Home বরিশাল ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে সকলকে একযোগে কাজ করতে হবে: বিএমপি কমিশনার

ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ করতে সকলকে একযোগে কাজ করতে হবে: বিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

‘ঈদুল ফিতর শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হলে ঘরমুখো মানুষের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে হবে। এর জন্য আমাদেরকে ঘরমুখো মানুষ সহ সর্বসাধারণের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে সার্বিক যোগাযোগ ব্যবস্থা, ট্রাফিক ব্যবস্থাপনা, পরিবহনের এন্ট্রি-এক্সিট পয়েন্ট, পার্কিং ব্যবস্থা, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, মেডিকেল টিম, স্বেচ্ছাসেবক সহ সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় সাধন করে কাঁধে কাঁধ মিলিয়ে একযোগে কাজ করতে হবে।’
বরিশাল জেলা পুলিশ লাইন্স ড্রিলসেডে বিএমপি কর্তৃক আয়োজিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এ কথা  বলেন,   অতিরিক্ত আইজিপি পুলিশ কমিশনার বিএমপি  মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম-বার ।

সমন্বয় সভায় সভাপতি বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, শ্রমিক নেতৃবৃন্দ, বিআইডব্লিউটিএ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিসি, বিআরটিএ, রোডস এন্ড হাইওয়ে, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিনিধি, নৌ সদর থানার প্রতিনিধি, রেপিড একশন ব্যাটালিয়ন প্রতিনিধি,  প্রেসক্লাবের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট সকলের সাথে  আইন-শৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সাধনের লক্ষ্যে  মতবিনিময় করেন।

এ সময় তিনি আমন্ত্রিত সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে  বিএমপি’র থানা পুলিশ,  ট্রাফিক ডিভিশন, ডিটেকটিভ ব্রাঞ্চ,  সিটি স্পেশাল ব্রাঞ্চ,  সহ সকল ইউনিট কমান্ডারদের সকলের সাথে পারস্পরিক সমন্বয় সাধন করে জননিরাপত্তা নিশ্চিতকল্পে একসাথে কাজ করার নির্দেশ প্রদান করেন। এক্ষেত্রে  তিনি কমিউনিটি পুলিশিং ও বিট পুলিশিং কার্যক্রমকে সম্পৃক্ত করার জন্য নির্দেশ প্রদান করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ক্রাইম  অপস এন্ড প্রসিকিউশন  রাসেল পিপিএম-সেবা
এর সঞ্চালনায় এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপারেশন  মােহাম্মদ এনামুল হক,উপ-পুলিশ কমিশনার সদর দপ্তর  মােহাম্মদ নজরুল হােসেন, উপ-পুলিশ কমিশনার ক্রাইম, অপারেশন এন্ড প্রসিকিউশন  মােঃ মােকতার হােসেন পিপিএম-সেবা, উপ-পুলিশ কমিশনার উত্তর মােহাম্মদ জাকির হােসেন মজুমদার, পিপিএম-সেবা, উপ পুলিশ কমিশনার দক্ষিণ  মােঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার ট্রাফিক এস এম তানভীর আরাফাত পিপিএম-বার, উপ-পুলিশ কমিশনার (সিএসবি)  খান মুহাম্মদ আবু নাসের, উপ-পুলিশ কমিশনার (ডিবি)  মােঃ মনজুর রহমান ‘পিপিএম-বারসহ বিএমপি’র  অন্যান্য শীর্ষ কর্মকর্তা বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, আমন্ত্রিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিগণ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র-শিক্ষক রাজনীতি নিষিদ্ধ

দখিনের সময় ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্র, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম...

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

দখিনের সময় ডেস্ক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হবিগঞ্জে মানহানির একটি মামলা থেকে খালাস পেয়েছেন । বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল আলীম...

সাবেক ছাত্রলীগ নেতাকে হত্যা: ৮ শিক্ষার্থী বহিষ্কার

দখিনের সময় ডেস্ক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে পিটিয়ে হত্যা করার ঘটনায় অভিযুক্ত বিশ্ববিদ্যালয়ের আটজন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে কর্তৃপক্ষ। সাময়িক...

বাউফলে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

বাউফল প্রতিনিধিঃ পটুয়াখালীর বাউফলে কালাইয়া-বাউফল ও বরিশাল সড়ক অবরোধ করেছেন কয়েকশ বিক্ষুব্ধ শিক্ষার্থী। আজ বৃহস্পতিবার বেলা ১১ টা থেকে দুপুর ১ পর্যন্ত দুই ঘন্টা দাশপাড়া...

Recent Comments