সালমান আকরাম দেশটির এক প্রাইভেট টিভি চ্যানেলকে বলেন, বিরোধীদের এখন উপায় হচ্ছে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়া। অন্যান্য বিশেষজ্ঞদের মতো তিনিও বলেন, ‘আমার দৃষ্টিতে এটি একটি সাংবিধানিক পদক্ষেপের প্রতিক্রিয়ায় স্পিকারের দেওয়া একটি অসাংবিধানিক রায়।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ক্যাডার বহির্ভূতদের এক-তৃতীয়াংশ পদ সংরক্ষণ নিয়ে কমিটি গঠন

দখিনের সময় ডেস্ক বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের জন্য সহকারী সচিব/সিনিয়র সহকারী সচিব/উপসচিব/যুগ্মসচিব-এর নতুন সৃষ্ট পদের এক-তৃতীয়াংশ হিসাবে ক্যাডার বহির্ভূতদের জন্য সংরক্ষণের বিষয়টি পরীক্ষা-নিরীক্ষা করার লক্ষ্যে কমিটি গঠন...

শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট অনুড়া কুমারা দিশানায়েকে

দখিনের সময় ডেস্ক: শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয়বারের মতো ভোট গণনায় জনতা বিমুক্তি পেরামুনা (জেভিপি) দলের নেতা ও ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি) জোটের প্রার্থী অনুড়া দিশনায়েকে...

সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামিম গ্রেপ্তার

দখিনের সময় ডেস্ক: সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামিমকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি বরিশাল- ৫ আসনের সংসদ সদস্য ছিলেন। রোববার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় রাজধানীর...

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ৯২৬

দখিনের সময় ডেস্ক: বর্ষা মৌসুম শুরুর পর থেকেই এডিস মশাবাহিত রোগটিতে আক্রান্তের হার বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও।গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৬...

Recent Comments