Home বরিশাল বরিশালে বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে বরিশালে ‘বিজ্ঞান উৎসব' অনুষ্ঠিত 

বরিশালে বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে বরিশালে ‘বিজ্ঞান উৎসব’ অনুষ্ঠিত 

 দখিনের সময় ডেস্ক

বরিশালে বিজ্ঞান আন্দোলন মঞ্চের আয়োজনে বরিশালে বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বরিশাল জেলা শাখার বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়েছে।। আজ মঙ্গলবার  (১২ এপ্রিল) সকাল ৯ টায় বরিশাল পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ উৎসব অনুষ্ঠিত হয়।

এসময়ে কুইজ, কার্টুন ও কুসংস্কার বিরোধী গল্প লেখা প্রতিযোগিতার আয়োজন করা হয়। এছাড়াও বিজ্ঞানী মাদাম কুরি ও বাঙালী বিজ্ঞানীদের নিয়ে ডকুমেন্টারি প্রদর্শন, আলোচনা সভা ও পুরষ্কার বিতরনী সভা অনুষ্ঠিত হয়। বিজ্ঞান আন্দোলন মঞ্চ, বরিশাল জেলা সংগঠক বিজন সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রাক্তন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডাঃ অনিল চন্দ্র দত্ত, বিএম কলেজ ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক রণজিৎ মল্লিক, গণিত বিভাগের সহকারী অধ্যাপক গৌতম কুমার সাহা, বিজ্ঞান আন্দোলন মঞ্চ, কেন্দ্রীয় সংগঠক শোভন রহমান,  বরিশাল জেলার উপদেষ্টা ডাঃ মনীষা চক্রবর্তী, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বরিশাল মহানগর শাখার সহ-সভাপতি হাফিজুর রহমান রাকিব, বিজ্ঞান আন্দোলন  মঞ্চ, শের-ই বাংলা মেডিকেল কলেজ সংগঠক আনন্দ মৃত্তিকা নাজ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের বিজ্ঞান চিন্তাকে বিকশিত করার জন্য এরকম বিজ্ঞান উৎসবের বিকল্প নেই। কুসংস্কারে আবদ্ধ জাতি কখনও প্রগতির পথে অগ্রসর হতে পারে না। জীব জগৎকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে বিশ্লেষণ করতে হবে। আমাদের দেশে বিজ্ঞান নিয়ে চর্চা হয় না, বিজ্ঞানীদের নিয়ে কোনো আলোচনা হয় না। দিন দিন বিজ্ঞানের পরিসর ছোট করে ফেলা হচ্ছে। উদ্দেশ্যমূলক ভাবে গোটা জাতিকে একটি ভাববাদী চেতনায় উদ্বুদ্ধ করা হচ্ছে।

আলোচনা সভা শেষে প্রশ্নোত্তর পর্ব ও পুরষ্কার বিতরনীর মাধ্যমে উৎসবের সমাপ্তি হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

সরকার অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ: প্রধান উপদেষ্টা

দখিনের সময় ডেস্ক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ছাত্র-শ্রমিক-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে অর্জিত নতুন বাংলাদেশের অন্তর্র্বতীকালীন সরকার জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ। বাংলাদেশের...

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

Recent Comments