Home আন্তর্জাতিক ‘কেজিএফ ২’র শো চলাকালীন হলের ভেতরেই গুলি, আহত ১

‘কেজিএফ ২’র শো চলাকালীন হলের ভেতরেই গুলি, আহত ১

দখিনের সময় ডেস্ক

গেল বছরের ডিসেম্বরে ভারতসহ বিশ্বময় সাড়া ফেলেছিল স্যান্ডেলউড সিনেমা পুষ্পা: দ্য রাইজ।পুষ্পা ঝড় শেষে এবার ভারতে ভর করেছে স্যান্ডেলউডের আরেকটি সিনেমা ‘কেজিএফ ২’।মাত্র ৭ দিনেই ‘দঙ্গল’ ও ‘বাহুবলী’র রেকর্ড ভেঙে দিল কন্নড় ইন্ডাস্ট্রির এই সিনেমা। সিনেমা নিয়ে যখন শোরগোল চলছে ভারতে এরইমধ্যে ঘটল অনাকাঙ্ক্ষিত ঘটনা।

‘কেজিএফ ২’র শো চলাকালীন সিনেমা হলের ভেতরেই চলল গুলি। তাতে এক দর্শক আহত হয়েছেন।ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, কর্ণাটকের ‘রাজশ্রী’ নামক সিনেমাহলে বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার শো চলাকালীন এই ঘটনা ঘটে।

সেখানে বন্ধুদের নিয়ে সিনেমাটি দেখতে গিয়েছিলেন বসন্তকুমার (২৭) নামের এক যুবক। তিনি অন্য আরেকজনের সিটে পা তুলে আরাম করে সিনেমা দেখছিলেন। এটা মেনে নিতে পারেননি ওই সিটের ব্যক্তি। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। শো চলাকালীনই দুজনের এই মারামারি বাকিদের সমস্যা সৃষ্টি করে। তারা ওই ব্যক্তিকে বের করে দেন। কিছুক্ষণ পর হঠাৎ ওই ব্যক্তি বন্দুক নিয়ে সিনেমা হলে প্রবেশ করেন এবং গুলি ছোঁড়েন। প্রথমে লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয় গুলিতে আহত হন বসন্ত। তার পেটে গুলি লাগে। গুলির শব্দে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে সিনেমা হলে। শো থামিয়ে বসন্তকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।

জানা গেছে, আহত বসন্তের বাড়ি কর্ণাটকের হাভেরি জেলার সিগগাঁওয়ে। তিনি এখন শঙ্কামুক্ত। অন্যদিকে যে ব্যক্তি গুলি চালিয়েছেন, তাকে খোঁজা শুরু করেছে পুলিশ। তিনি কোথায় বন্দুক পেয়েছেন, পূর্বের কোনো শত্রুতা ছিল কিনা, এসবের তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

গাজা-লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়িয়েছে  ৪৪ হাজার

দখিনের সময়  ডেস্কঃ গাজা-লেবাননে অব্যাহত রয়েছে ইসরায়েলি হামলা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) হামাস নিয়ন্ত্রিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় গাজায় প্রাণ গেছে ৮৮ ফিলিস্তিনির। খবর...

রয়্যাল এনফিল্ডের বৈদ্যুতিক বাইক আসছে

দখিনের সময় ডেস্ক: বৈদ্যুতিক বাইকের বাজারে ইতোমধ্যেই পা রেখেছে রিভল্ট এবং ওলা। ওলার বাইক বাজারে না এলেও আকর্ষণীয় ডিজাইনের সঙ্গে কম জ্বালানি খরচ নজর কেড়েছে...

দুধের বিকল্প হিসেবে যা খেতে পারেন

দখিনের সময় ডেস্ক: উদ্ভিদ-ভিত্তিক দুধ বর্তমানে জনপ্রিয় হতে শুরু করেছে। এটি বাদাম, ওট, নারিকেল বা মটরশুঁটি যাই হোক না কেন, দুধের এই বিকল্পগুলো স্বাস্থ্যকর ডায়েট...

খালেদা জিয়ার সঙ্গে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্র নেতাদের সাক্ষাৎ

দখিনের সময় ডেস্ক: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে কুশল বিনিময় করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের। বৃহস্পতিবার (২১ নভেম্বর) সশস্ত্র বাহিনীর দিবস উপলক্ষ্যে সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠান...

Recent Comments