দখিনের সময় ডেস্ক
ফরিদপুরে ডাবের পানিতে চেতনানাশক খাইয়ে অচেতন করে একটি সোনার দোকান থেকে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরির মামলায় দুই নারীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সোনা চুরির মামলায় গ্রেফতার হওয়া ওই দুই নারী হলেন- চরভদ্রাসনের গাজিরটেক ইউনিয়নের চরসুলতানপুর গ্রামের কাজল আক্তার সোহানা (২৫) ও একই ইউনিয়নের চরআমরাপুর গ্রামের রিমি আক্তার (২২)।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, শহরের নিলটুলী মহল্লার তারকেশ্বর জুয়েলার্সের মালিক শংকর দত্ত (৫০) গত বুধবার ফরিদপুর কোতোয়ালী থানায় একটি মামলা করেন। মামলায় অভিযোগ করা হয়, ওই দুই নারী মাঝে মাঝে তার দোকানে আসতো। পূর্ব পরিচয়ের সূত্র ধরে গত ১৭ এপ্রিল রবিবার বিকালে দোকানে এসে সোনার চেইন কেনার কথা বলে এবং বিভিন্ন ধরণের চেইন সম্পর্কে অবগত হন। পরের দিন সোমবার দুপুর অনুমান আড়াইটার দিকে ওই দুই নারী দোকানে ঢুকে তাকে (শংকরদত্ত) কৌশলে ডাব খাইয়ে অচেতন করে দোকান হতে ২০ ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করে নিয়ে চলে যায়।
এ ব্যাপারে বৃহস্পতিবার ফরিদপুর কোতোয়ালী থানায় ওই দুই নারীসহ অজ্ঞাত আরও চার/পাঁচজনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন শংকরদত্ত। মামলার তদন্তকারী কর্মকর্তা ফরিদপুর কোতোয়ালী থানার এসআই সুজন বিশ্বাস জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সোহানাকে ঝিনাইদহ জেলার কালীগঞ্জ এলাকা থেকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে চুরি যাওয়া ৫টি চেইন উদ্ধার করা হয়। পরবর্তীতে সোহানার দেওয়া তথ্যমতে দুপুর সাড়ে ১২টার দিকে শহরের কমলাপুর মহল্লার ডিআইবি বটতলা এলাকা হতে রিমি আক্তারকে গ্রেফতার করা হয়।
জেলা পুলিশের ওই প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আসামিরা একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। আসামিরা ফরিদপুর শহরে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসায় ভাড়া থেকে বিত্তবান বিভিন্ন লোকদের প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ছবি তুলে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়াসহ চুরি মাদক ও নানা অসামাজিক কাজের সাথে লিপ্ত থাকে। আসামি সোহানার বিরুদ্ধে ফরিদপুর কোতোয়ালী থানায় মাদকসহ দুটি মামলা রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন রঞ্জন সরকার বলেন, আসামি ওই দুই নারীকে আদালতে সোপর্দ করা হয়েছে।
Post Views:
59