Home শিক্ষা ক্যাম্পাস 'ববিকে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার ব্রত'- ড....

‘ববিকে প্রথম সারির বিশ্ববিদ্যালয়ের তালিকায় এগিয়ে নিয়ে যাওয়াই হবে আমার ব্রত’- ড. বদরুজ্জামান

কাজী হাফিজ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) নবনিযুক্ত ট্রেজারার হিসেবে যোগদান করলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া। তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ট্রেজারার।

আজ (১৯শে এপ্রিল) বেলা সাড়ে ১০ টায় তিনি যোগদান করেন। প্রায় আড়াই বছর ট্রেজারার পদ শূন্য থাকার পর তাকে নিয়োগ দেওয়া হলো। সর্বশেষ ২০১৯ সালের ৭ অক্টোবর মেয়াদ পূর্ণ করা তৎকালীন ট্রেজারার অধ্যাপক ড. একেএম মাহবুব হাসানের স্থলাভিষিক্ত হলেন তিনি।

যোগদানকালে ফুল দিয়ে তাকে স্বাগত জানান বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ। এসময় তিনি সকলের উদ্দেশ্য বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব থাকায় সবক্ষেত্রেই আমার বিচরণ ছিলো। কিন্তু মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে সবকিছু ছেড়ে আমি বরিশাল বিশ্ববিদ্যালয়ে ট্রেজারার হিসেবে যোগদান করেছি। আমার একটাই ব্রত হবে মাননীয় ভাইস চ্যান্সেলর ও সকলের সহযোগিতায় বরিশাল বিশ্ববিদ্যালয়কে সামনের সারিতে এগিয়ে নিয়ে যাওয়া।

যোগদান করার পর তিনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছয় দফা সম্বলিত বঙ্গবন্ধুর অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন এবং এক মিনিট নীরবতা পালন করেন। এসময় উপস্থিত ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ ছাদেকুল আরেফিন, প্রক্টর, হলসমূহের প্রাধ্যক্ষ এবং বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ।

অধ্যাপক ড. বদরুজ্জামান ভূঁইয়া এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রাধ্যক্ষের দায়িত্বে ছিলেন। তাছাড়া অধ্যাপক ড. বদরুজ্জামান ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি জনপ্রিয় কলামিস্ট এবং টকশো ব্যক্তিত্ব হিসেবে সারাদেশে পরিচিত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

স্কলারশিপ-এ পাকিস্তানে পড়ার সুযোগ ১০০ বাংলাদেশি, প্রধানমন্ত্রীর অনুমোদন

দখিনের সময় ডেস্ক: বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য স্কলারশিপের অনুমোদন দিয়েছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ স্কলারশিপে ১০০ বাংলাদেশিকে পাকিস্তানে পড়ার সুযোগ দেওয়ার বিষয়টির অনুমোদন দিয়েছেন। সংবাদমাধ্যম...

Recent Comments