Home শিক্ষা ক্যাম্পাস 'ববিকে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার ব্রত'- ড....

‘ববিকে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার ব্রত’- ড. বদরুজ্জামান

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবনিযুক্ত ট্রেজারার হিসেবে যোগদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ট্রেজারার।

আজ (১৯শে এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় তিনি যোগদান করেন। প্রায় আড়াই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর তাকে নিয়োগ দেওয়া হলো। সর্বশেষ ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ পূর্ণ করা তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

যোগদানকালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এসময় তিনি সকলের উদ্দেশ্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব থাকায় সবক্ষেত্রেই আমার বিচরণ ছিলো। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সবকিছু ছেড়ে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেছি। আমার একটাই ব্রত হবে মাননীয় ভাইস চ্যান্সেলর ও সকলের সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়া।

যোগদান করার পর তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় দফা সম্বলিত বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, প্রক্টর, হলসমূহের প্রাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাছাড়া অধ্যাপক ড. বদরুজ্জামান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ইন্টারনেট ছাড়াই হোয়াটসঅ্যাপে পাঠানো যাবে ছবি-ফাইল

দখিনের সময় ডেস্ক: বর্তমানে বিশ্বের জনপ্রিয় যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। অনেকেই ব্যক্তিগত বা অফিসের প্রয়োজনীয় কাজে নিয়মিত এই প্ল্যাটফর্ম ব্যবহার করেন। প্রতিদিন...

এই গরমে স্মার্টফোনের বিস্ফোরণ এড়াতে যা করবেন

দখিনের সময় ডেস্ক: আজকাল প্রায়ই স্মার্টফোন বিস্ফোরণ ও আগুন ধরে যাওয়ার খবর শোনা যায়। বিশেষ করে বর্তমান সময়ে বেশি তাপমাত্রার কারণে স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরণের মতো...

গ্রাহকের অর্ডারের অ্যাপল পণ্য যেভাবে হাতিয়ে নিচ্ছেন স্ক্যামাররা

দখিনের সময় ডেস্ক: বিশ্বব্যাপী মানুষের ভরসার কথা মাথায় রেখে প্রসিদ্ধ টেক কোম্পানি অ্যাপল নানাবিধ পরিষেবা দিয়ে থাকে। আর এতে তাদের জনপ্রিয়তা এবং ব্যবসায়িক লাভ দুইই...

শুঁটকির গন্ধ দূর করুন সহজেই

দখিনের সময় ডেস্ক: শুঁটকি মাছের জনপ্রিয়তার ধারেকাছেও যেন কোনো হোমমেড খাবার নেই। বিশেষত পূর্ববঙ্গীয়দের এ মাছ খুবই প্রিয়। সাধারণত রুপচাঁদা, লইট্টা, ছোট চিংড়ি, গজার, পুঁটি,...

Recent Comments